নোদাখালি, ২৫ ফেব্রুয়ারি : গ্যাস সিলিন্ডার ফেটে উড়ে গেল বাড়ির চাল। আগুনে পুড়ল বাড়ির বেশ কিছু অংশ। দক্ষিণ ২৪ পরগনার নোদাখালির ঘটনা। গতকাল রাত ৯টা নাগাদ সিলিন্ডার ফেটে দুর্ঘটনাটি ঘটে। দমকলের ২টি ইঞ্জিন ১ ঘণ্টার চেষ্টায় আগুন নিয়ন্ত্রণে আনে। রবীন্দ্রনাথ মালিক ও তার পরিবার সেই সময় বাড়ির বাইরে থাকায় হতাহতের কোনও ঘটনা ঘটেনি।
সিলিন্ডার বিস্ফোরণের জেরে ক্ষতি হয়েছে প্রায় ৪ লাখ টাকা। ফল বিক্রেতা রবীন্দ্রনাথবাবুর বিবরণ অনুযায়ী, "ক্ষয়ক্ষতির পরিমাণ প্রায় ৪ লাখ টাকা। নগদ ৫০ হাজার টাকাও পুড়েছে। বাড়িতে ৪ বছরের সন্তান আছে। ওর পাঠ্যবইও ছাই হয়ে গেছে।" আগুন লাগার কারণ হিসাবে প্রাথমিক তদন্তে শর্টসার্কিটের কথাই উঠে এসেছে। এখন সরকারি সাহায্যের দিকে তাকিয়ে পরিবারটি।