ETV Bharat / state

Tiger Attack: সুন্দরবনে ফের বাঘের হামলা, প্রাণ গেল মৎস্যজীবীর - সুন্দরবনে বাঘের হামলা

কাঁকড়া ধরতে গিয়ে বাঘের হামলায় সুন্দরবনে মৃত্যু হল এক মৎস্যজীবীর (Fisherman Dies by Tiger)৷

Fisherman Dies
বাঘের হামলা
author img

By

Published : Jan 24, 2023, 6:49 PM IST

ফের সুন্দরবনে বাঘের হামলায় মৃত্যু মৎস্যজীবীর

সুন্দরবন, 24 জানুয়ারি: আবারও বাঘের হামলায় মৃত্যু হল এক মৎস্যজীবীর । ঘটনাটি ঘটেছে দক্ষিণ 24 পরগনার সুন্দরবনের মেচুয়ার জঙ্গলে । স্থানীয় সূত্রে জানা গিয়েছে, গত 19 জানুয়ারি কাঁকড়া ধরতে নৌকা নিয়ে বেরিয়েছিলেন বাসুদেব । তাঁর সঙ্গে ছিলেন আরও 2 জন মৎস্যজীবী । সোমবার বিকেলে মেচুয়ার জঙ্গলের কাছ দিয়ে যাচ্ছিল তাঁদের নৌকা । সেই সময় নৌকার পাটাতনের উপর বসেছিলেন বাসুদেব । আচমকা তাঁর উপর ঝাঁপিয়ে পড়ে বাঘ । বাকি 2 মৎস্যজীবী লাঠিসোঁটা নিয়ে তাড়া করতেই বাসুদেবের দেহ ছেড়ে জঙ্গলে ফিরে যায় দক্ষিণরায় । তবে ততক্ষণে সব শেষ ৷

সেই নৌকাতেই ছিলেন বিপ্লব নাইয়া নামে এক মৎস্যজীবী । তিনিই বাঘের আক্রমণের ঘটনার এই বিবরণ দিয়েছেন । তবে জানা গিয়েছে, মেচুয়ার যে জঙ্গলে বাঘ হামলা চালিয়েছে, তা সুন্দরবন টাইগার রিজার্ভ ফরেস্টের মধ্যে পড়ে । সেখানে কাউকেই যাওয়ার অনুমতি দেওয়া হয় না । আর সেখানেই বাঘের আক্রমণের মুখে পড়েন কুলতলির বাসিন্দা বাসুদেব বৈদ্য । তাঁর ঘাড়ে আঘাত করে বাঘ । ঘটনাস্থলেই মৃত্যু হয় ওই মৎস্যজীবীর (Fisherman Death)।

মঙ্গলবার তাঁর দেহ উদ্ধার করে গ্রামে আনা হয় । কান্নাকাটির রোল পড়ে যায় নদীর পাড়েই ৷ বহু মানুষ ভিড় করেন সেখানে ৷ তবে বারণ থাকা সত্ত্বেও ওই মৎস্যজীবীরা কীভাবে রিজার্ভ ফরেস্টে গেলেন, এ নিয়ে প্রশ্ন উঠছে । স্থানীয় বাসিন্দা আব্দুল হালিম নস্কর বলেন, "আয়লা, আমফান-ইয়াসের মতো ঘূর্ণিঝড়ের প্রভাবে চাষবাস ক্ষতিগ্রস্ত হয়েছে । তাই সুন্দরবনের মানুষের জীবন-জীবিকা জঙ্গলে মাছ, কাঁকড়া ধরার উপরেই নির্ভর করে এখন । অগত্যা আমাদের যেতেই হয় ৷"

প্রশাসনের তরফে বারবার রিজার্ভ ফরেস্ট এলাকায় যেতে মানা করা হয় ৷ তবে এই ঘটনা প্রথম নয়, এর আগেও রিজার্ভ এলাকায় কাঁকড়া ধরতে গিয়ে বাঘের হামলায় প্রাণ হারিয়েছেন বহু মৎস্যজীবী ৷ সতর্ক করার পরেও এহেন ঘটনায় চিন্তিত প্রশাসন ৷

