ETV Bharat / state

ICDS সেন্টারে খিচুড়ির কড়াই উলটে তিন শিশু-সহ জখম পাঁচ - accident of jibantala ICDS centre

গরম খিচুড়ির কড়াই উলটে গিয়ে জখম পাঁচ ৷ তাদের মধ্যে দু'জন মহিলা ও তিন জন শিশু ৷

হাসপাতালে চিকিৎসাধীন এক শিশু
author img

By

Published : Aug 28, 2019, 1:16 PM IST

জীবনতলা, 28 অগাস্ট: গরম খিচুড়ির কড়াই উলটে গিয়ে জখম পাঁচ ৷ তাদের মধ্যে দু'জন মহিলা ও তিন জন শিশু ৷ দক্ষিণ 24 পরগনার জীবনতলা থানার কালিকাতলা গ্রাম পঞ্চায়েতের 76 নম্বর অঙ্গনওয়াড়ি কেন্দ্রের ঘটনা ৷

স্থানীয়দের দাবি, ওই অঙ্গনওয়ারি কেন্দ্রে কৃষ্ণা মণ্ডল আজ দুপুরে রান্নার পর গরম খিচুড়ির কড়াই উনুন থেকে নামাচ্ছিলেন ৷ সেই সময় হাত ফসকে তা উলটে যায় ৷ গরম খিচুড়ি ছিটকে পড়ে সেখানে থাকা দুই মহিলা ও তিন শিশুর উপর ৷ গুরুতর জখম হন ৷ সেই সঙ্গে গরম খিচুড়ি পড়ে কৃষ্ণা মণ্ডলেরও হাতে-পায়ে ফোসকা পড়ে ৷ জখমদের তড়িঘড়ি স্থানীয় মটেরদিঘি ব্লক প্রাথমিক হাসপাতালে ভরতি করা হয়েছে ৷ বিষয়টি নিয়ে ক্যানিং 2 নম্বর ব্লক প্রশাসন তদন্ত শুরু করেছে ৷

জীবনতলা, 28 অগাস্ট: গরম খিচুড়ির কড়াই উলটে গিয়ে জখম পাঁচ ৷ তাদের মধ্যে দু'জন মহিলা ও তিন জন শিশু ৷ দক্ষিণ 24 পরগনার জীবনতলা থানার কালিকাতলা গ্রাম পঞ্চায়েতের 76 নম্বর অঙ্গনওয়াড়ি কেন্দ্রের ঘটনা ৷

স্থানীয়দের দাবি, ওই অঙ্গনওয়ারি কেন্দ্রে কৃষ্ণা মণ্ডল আজ দুপুরে রান্নার পর গরম খিচুড়ির কড়াই উনুন থেকে নামাচ্ছিলেন ৷ সেই সময় হাত ফসকে তা উলটে যায় ৷ গরম খিচুড়ি ছিটকে পড়ে সেখানে থাকা দুই মহিলা ও তিন শিশুর উপর ৷ গুরুতর জখম হন ৷ সেই সঙ্গে গরম খিচুড়ি পড়ে কৃষ্ণা মণ্ডলেরও হাতে-পায়ে ফোসকা পড়ে ৷ জখমদের তড়িঘড়ি স্থানীয় মটেরদিঘি ব্লক প্রাথমিক হাসপাতালে ভরতি করা হয়েছে ৷ বিষয়টি নিয়ে ক্যানিং 2 নম্বর ব্লক প্রশাসন তদন্ত শুরু করেছে ৷

Intro: আইসিডিএস সেন্টারে গরম খিচুড়ির কড়াই উল্টে গিয়ে গুরুতর জখম হলেন পাঁচজন। আহতদের মধ্যে দুই মহিলা ও তিন শিশু রয়েছে। গুরুতর জখম অবস্থায় সকলকেই স্থানীয় মটেরদীঘি ব্লক প্রাথমিক হাসপাতালে চিকিৎসার জন্য ভর্তি করা হয়েছে। মঙ্গলবার ঘটনাটি ঘটেছে দক্ষিণ ২৪ পরগণার জীবনতলা থানার অন্তর্গত কালিকাতলা গ্রাম পঞ্চায়েতের ৭৬ নম্বর অঙ্গনওয়ারী কেন্দ্রে। এই ঘটনাকে কেন্দ্র করে চাঞ্চল্য ছড়িয়েছে এলাকায়। কিভাবে ঘটনাটি ঘটলো সে বিষয়ে ক্যানিং ২ ব্লক প্রশাসন তদন্ত শুরু করেছে।
স্থানীয়দের দাবী, ঐ অঙ্গনওয়ারী কেন্দ্রের হেল্পার কৃষ্ণা মণ্ডল মঙ্গলবার দুপুরে রান্নার পর গরম খিচুড়ির কড়াই উনুন থেকে নামাচ্ছিলেন। সেই সময় কোন কারণে হাত ফসকে যাওয়ায় খিচুড়ির কড়াই উল্টে যায়। গরম খিচুড়ি ছিটকে গিয়ে পড়ে অঙ্গনওয়ারী কেন্দ্রে থাকা দুই মহিলা ও তিন শিশুর উপর। তারা গুরুতর জখম হন। জখম হন কৃষ্ণা মণ্ডল ও। হাতে, পায়ে ফোসকা পড়ে যায় তাদের। তড়িঘড়ি তাদের উদ্ধার করে হাসপাতালে ভর্তি করা হয়।Body:Intro তে কপি দিলাম Conclusion:একটু দেখে নেবেন।
ETV Bharat Logo

Copyright © 2025 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.