ETV Bharat / state

Fire Arms Recovered: দক্ষিণ 24 পরগনায় উদ্ধার আগ্নেয়াস্ত্র, পুলিশের জালে বন্দুক ব্যবসায়ী - Crime in South 24 pargana

বিক্রি করতে যাওয়ার আগেই পুলিশের জালে বন্দুক ব্যবসায়ী ৷ সূত্র মারফত খবর পেয়ে হানা দিতেই গ্রেফতার বন্দুক ব্যবসায়ী ৷ উদ্ধার পাঁচটি আগ্নেয়াস্ত্র-সহ তিনটি কার্তুজ ও একটি মোবাইল(Fire Arms Recovered)৷

ETV Bharat
দক্ষিণ 24 পরগনায় কার্তুজ সহ উদ্ধার আগ্নেয়াস্ত্র
author img

By

Published : Nov 13, 2022, 4:27 PM IST

কাশীপুর, 13 নভেম্বর: পঞ্চায়েত নির্বাচনের আগে রাজ্যের বিভিন্ন প্রান্ত থেকে উদ্ধার হচ্ছে আগ্নেয়াস্ত্র(Firearms Seized in South 24 Parganas)। এবার দক্ষিণ 24 পরগনার কাশীপুর থানার পুলিশের চেষ্টায় উদ্ধার হল আগ্নেয়াস্ত্র(Crime in South 24 pargana)৷ সূত্র মারফত খবর পেয়ে, বোয়ালঘাটা বাজার সংলগ্ন উত্তর স্বরূপনগর থেকে শনিবার রাতে এক বন্দুক ব্যবসায়ীকে গ্রেফতার করে কাশিপুর থানার পুলিশ । ‌ধৃতের কাছ থেকে পাঁচটি আগ্নেয়াস্ত্র-সহ তিনটি কার্তুজ ও একটি মোবাইল পাওয়া গিয়েছে । ধৃত বন্দুক ব্যবসায়ী বসিরহাট ত্রিমোহিনী এলাকার বাসিন্দা, নাম আশিক আজম গাজি ৷

বোয়ালঘাটা বাজার সংলগ্ন উত্তর স্বরূপনগরের উপর দিয়ে এক বন্দুক ব্যবসায়ী হাড়োয়া ও শাসন থানার বর্ডারের দিকে বন্দুক বিক্রি করতে যাওয়ার খবর শনিবার রাতে এসে পৌঁছয় কাশীপুর থানায় । খবর পেতেই কাশীপুর থানার সাব ইন্সপেক্টর সেলিম রহমান মির্জা, কনস্টেবল অনুপ মাল ও পুলিশ ফোর্স বোয়ালঘাটা বাজারের উত্তর স্বরূপনগর এলাকায় হানা দেয় । দীর্ঘক্ষণ গা ঢাকা দেওয়ার পর অবশেষে বন্দুক ব্যবসায়ী আশিক আজম গাজিকে দেখতে পাওয়ার পর হাতেনাতে গ্রেফতার করে । তার কাছে তল্লাশি চালিয়ে মোট পাঁচটি আগ্নেয়াস্ত্র, তিনটি কার্তুজ ও একটি মোবাইল উদ্ধার হয় । তবে কার কাছে, কী উদ্দেশ্যে এই আগ্নেয়াস্ত্র পাচার করতে যাচ্ছিল তার তদন্ত শুরু করেছে কাশীপুর থানার পুলিশ ।

কাশীপুর, 13 নভেম্বর: পঞ্চায়েত নির্বাচনের আগে রাজ্যের বিভিন্ন প্রান্ত থেকে উদ্ধার হচ্ছে আগ্নেয়াস্ত্র(Firearms Seized in South 24 Parganas)। এবার দক্ষিণ 24 পরগনার কাশীপুর থানার পুলিশের চেষ্টায় উদ্ধার হল আগ্নেয়াস্ত্র(Crime in South 24 pargana)৷ সূত্র মারফত খবর পেয়ে, বোয়ালঘাটা বাজার সংলগ্ন উত্তর স্বরূপনগর থেকে শনিবার রাতে এক বন্দুক ব্যবসায়ীকে গ্রেফতার করে কাশিপুর থানার পুলিশ । ‌ধৃতের কাছ থেকে পাঁচটি আগ্নেয়াস্ত্র-সহ তিনটি কার্তুজ ও একটি মোবাইল পাওয়া গিয়েছে । ধৃত বন্দুক ব্যবসায়ী বসিরহাট ত্রিমোহিনী এলাকার বাসিন্দা, নাম আশিক আজম গাজি ৷

বোয়ালঘাটা বাজার সংলগ্ন উত্তর স্বরূপনগরের উপর দিয়ে এক বন্দুক ব্যবসায়ী হাড়োয়া ও শাসন থানার বর্ডারের দিকে বন্দুক বিক্রি করতে যাওয়ার খবর শনিবার রাতে এসে পৌঁছয় কাশীপুর থানায় । খবর পেতেই কাশীপুর থানার সাব ইন্সপেক্টর সেলিম রহমান মির্জা, কনস্টেবল অনুপ মাল ও পুলিশ ফোর্স বোয়ালঘাটা বাজারের উত্তর স্বরূপনগর এলাকায় হানা দেয় । দীর্ঘক্ষণ গা ঢাকা দেওয়ার পর অবশেষে বন্দুক ব্যবসায়ী আশিক আজম গাজিকে দেখতে পাওয়ার পর হাতেনাতে গ্রেফতার করে । তার কাছে তল্লাশি চালিয়ে মোট পাঁচটি আগ্নেয়াস্ত্র, তিনটি কার্তুজ ও একটি মোবাইল উদ্ধার হয় । তবে কার কাছে, কী উদ্দেশ্যে এই আগ্নেয়াস্ত্র পাচার করতে যাচ্ছিল তার তদন্ত শুরু করেছে কাশীপুর থানার পুলিশ ।

আরও পড়ুন : পঞ্চায়েত ভোটের আগে এলাকা থেকে অস্ত্র উদ্ধার, গ্রেফতার 2

ETV Bharat Logo

Copyright © 2025 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.