আরও পড়ুন: রাতের অন্ধকারে জঙ্গলে ঢুকেছিলেন, বাঘের হামলায় মৃত্যু হল মৎস্যজীবীর

ফের সুন্দরবনে বাঘের হামলায় মৃত্যু মৎস্যজীবীর

সুন্দরবন, 24 জানুয়ারি: আবারও বাঘের হামলায় মৃত্যু হল এক মৎস্যজীবীর । ঘটনাটি ঘটেছে দক্ষিণ 24 পরগনার সুন্দরবনের মেচুয়ার জঙ্গলে । স্থানীয় সূত্রে জানা গিয়েছে, গত 19 জানুয়ারি কাঁকড়া ধরতে নৌকা নিয়ে বেরিয়েছিলেন বাসুদেব । তাঁর সঙ্গে ছিলেন আরও 2 জন মৎস্যজীবী । সোমবার বিকেলে মেচুয়ার জঙ্গলের কাছ দিয়ে যাচ্ছিল তাঁদের নৌকা । সেই সময় নৌকার পাটাতনের উপর বসেছিলেন বাসুদেব । আচমকা তাঁর উপর ঝাঁপিয়ে পড়ে বাঘ । বাকি 2 মৎস্যজীবী লাঠিসোঁটা নিয়ে তাড়া করতেই বাসুদেবের দেহ ছেড়ে জঙ্গলে ফিরে যায় দক্ষিণরায় । তবে ততক্ষণে সব শেষ ৷

সেই নৌকাতেই ছিলেন বিপ্লব নাইয়া নামে এক মৎস্যজীবী । তিনিই বাঘের আক্রমণের ঘটনার এই বিবরণ দিয়েছেন । তবে জানা গিয়েছে, মেচুয়ার যে জঙ্গলে বাঘ হামলা চালিয়েছে, তা সুন্দরবন টাইগার রিজার্ভ ফরেস্টের মধ্যে পড়ে । সেখানে কাউকেই যাওয়ার অনুমতি দেওয়া হয় না । আর সেখানেই বাঘের আক্রমণের মুখে পড়েন কুলতলির বাসিন্দা বাসুদেব বৈদ্য । তাঁর ঘাড়ে আঘাত করে বাঘ । ঘটনাস্থলেই মৃত্যু হয় ওই মৎস্যজীবীর (Fisherman Death)।

মঙ্গলবার তাঁর দেহ উদ্ধার করে গ্রামে আনা হয় । কান্নাকাটির রোল পড়ে যায় নদীর পাড়েই ৷ বহু মানুষ ভিড় করেন সেখানে ৷ তবে বারণ থাকা সত্ত্বেও ওই মৎস্যজীবীরা কীভাবে রিজার্ভ ফরেস্টে গেলেন, এ নিয়ে প্রশ্ন উঠছে । স্থানীয় বাসিন্দা আব্দুল হালিম নস্কর বলেন, "আয়লা, আমফান-ইয়াসের মতো ঘূর্ণিঝড়ের প্রভাবে চাষবাস ক্ষতিগ্রস্ত হয়েছে । তাই সুন্দরবনের মানুষের জীবন-জীবিকা জঙ্গলে মাছ, কাঁকড়া ধরার উপরেই নির্ভর করে এখন । অগত্যা আমাদের যেতেই হয় ৷"

প্রশাসনের তরফে বারবার রিজার্ভ ফরেস্ট এলাকায় যেতে মানা করা হয় ৷ তবে এই ঘটনা প্রথম নয়, এর আগেও রিজার্ভ এলাকায় কাঁকড়া ধরতে গিয়ে বাঘের হামলায় প্রাণ হারিয়েছেন বহু মৎস্যজীবী ৷ সতর্ক করার পরেও এহেন ঘটনায় চিন্তিত প্রশাসন ৷

আরও পড়ুন: রাতের অন্ধকারে জঙ্গলে ঢুকেছিলেন, বাঘের হামলায় মৃত্যু হল মৎস্যজীবীর

ETV Bharat Logo

Copyright © 2025 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.