ETV Bharat / state

বারুইপুরে ধৃত ওড়িশার 4 পাচারকারী , উদ্ধার 38 কিলো গাঁজা

ওড়িশা থেকে প্রথমে তারা বাসে করে ধর্মতলা আসে । তারপর ধর্মতলা থেকে 218 নম্বর বাসে করে বারুইপুর রেল ওভারব্রিজ সংলগ্ন কাছারি বাজার মোড়ে নামে । প্রত্যেকেই পিঠে পড়ার ব্যাগে করে গাঁজা আনছিল বলে খবর ।

Baruipur
বারুইপুরে ধৃত ওড়িশার 4 পাচারকারী
author img

By

Published : Dec 21, 2020, 5:48 PM IST

বারুইপুর , 21 ডিসেম্বর : আবারও বড় সাফল্য পেল বারুইপুর পুলিশ । বারুইপুর থেকে গ্রেপ্তার করা হল ওড়িশার চার গাঁজা পাচারকারীকে । তাদের কাছ থেকে উদ্ধার করা হয়েছে 38 কিলো গাঁজা । ধৃত চারজনই পড়ুয়া । তাদের মধ্যে দু'জন ছাত্রীও রয়েছে । এর আগেও এই এলাকা থেকে পাচারকারীকে গ্রেপ্তার করেছে পুলিশ ।

ওড়িশা থেকে প্রথমে তারা বাসে করে ধর্মতলায় আসে । তারপর ধর্মতলা থেকে 218 নম্বর বাসে করে বারুইপুর রেল ওভারব্রিজ সংলগ্ন কাছারি বাজার মোড়ে নামে । প্রত্যেকেই পিঠে পড়ার ব্যাগে করে গাঁজা আনছিল । আগেই খবর পেয়ে সাদা পোশাকে থাকা স্পেশাল অপারেশন গ্রুপের সদস্যরা তাদের ঘিরে ধরে । তাদের কাছ থেকে উদ্ধার হয় 38 কিলো গাঁজা।

পুলিশ জানিয়েছে, তারা আগেই খবর পেয়েছিল যে চারজন গাঁজা পাচারকারী বারুইপুরের কাছারি বাজারে আসছে । সেখানে কাউকে গাঁজা বিক্রি করার জন্যই এসেছিল বলে খবর । কিন্তু তার আগেই পুলিশ তাদের ধরে নেয় । ধৃতরা জেরায় জানিয়েছে, তারা প্রতি খেপে 5000 টাকা করে পেত । এই গাঁজা কোথায় পাচার করছিল, তাদের জিজ্ঞাসা করে তা জানার চেষ্টা করছে পুলিশ ।

বারুইপুর , 21 ডিসেম্বর : আবারও বড় সাফল্য পেল বারুইপুর পুলিশ । বারুইপুর থেকে গ্রেপ্তার করা হল ওড়িশার চার গাঁজা পাচারকারীকে । তাদের কাছ থেকে উদ্ধার করা হয়েছে 38 কিলো গাঁজা । ধৃত চারজনই পড়ুয়া । তাদের মধ্যে দু'জন ছাত্রীও রয়েছে । এর আগেও এই এলাকা থেকে পাচারকারীকে গ্রেপ্তার করেছে পুলিশ ।

ওড়িশা থেকে প্রথমে তারা বাসে করে ধর্মতলায় আসে । তারপর ধর্মতলা থেকে 218 নম্বর বাসে করে বারুইপুর রেল ওভারব্রিজ সংলগ্ন কাছারি বাজার মোড়ে নামে । প্রত্যেকেই পিঠে পড়ার ব্যাগে করে গাঁজা আনছিল । আগেই খবর পেয়ে সাদা পোশাকে থাকা স্পেশাল অপারেশন গ্রুপের সদস্যরা তাদের ঘিরে ধরে । তাদের কাছ থেকে উদ্ধার হয় 38 কিলো গাঁজা।

পুলিশ জানিয়েছে, তারা আগেই খবর পেয়েছিল যে চারজন গাঁজা পাচারকারী বারুইপুরের কাছারি বাজারে আসছে । সেখানে কাউকে গাঁজা বিক্রি করার জন্যই এসেছিল বলে খবর । কিন্তু তার আগেই পুলিশ তাদের ধরে নেয় । ধৃতরা জেরায় জানিয়েছে, তারা প্রতি খেপে 5000 টাকা করে পেত । এই গাঁজা কোথায় পাচার করছিল, তাদের জিজ্ঞাসা করে তা জানার চেষ্টা করছে পুলিশ ।

ETV Bharat Logo

Copyright © 2024 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.