ETV Bharat / state

Fishing Vessel Capsized: মাঝ সমুদ্রে ফের ট্রলার ডুবি, নিরাপদে উদ্ধার মৎস্যজীবীরা - ফের ট্রলার ডুবি মাঝ সমুদ্রে

যান্ত্রিক গোলযোগের জেরে ফের ট্রলার ডুবি মাঝ সমুদ্রে ৷ যদিও নিরাপদে উদ্ধার হয়েছেন ট্রলারে থাকা 12 জন মৎস্যজীবী ৷ ডুবন্ত ট্রলারটি উদ্ধারের চেষ্টা চলেছে (Fishing Vessel Capsized)৷

Fishing Vessel Capsized
ফের ট্রলার ডুবি মাঝ সমুদ্রে
author img

By

Published : Jun 20, 2022, 8:05 PM IST

কাকদ্বীপ, 20 জুন : আবারও উত্তাল সমুদ্রে ট্রলার ডুবে বিপত্তি ৷ বঙ্গোপসাগরে দুর্ঘটনার শিকার এফবি মহামায়া নামক একটি ট্রলার ৷ তবে ট্রলারে থাকা 12 জন মৎস্যজীবীকে নিরাপদে উদ্ধার করা সম্ভব হয়েছে ৷ প্রত্যেককে ফ্রেজারগঞ্জ মৎস্যবন্দরে নিয়ে আসা হয়েছে ৷

জানা গিয়েছে, রবিবার বিকালে জম্বুদ্বীপ থেকে 15 কিলোমিটার গভীরে উত্তাল টেউয়ের মধ্যে পড়ে ট্রলারটি ৷ টেউয়ে দাপটে ভেঙে য়ায় ট্রলারের পাটাতন ৷ দ্রুত জল ঢুকতে শুরু করে ট্রলারে ৷ প্রাণ বাঁচতে মৎস্যজীবীরা চিৎকার শুরু করেন ৷ পার্শ্ববর্তী ট্রলার এসে ডুবতে থাকা ট্রলারের মৎস্যজীবীদের উদ্ধার করলেও ট্রলারটিকে ডুবে যাওয়ার হাত থেকে বাঁচানো কোনওভাবেই সম্ভব ছিল না ৷ ডুবন্ত ট্রলারটি উদ্ধারের চেষ্টা চলছে ৷

মাঝ সমুদ্রে ফের ট্রলার ডুবি, নিরাপদে মৎস্যজীবী

প্রসঙ্গত, গত 15 জুন থেকে গভীর সমুদ্রে মাছ ধরা শুরু হওয়ার পর এই নিয়ে দ্বিতীয়বার ট্রলার ডুবির ঘটনা ঘটল। এর আগে গত শনিবার ইলিশ ধরার জন্য মাঝ সমুদ্রে ডুবে যায় এফবি স্বর্ণময়ী নামে আরও একটি ট্রলার। তার মধ্যে ছিলেন 18 জন মৎস্যজীবী। সেক্ষেত্রেও সকল মৎস্যজীবীকে উদ্ধার করা সম্ভব হয়।

আরও পড়ুন : বঙ্গোপসাগরে ট্রলার ডুবি, নিরাপদে উদ্ধার 18 মৎস্যজীবী

কাকদ্বীপ, 20 জুন : আবারও উত্তাল সমুদ্রে ট্রলার ডুবে বিপত্তি ৷ বঙ্গোপসাগরে দুর্ঘটনার শিকার এফবি মহামায়া নামক একটি ট্রলার ৷ তবে ট্রলারে থাকা 12 জন মৎস্যজীবীকে নিরাপদে উদ্ধার করা সম্ভব হয়েছে ৷ প্রত্যেককে ফ্রেজারগঞ্জ মৎস্যবন্দরে নিয়ে আসা হয়েছে ৷

জানা গিয়েছে, রবিবার বিকালে জম্বুদ্বীপ থেকে 15 কিলোমিটার গভীরে উত্তাল টেউয়ের মধ্যে পড়ে ট্রলারটি ৷ টেউয়ে দাপটে ভেঙে য়ায় ট্রলারের পাটাতন ৷ দ্রুত জল ঢুকতে শুরু করে ট্রলারে ৷ প্রাণ বাঁচতে মৎস্যজীবীরা চিৎকার শুরু করেন ৷ পার্শ্ববর্তী ট্রলার এসে ডুবতে থাকা ট্রলারের মৎস্যজীবীদের উদ্ধার করলেও ট্রলারটিকে ডুবে যাওয়ার হাত থেকে বাঁচানো কোনওভাবেই সম্ভব ছিল না ৷ ডুবন্ত ট্রলারটি উদ্ধারের চেষ্টা চলছে ৷

মাঝ সমুদ্রে ফের ট্রলার ডুবি, নিরাপদে মৎস্যজীবী

প্রসঙ্গত, গত 15 জুন থেকে গভীর সমুদ্রে মাছ ধরা শুরু হওয়ার পর এই নিয়ে দ্বিতীয়বার ট্রলার ডুবির ঘটনা ঘটল। এর আগে গত শনিবার ইলিশ ধরার জন্য মাঝ সমুদ্রে ডুবে যায় এফবি স্বর্ণময়ী নামে আরও একটি ট্রলার। তার মধ্যে ছিলেন 18 জন মৎস্যজীবী। সেক্ষেত্রেও সকল মৎস্যজীবীকে উদ্ধার করা সম্ভব হয়।

আরও পড়ুন : বঙ্গোপসাগরে ট্রলার ডুবি, নিরাপদে উদ্ধার 18 মৎস্যজীবী

ETV Bharat Logo

Copyright © 2025 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.