ETV Bharat / state

বারুইপুরের হোমকে খাদ্যসামগ্রী পুলিশ সুপারের - south 24 pargana news

একটানা লকডাউনের জেরে অনাথ শিশুদের হোমগুলিতে ডোনেশন আসছে না । সমস্যায় হোম কর্তৃপক্ষ । বারুইপুরে অনাথ শিশুদের হোমগুলির সাহায্যার্থে এগিয়ে এলেন জেলার পুলিশ সুপার ।

help
সাহায্য
author img

By

Published : Apr 9, 2020, 2:26 PM IST

Updated : Apr 14, 2020, 8:19 PM IST

বারুইপুর, 9 এপ্রিল: বারুইপুরে অনাথ শিশুদের হোমগুলির সাহায্যার্থে উদ্যোগ নিলেন পুলিশ সুপার রশিদ মুনির খান । একটি হোমের কর্তৃপক্ষের হাতে বেশ কিছু খাদ্যসামগ্রী তুলে দেন তিনি ।

একটানা লকডাউনের জেরে সমস্যার মধ্যে রয়েছে অনাথ শিশুদের হোমগুলি ৷ বারুইপুরে এরকম মোট 16টি হোম রয়েছে ৷ মূলত ডোনেশনের উপর নির্ভর করেই চলে এই হোমগুলি ৷ বর্তমানে ডোনেশন আসছে না । সেই কারণে বেশ সমস্যায় পড়তে হচ্ছে হোম কর্তৃপক্ষগুলিকে ৷ এই অবস্থায় এলাকার হোমগুলির পাশে দাঁড়ানোর সিদ্ধান্ত নেওয়া হয় জেলা পুলিশের তরফে । পুলিশ সুপার রশিদ মুনির খান আজ নরেন্দ্রপুর এলাকার একটি হোমে যান । হোম কর্তৃপক্ষের হাতে কিছু খাদ্যসামগ্রী তুলে দেন ৷ পাশাপাশি এই সময় প্রত্যেকে যাতে লকডাউনের নির্দেশিকা মেনে চলেন ও বাড়িতে থাকেন সেই ব্যাপারে সচেতন করেন ৷

হোমকে খাদ্যসামগ্রী পুলিশ সুপারের

এই হোমের প্রত্যেক শিশুই সুন্দরবন এলাকার ৷ তাদের প্রত্যেকেরই বাবা ও মায়ের মৃত্যু হয়েছে বাঘের হানায় ৷ জেলার প্রতিটি হোমকেই সাহায্য করা হবে বলে জানিয়েছেন রশিদ মুনির খান ৷ পুলিশ সুপারের উদ্যোগে এই সাহায্য পেয়ে খুশি হোম কর্তৃপক্ষ ৷

বারুইপুর, 9 এপ্রিল: বারুইপুরে অনাথ শিশুদের হোমগুলির সাহায্যার্থে উদ্যোগ নিলেন পুলিশ সুপার রশিদ মুনির খান । একটি হোমের কর্তৃপক্ষের হাতে বেশ কিছু খাদ্যসামগ্রী তুলে দেন তিনি ।

একটানা লকডাউনের জেরে সমস্যার মধ্যে রয়েছে অনাথ শিশুদের হোমগুলি ৷ বারুইপুরে এরকম মোট 16টি হোম রয়েছে ৷ মূলত ডোনেশনের উপর নির্ভর করেই চলে এই হোমগুলি ৷ বর্তমানে ডোনেশন আসছে না । সেই কারণে বেশ সমস্যায় পড়তে হচ্ছে হোম কর্তৃপক্ষগুলিকে ৷ এই অবস্থায় এলাকার হোমগুলির পাশে দাঁড়ানোর সিদ্ধান্ত নেওয়া হয় জেলা পুলিশের তরফে । পুলিশ সুপার রশিদ মুনির খান আজ নরেন্দ্রপুর এলাকার একটি হোমে যান । হোম কর্তৃপক্ষের হাতে কিছু খাদ্যসামগ্রী তুলে দেন ৷ পাশাপাশি এই সময় প্রত্যেকে যাতে লকডাউনের নির্দেশিকা মেনে চলেন ও বাড়িতে থাকেন সেই ব্যাপারে সচেতন করেন ৷

হোমকে খাদ্যসামগ্রী পুলিশ সুপারের

এই হোমের প্রত্যেক শিশুই সুন্দরবন এলাকার ৷ তাদের প্রত্যেকেরই বাবা ও মায়ের মৃত্যু হয়েছে বাঘের হানায় ৷ জেলার প্রতিটি হোমকেই সাহায্য করা হবে বলে জানিয়েছেন রশিদ মুনির খান ৷ পুলিশ সুপারের উদ্যোগে এই সাহায্য পেয়ে খুশি হোম কর্তৃপক্ষ ৷

Last Updated : Apr 14, 2020, 8:19 PM IST
ETV Bharat Logo

Copyright © 2024 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.