ETV Bharat / state

Ham Radio Service in Sundarbans: প্রাকৃতিক বিপর্যয়ে উদ্ধারকাজে প্রথমবার সুন্দরবনে চালু হল হ্যাম রেডিয়ো - কেন্দ্রীয় তথ্যসম্প্রচার মন্ত্রক

প্রাকৃতিক বিপর্যয়, আরও নির্দিষ্ট করে বললে ঘূর্ণিঝড়ে বারবার সুন্দরবনকে আমরা তছনছ হতে দেখেছি ৷ যোগাযোগ ব্যবস্থা বিচ্ছিন্ন হয়ে দীর্ঘদিন বিনা-সাহায্যে মানুষকে জীবন অতিবাহিত করতে হয় ৷ সেই সমস্যার সামাধান এবার হ্যাম রেডিয়ো চালু হল দক্ষিণ 24 পরগনার সুন্দরবনের গোসাবায় ৷ কেন্দ্রীয় তথ্যসম্প্রচার মন্ত্রকের ছাড়পত্র নিয়ে ওয়েস্ট বেঙ্গল রেডিয়ো ক্লাব এই হ্যাম রেডিয়ো শুরু করেছে ৷

Ham Radio Service in Sundarbans ETV BHARAT
Ham Radio Service in Sundarbans
author img

By

Published : May 23, 2023, 9:43 PM IST

সুন্দরবনে চালু হল হ্যাম রেডিয়ো

গোসাবা (দক্ষিণ 24 পরগনা), 23 মে: বিভিন্ন সময়ে প্রাকৃতিক বিপর্যয় তছনছ হযতে দেখা গিয়েছে সুন্দরবনের ছোট ছোট দ্বীপ-সহ উপকূল অঞ্চলগুলিকে ৷ সেই তালিকায় রয়েছে সুন্দরবনের প্রত্যন্ত দ্বীপ গোসাবা ৷ প্রাকৃতিক বিপর্যয়ের কারণে তছনছ হয়ে যায় টেলি-যোগাযোগ ব্যবস্থা ৷ ফলে উদ্ধারকাজে বেগ পেতে হয় বিপর্যয় মোকাবিলা বাহিনীকে ৷ যোগাযোগের মাধ্যম না থাকায়, উদ্ধার কাজ ও সাহায্য পৌঁছে দিতে সমস্যা হয় ৷ তাই গোসাবার ত্রাতা হয়ে পাশে দাঁড়াল ওয়েস্ট বেঙ্গল রেডিয়ো ক্লাব ৷ প্রাকৃতিক দুর্যোগে এলাকার খবর আরও দ্রুত প্রশাসনের কাছে পৌঁছে দিতে বেসরকারি রেডিয়ো স্টেশন তৈরির কাজ শুরু হল সুন্দরবনে ৷

সুন্দরবনের প্রত্যন্ত দ্বীপে বেসরকারি রেডিয়ো স্টেশন তৈরির উদ্যোগ এই প্রথম ৷ গোসাবার চণ্ডীপুর এলাকায় আনুষ্ঠানিকভাবে কাজ শুরু করে হ্যাম রেডিয়ো ৷ এর ফলে প্রাকৃতিক দুর্যোগে এলাকাবাসীর নিজেদের মধ্যে যোগাযোগ রাখতে যথেষ্ট সুবিধা হবে বলে দাবি করেছেন রেডিয়ো স্টেশনের কর্মীরা ৷ সিভিল ডিফেন্সের কর্মী দেবব্রত মণ্ডল বেশ কয়েক মাস আগেই হ্যাম রেডিয়ো সংক্রান্ত প্রয়োজনীয় প্রশিক্ষণ নিয়ে আসেন ৷ তারপর শুরু হয় হ্যাম রেডিয়ো তৈরির পরিকল্পনা ৷ কেন্দ্রীয় তথ্যসম্প্রচার মন্ত্রক থেকে লাইসেন্স দেওয়া হয়েছে ওই বেসরকারি রেডিয়ো স্টেশনকে ৷

হ্যাম রেডিও ক্লাবের সম্পাদক অম্বরিশ নাগ বিশ্বাস জানিয়েছেন, প্রাকৃতিক দুর্যোগে সুন্দরবনের বিস্তীর্ণ অঞ্চলে টেলি-যোগাযোগ ব্যবস্থা ভেঙে পড়ার কারণে খবরাখবর পাঠাতে সমস্যা হয় ৷ এবার থেকে যে কোনও প্রাকৃতিক বিপর্যয়ের পর এই রেডিয়ো স্টেশন থেকে দ্রুত খবর পৌঁছে দেওয়া সম্ভব হবে বিভিন্ন এলাকায় ৷ এই হ্যাম রেডিয়ো ব্যবহারের প্রশিক্ষণ দেওয়া হবে বিপর্যয় মোকাবিলা বাহিনীর সদস্যদের ৷ দক্ষিণ 24 পরগনা জেলাশাসকের উদ্যোগে সেই প্রশিক্ষণ দেওয়া হবে ৷

