ETV Bharat / state

Fire at Garia: গড়িয়ার কারখানায় আগুন, আতঙ্কিত স্থানীয়রা

author img

By

Published : Dec 5, 2022, 11:41 AM IST

কারখানার গোডাউনে আগুন লাগার ঘটনায় চাঞ্চল্য় ৷ ঘনবসতিপূর্ণ এলাকা হওয়ায় আতঙ্কিত বাসিন্দারা(Fire at Garia)।

Etv Bharat
গড়িয়ার এক কারখানার গোডাউনে আগুন

গড়িয়া, 5 ডিসেম্বর: ভোরবেলা আগুন লাগাকে কেন্দ্র করে চাঞ্চল্য ছড়াল গড়িয়া স্টেশন রোড এলাকায় ৷ সোমবার ভোর নাগাদ এই এলাকার আনন্দনগর স্কুলের পাশের একটি বাড়িতে আগুন লাগে(Fire Breaks out at a Factory Godown in Garia)। সেই বাড়ি যে আসলে একটি গোডাউন ছিল তা জানতেন না কেউই ৷ খবর পেয়ে ঘটনাস্থলে পৌঁছয় দমকলের দু'টি ইঞ্জিন । পরে পরিস্থিতি দেখে সেখানে পৌঁছয় আরও তিনটি ইঞ্জিন । তবে ঘণ্টাখানেকের চেষ্টায় নিয়ন্ত্রণে আসে আগুন । ঘনবসতিপূর্ণ এলাকা হওয়ায় আতঙ্কিত হয়ে পড়েন বাসিন্দারা ।

বেশ কিছুক্ষণ আগুন জ্বলার পর বাড়ির ছাদের ফাটল দিয়ে ধোঁয়া বেরোতে দেখা যায় । আশেপাশের এলাকার মানুষ আতঙ্কিত হয়ে পড়েন এই ঘটনায় । তাঁদের আশঙ্কা, বাড়িটি ভেঙে পড়লে অন্যান্য বাড়ির মানুষের পক্ষে নিজেদের বাড়ি থেকে বেরনো কঠিন হয়ে যাবে ৷

গড়িয়ার এক কারখানার গোডাউনে আগুন
বাড়িটির প্রবেশ পথ সরু হওয়ায় দমকলের কোনও গাড়ি প্রথমে গলিতে প্রবেশ করতে পারেনি । এরপর লুপ লাইন তৈরি করে আগুন নেভানোর কাজ চালানো হয় । যদিও এখনও পকেট ফায়ার রয়েছে বলে জানা গিয়েছে । আগুনের উপর প্রাথমিক নিয়ন্ত্রণ পাওয়া গেলেও যথেষ্ট বেগ পেতে হয় দমকলকে । যদিও এই ঘটনায় এখনও পর্যন্ত কোনও হতাহতের খবর পাওয়া যায়নি ।

আরও পড়ুন : নিউটাউনের বলাকা আবাসনে আগুন, ঘটনাস্থলে দু'টি ইঞ্জিন

সোনারপুর থানার গড়িয়া তেঁতুলবেড়িয়া অনুকূল চন্দ্র রোডে, অনুকূল হাইস্কুলের পাশের বাড়িটি নামে বসতবাড়ি হলেও দীর্ঘদিন ধরেই তা লাউডস্পিকার তৈরির কারখানা ও গুদাম হিসেবে ব্যবহৃত হয় । ফলে লাউডস্পিকার তৈরির সমস্ত দাহ্য থেকে অতি দাহ্য পদার্থে ঠাসা তিনতলা বাড়ির পুরোটাই । সেইভাবে আগুন নেভানোর কোনও ব্যবস্থাও নেই, বলছেন গুদামের কেয়ারটেকার এবং দমকল আধিকারিক সকলেই । আতঙ্কিত এলাকাবাসীর অভিযোগ, বহুবার বিভিন্ন মহলে অভিযোগ জানিয়েও কোনও লাভ হয়নি ।

কারখানার মালিক এই মুহূর্তে কলকাতার বাইরে । তাঁর পরিচিত এক ব্যক্তি ঘটনাস্থলে এসে জানান, এটি পঞ্চায়েত এলাকা থাকাকালীনই এখানে কারখানা চলছে । এই ঘটনায় এখানে কাজের অনুমতি-সহ সবার নজর এড়িয়ে কীভাবে এই কাজ চলছিল এরকম বহু প্রশ্ন উঠতে শুরু করেছে ।

তবে কী থেকে আগুন লেগেছে তা এখনও জানা যায়নি । পাশপাশি আগুন লাগার পড়ে বেশ কিছুটা সময় লাগে তা নেভানোর কাজ শুরু করতে । শিরিশ কাগজ, গদের আঠা, অ্যাঢেসিভের মতো জিনিস এখানে প্যাকিং হতো বলে জানা গিয়েছে ।

