সুন্দরবন, 27 অগস্ট : ভারতীয় জলসীমা পেরিয়ে ভুলবশত বাংলাদেশে ঢুকে পড়ায় গ্রেফতার করা হল চার ভারতীয় মৎস্যজীবীকে ৷ সূত্রের খবর, পড়শি দেশের বন দফতর ও উপকূলীয় থানা এলাকার পুলিশ তাঁদের গ্রেফতার করে ৷ ধৃতরা হলেন বিকাশ মণ্ডল, কৃষ্ণ সিকদার, আলোক সর্দার এবং গুরুদাস সর্দার ৷ এঁরা সকলেই দক্ষিণ 24 পরগনার সুন্দরবনের ঝড়খালির বাসিন্দা ৷
আরও পড়ুন : fishermen detained : জলসীমা লঙ্ঘন করায় বাংলাদেশি নৌবাহিনীর হাতে 14 ভারতীয় মৎস্যজীবী আটক
আটক মৎস্যজীবীদের পরিবারের সদস্যরা জানিয়েছেন, সমুদ্রে মাছ ধরতেই ট্রলার নিয়ে বেরিয়েছিলেন তাঁরা ৷ কিন্তু জলসীমা বুঝতে না পেরে ভুলবশত ঢুকে পড়েন বাংলাদেশে ৷ সেই সময় বাংলাদেশের অন্তর্গত সুন্দরবনের সাতক্ষীরা রেঞ্জের বনকর্মীরা তাঁদের প্রথমে আটক করেন ৷ পরে তাঁদের গ্রেফতার করা হয় ৷ ধৃত মৎস্যজীবীদের বিরুদ্ধে বাংলাদেশের অরণ্য আইন অনুসারে মামলা রুজু করা হয়েছে ৷ আদালতে পেশ করার পর তাঁদের সকলকেই জেল হেফাজতে পাঠানো হয়েছে ৷
এই খবর বাড়িতে পৌঁছতেই কান্নায় ভেঙে পড়েন ধৃত মৎস্যজীবীদের পরিবারের সদস্যরা ৷ তাঁদের আর্তি, সরকার এই বিষয়ে হস্তক্ষেপ করুক ৷ দেশে ফিরিয়ে আনা হোক মৎস্যজীবীদের ৷ ধৃতরা সকলেই হতদরিদ্র পরিবারের একমাত্র রোজগেরে সদস্য ৷ ফলে তাঁরা ভিনদেশে গ্রেফতার হওয়ায় পরিবারের বাকি সদস্যদেরও কার্যত অনাহারে দিন কাটাতে হবে ৷ তাই সরাসরি মুখ্যমন্ত্রীর কাছেই সাহায্যের আর্তি জানিয়েছেন ধৃত মৎস্যজীবীদের আপনজনেরা ৷
আরও পড়ুন : Sundarban Tiger Attack : সুন্দরবনে মাছ ধরতে গিয়ে বাঘের হামলায় মৎস্যজীবীর মৃত্যু
সরকারি সূত্রে খবর, ইতিমধ্যেই বিষয়টি নজরে এসেছে রাজ্যের মৎস্য দফতরের ৷ তাদের পক্ষ থেকে বাংলাদেশের বন দফতরের সঙ্গে কথা বলা হচ্ছে ৷ মৎস্যজীবীদের ছেড়ে দেওয়ার জন্য পশ্চিমবঙ্গে সরকারের তরফেও বাংলাদেশ সরকারের কাছে আবেদন জানানো হয়েছে ৷