সুন্দরবনের দুর্গম এলাকায় কোনওরকম প্রাকৃতিক বিপর্যয় হলে, সাধারণ মানুষ দ্রুত পরিষেবা পেতে পারে সেই দিকে বিশেষ লক্ষ্য দেওয়া হয়েছে ৷ হ্যাম রেডিয়োর এই অস্থায়ী স্টেশনের সাহায্যে সুন্দরবনের প্রত্যন্ত এলাকার মানুষজনকে দ্রুত উদ্ধার কাজ করা যাবে ৷ উদ্ধার কাজের পাশাপাশি মানুষের কাছে দ্রুত ত্রাণ পৌঁছে দেওয়াও সম্ভব হবে বলে জানিয়েছেন অম্বরিশ নাগ বিশ্বাস ৷

আরও পড়ুন: এ যেন মরার উপর খাঁড়ার ঘা ! যশের ঘা শুকোনোর আগেই ভরা কোটালের ভ্রুকুটি

গোসাবা চণ্ডীপুরের বাসিন্দা তথা এর মূল উদ্যোক্তা দেবব্রত মণ্ডল বলেন, ‘‘আমি দীর্ঘদিন ধরে বিপর্যয় মোকাবিলা বাহিনীর সঙ্গে যুক্ত ৷ প্রায় সময় দেখেছি যে কোনও প্রাকৃতিক বিপর্যয়ের ক্ষেত্রে সবথেকে বড় সমস্যা হল যোগাযোগ ব্যবস্থা ৷ মূলত সুন্দরবনের প্রান্তিক এলাকায় যখন কোনও প্রাকৃতিক বিপর্যয় আছড়ে পড়ে, তখন মানুষকে উদ্ধার করার ক্ষেত্রে সব থেকে বড় বাধা হয়ে দাঁড়ায় যোগাযোগ ব্যবস্থা ৷ সুন্দরবনের প্রান্তিক এলাকায় ঘূর্ণিঝড় আমফান ও ইয়াস আছড়ে পড়েছিল ৷ তখন আমরা দেখেছি টেলি-যোগাযোগ ব্যবস্থা সম্পূর্ণ বিপর্যস্ত হয়ে পড়েছে ৷ তখন রেডিয়ো ফ্রিকুয়েন্সির মাধ্যমে যোগাযোগ স্থাপন করা হয়েছিল ৷’’

যে কোনও প্রাকৃতিক বিপর্যয়ের ক্ষেত্রে সুন্দরবনের মানুষদের উদ্ধার কাজে হাত লাগায়ে হ্যাম রেডিয়োর সদস্যরা ৷ দীর্ঘদিনের চেষ্টায় দেবব্রত মণ্ডল গোসাবায় কেন্দ্রীয় তথ্য সম্প্রচার মন্ত্রক থেকে হ্যাম রেডিয়োর পরিষেবার ছাড়পত্র পেয়েছেন ৷ তবে, এর জন্য তাঁকে পরীক্ষায় বসতে হয়েছিল ৷ চণ্ডীপুরে নিজের বাড়িতে এই হ্যাম রেডিয়োর স্টেশন শুরু করেছেন দেবব্রত মণ্ডল ৷

সুন্দরবনে চালু হল হ্যাম রেডিয়ো

গোসাবা (দক্ষিণ 24 পরগনা), 23 মে: বিভিন্ন সময়ে প্রাকৃতিক বিপর্যয় তছনছ হযতে দেখা গিয়েছে সুন্দরবনের ছোট ছোট দ্বীপ-সহ উপকূল অঞ্চলগুলিকে ৷ সেই তালিকায় রয়েছে সুন্দরবনের প্রত্যন্ত দ্বীপ গোসাবা ৷ প্রাকৃতিক বিপর্যয়ের কারণে তছনছ হয়ে যায় টেলি-যোগাযোগ ব্যবস্থা ৷ ফলে উদ্ধারকাজে বেগ পেতে হয় বিপর্যয় মোকাবিলা বাহিনীকে ৷ যোগাযোগের মাধ্যম না থাকায়, উদ্ধার কাজ ও সাহায্য পৌঁছে দিতে সমস্যা হয় ৷ তাই গোসাবার ত্রাতা হয়ে পাশে দাঁড়াল ওয়েস্ট বেঙ্গল রেডিয়ো ক্লাব ৷ প্রাকৃতিক দুর্যোগে এলাকার খবর আরও দ্রুত প্রশাসনের কাছে পৌঁছে দিতে বেসরকারি রেডিয়ো স্টেশন তৈরির কাজ শুরু হল সুন্দরবনে ৷