আরও পড়ুন : দমকলের 10টি ইঞ্জিন চেষ্টায় দেড় ঘণ্টা পর নিয়ন্ত্রণে টেরিটি বাজারের আগুন

গড়িয়া, 5 ডিসেম্বর: ভোরবেলা আগুন লাগাকে কেন্দ্র করে চাঞ্চল্য ছড়াল গড়িয়া স্টেশন রোড এলাকায় ৷ সোমবার ভোর নাগাদ এই এলাকার আনন্দনগর স্কুলের পাশের একটি বাড়িতে আগুন লাগে(Fire Breaks out at a Factory Godown in Garia)। সেই বাড়ি যে আসলে একটি গোডাউন ছিল তা জানতেন না কেউই ৷ খবর পেয়ে ঘটনাস্থলে পৌঁছয় দমকলের দু'টি ইঞ্জিন । পরে পরিস্থিতি দেখে সেখানে পৌঁছয় আরও তিনটি ইঞ্জিন । তবে ঘণ্টাখানেকের চেষ্টায় নিয়ন্ত্রণে আসে আগুন । ঘনবসতিপূর্ণ এলাকা হওয়ায় আতঙ্কিত হয়ে পড়েন বাসিন্দারা ।

বেশ কিছুক্ষণ আগুন জ্বলার পর বাড়ির ছাদের ফাটল দিয়ে ধোঁয়া বেরোতে দেখা যায় । আশেপাশের এলাকার মানুষ আতঙ্কিত হয়ে পড়েন এই ঘটনায় । তাঁদের আশঙ্কা, বাড়িটি ভেঙে পড়লে অন্যান্য বাড়ির মানুষের পক্ষে নিজেদের বাড়ি থেকে বেরনো কঠিন হয়ে যাবে ৷

গড়িয়ার এক কারখানার গোডাউনে আগুন
বাড়িটির প্রবেশ পথ সরু হওয়ায় দমকলের কোনও গাড়ি প্রথমে গলিতে প্রবেশ করতে পারেনি । এরপর লুপ লাইন তৈরি করে আগুন নেভানোর কাজ চালানো হয় । যদিও এখনও পকেট ফায়ার রয়েছে বলে জানা গিয়েছে । আগুনের উপর প্রাথমিক নিয়ন্ত্রণ পাওয়া গেলেও যথেষ্ট বেগ পেতে হয় দমকলকে । যদিও এই ঘটনায় এখনও পর্যন্ত কোনও হতাহতের খবর পাওয়া যায়নি ।

আরও পড়ুন : নিউটাউনের বলাকা আবাসনে আগুন, ঘটনাস্থলে দু'টি ইঞ্জিন

সোনারপুর থানার গড়িয়া তেঁতুলবেড়িয়া অনুকূল চন্দ্র রোডে, অনুকূল হাইস্কুলের পাশের বাড়িটি নামে বসতবাড়ি হলেও দীর্ঘদিন ধরেই তা লাউডস্পিকার তৈরির কারখানা ও গুদাম হিসেবে ব্যবহৃত হয় । ফলে লাউডস্পিকার তৈরির সমস্ত দাহ্য থেকে অতি দাহ্য পদার্থে ঠাসা তিনতলা বাড়ির পুরোটাই । সেইভাবে আগুন নেভানোর কোনও ব্যবস্থাও নেই, বলছেন গুদামের কেয়ারটেকার এবং দমকল আধিকারিক সকলেই । আতঙ্কিত এলাকাবাসীর অভিযোগ, বহুবার বিভিন্ন মহলে অভিযোগ জানিয়েও কোনও লাভ হয়নি ।

কারখানার মালিক এই মুহূর্তে কলকাতার বাইরে । তাঁর পরিচিত এক ব্যক্তি ঘটনাস্থলে এসে জানান, এটি পঞ্চায়েত এলাকা থাকাকালীনই এখানে কারখানা চলছে । এই ঘটনায় এখানে কাজের অনুমতি-সহ সবার নজর এড়িয়ে কীভাবে এই কাজ চলছিল এরকম বহু প্রশ্ন উঠতে শুরু করেছে ।

তবে কী থেকে আগুন লেগেছে তা এখনও জানা যায়নি । পাশপাশি আগুন লাগার পড়ে বেশ কিছুটা সময় লাগে তা নেভানোর কাজ শুরু করতে । শিরিশ কাগজ, গদের আঠা, অ্যাঢেসিভের মতো জিনিস এখানে প্যাকিং হতো বলে জানা গিয়েছে ।

আরও পড়ুন : দমকলের 10টি ইঞ্জিন চেষ্টায় দেড় ঘণ্টা পর নিয়ন্ত্রণে টেরিটি বাজারের আগুন

ETV Bharat Logo

Copyright © 2024 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.