সুন্দরবনের প্রত্যন্ত দ্বীপে বেসরকারি রেডিয়ো স্টেশন তৈরির উদ্যোগ এই প্রথম ৷ গোসাবার চণ্ডীপুর এলাকায় আনুষ্ঠানিকভাবে কাজ শুরু করে হ্যাম রেডিয়ো ৷ এর ফলে প্রাকৃতিক দুর্যোগে এলাকাবাসীর নিজেদের মধ্যে যোগাযোগ রাখতে যথেষ্ট সুবিধা হবে বলে দাবি করেছেন রেডিয়ো স্টেশনের কর্মীরা ৷ সিভিল ডিফেন্সের কর্মী দেবব্রত মণ্ডল বেশ কয়েক মাস আগেই হ্যাম রেডিয়ো সংক্রান্ত প্রয়োজনীয় প্রশিক্ষণ নিয়ে আসেন ৷ তারপর শুরু হয় হ্যাম রেডিয়ো তৈরির পরিকল্পনা ৷ কেন্দ্রীয় তথ্যসম্প্রচার মন্ত্রক থেকে লাইসেন্স দেওয়া হয়েছে ওই বেসরকারি রেডিয়ো স্টেশনকে ৷

হ্যাম রেডিও ক্লাবের সম্পাদক অম্বরিশ নাগ বিশ্বাস জানিয়েছেন, প্রাকৃতিক দুর্যোগে সুন্দরবনের বিস্তীর্ণ অঞ্চলে টেলি-যোগাযোগ ব্যবস্থা ভেঙে পড়ার কারণে খবরাখবর পাঠাতে সমস্যা হয় ৷ এবার থেকে যে কোনও প্রাকৃতিক বিপর্যয়ের পর এই রেডিয়ো স্টেশন থেকে দ্রুত খবর পৌঁছে দেওয়া সম্ভব হবে বিভিন্ন এলাকায় ৷ এই হ্যাম রেডিয়ো ব্যবহারের প্রশিক্ষণ দেওয়া হবে বিপর্যয় মোকাবিলা বাহিনীর সদস্যদের ৷ দক্ষিণ 24 পরগনা জেলাশাসকের উদ্যোগে সেই প্রশিক্ষণ দেওয়া হবে ৷

সুন্দরবনের দুর্গম এলাকায় কোনওরকম প্রাকৃতিক বিপর্যয় হলে, সাধারণ মানুষ দ্রুত পরিষেবা পেতে পারে সেই দিকে বিশেষ লক্ষ্য দেওয়া হয়েছে ৷ হ্যাম রেডিয়োর এই অস্থায়ী স্টেশনের সাহায্যে সুন্দরবনের প্রত্যন্ত এলাকার মানুষজনকে দ্রুত উদ্ধার কাজ করা যাবে ৷ উদ্ধার কাজের পাশাপাশি মানুষের কাছে দ্রুত ত্রাণ পৌঁছে দেওয়াও সম্ভব হবে বলে জানিয়েছেন অম্বরিশ নাগ বিশ্বাস ৷

আরও পড়ুন: এ যেন মরার উপর খাঁড়ার ঘা ! যশের ঘা শুকোনোর আগেই ভরা কোটালের ভ্রুকুটি

গোসাবা চণ্ডীপুরের বাসিন্দা তথা এর মূল উদ্যোক্তা দেবব্রত মণ্ডল বলেন, ‘‘আমি দীর্ঘদিন ধরে বিপর্যয় মোকাবিলা বাহিনীর সঙ্গে যুক্ত ৷ প্রায় সময় দেখেছি যে কোনও প্রাকৃতিক বিপর্যয়ের ক্ষেত্রে সবথেকে বড় সমস্যা হল যোগাযোগ ব্যবস্থা ৷ মূলত সুন্দরবনের প্রান্তিক এলাকায় যখন কোনও প্রাকৃতিক বিপর্যয় আছড়ে পড়ে, তখন মানুষকে উদ্ধার করার ক্ষেত্রে সব থেকে বড় বাধা হয়ে দাঁড়ায় যোগাযোগ ব্যবস্থা ৷ সুন্দরবনের প্রান্তিক এলাকায় ঘূর্ণিঝড় আমফান ও ইয়াস আছড়ে পড়েছিল ৷ তখন আমরা দেখেছি টেলি-যোগাযোগ ব্যবস্থা সম্পূর্ণ বিপর্যস্ত হয়ে পড়েছে ৷ তখন রেডিয়ো ফ্রিকুয়েন্সির মাধ্যমে যোগাযোগ স্থাপন করা হয়েছিল ৷’’

যে কোনও প্রাকৃতিক বিপর্যয়ের ক্ষেত্রে সুন্দরবনের মানুষদের উদ্ধার কাজে হাত লাগায়ে হ্যাম রেডিয়োর সদস্যরা ৷ দীর্ঘদিনের চেষ্টায় দেবব্রত মণ্ডল গোসাবায় কেন্দ্রীয় তথ্য সম্প্রচার মন্ত্রক থেকে হ্যাম রেডিয়োর পরিষেবার ছাড়পত্র পেয়েছেন ৷ তবে, এর জন্য তাঁকে পরীক্ষায় বসতে হয়েছিল ৷ চণ্ডীপুরে নিজের বাড়িতে এই হ্যাম রেডিয়োর স্টেশন শুরু করেছেন দেবব্রত মণ্ডল ৷

ETV Bharat Logo

Copyright © 2024 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.