ETV Bharat / state

Panchayat Elections 2023: বিজেপি-তৃণমূলের প্রার্থী শ্বশুর-জামাই, 'গৃহযুদ্ধে' বিভ্রান্ত মা ও মেয়ে

author img

By

Published : Jun 25, 2023, 9:02 PM IST

Updated : Jun 26, 2023, 11:08 AM IST

রায়দিঘি বিধানসভার এই বুথে সিপিএমকে এখনও পর্যন্ত কেউ হারাতে পারেনি ৷ এবার সেই বুথে বিজেপি প্রার্থী হয়েছেন শ্বশুর ৷ অন্যদিকে, তৃণমূলের হয়ে দাঁড়িয়েছেন জামাই ৷ দোটানায় পড়েছেন মা ও মেয়ে ৷

Panchayat Elections 2023
বিজেপি তৃণমূলের প্রার্থী শ্বশুর জামাই
বিজেপি-তৃণমূলের প্রার্থী শ্বশুর-জামাই

রায়দিঘি, 25 জুন: পঞ্চায়েত নির্বাচনে সিপিএমের দুর্ভেদ্য ঘাঁটিতে কঠিন লড়াই শ্বশুর-জামাইয়ের। চরম অস্বস্তিতে বিজেপি প্রার্থীর মেয়ে তথা তৃণমূল প্রার্থীর স্ত্রী। রায়দিঘিতে পঞ্চায়েত নির্বাচনে জমে উঠেছে শ্বশুর-জামাইয়ের এই প্রতিদ্বন্দ্বিতা। রায়দিঘি বিধানসভার নন্দকুমার পুর গ্রাম পঞ্চায়েতের 1 নম্বর ঘেরীগ্রামের 273 নম্বর বুথটি জন্মলগ্ন থেকে আজ পর্যন্ত সিপিএমের শক্ত ঘাঁটি। 45 বছর ধরে আজও ওই বুথে সিপিএমকে হারাতে পারেনি কেউ। বর্তমানে ভোটের রসায়ন অন্যরকম হওয়ায় ওই 273 নম্বর বুথটিতে এখন কঠিন লড়াই শাসকদল তৃণমূল কংগ্রেসের প্রার্থী জামাই সুষেনজিৎ মণ্ডলের সঙ্গে তাঁর শ্বশুর ভারতীয় জনতা পার্টির প্রার্থী 3 নম্বর ঘেরীর 276 নম্বর বুথের বাসিন্দা পালান পাইকের।

শ্বশুর পালান পাইক সিপিএম জামানায় নন্দকুমার পৌর গ্রাম পঞ্চায়েতের দু'বারের প্রাক্তন প্রধান। তবে বর্তমান শাসকদলের অন্যায় অত্যাচার দেখে, আর সিপিএম দলের কোনও আন্দোলন নেই দেখে, বিজেপিতে তিনি যোগ দিয়েছেন বলে জানিয়েছেন। এই বিজেপি প্রার্থীর মেয়ে তথা তৃণমূল প্রার্থীর স্ত্রী হওয়ার সুবাদে পড়েছেন চরম বিভ্রান্তিতে। তবে শ্বশুর জানিয়েছেন, এ লড়াই জামাইয়ের বিরুদ্ধে নয় ৷ এই লড়াই হচ্ছে তৃণমূলের অন্যায়ের বিরুদ্ধে লড়াই, ভ্রষ্টাচারের বিরুদ্ধে লড়াই।

তাই জামাই জামাইয়ের জায়গায় থাকবে ৷ আত্মীয়-আত্মীয়ের জায়গায় থাকবে, তাতে কোনও অসুবিধে নেই। একথা জানিয়েছেন জামাইও ৷ তৃণমূল প্রার্থী সুষেনজিৎ মণ্ডল জানিয়েছেন শ্বশুর-শ্বশুরের জায়গায় থাকবেন ৷ তিনি সম্মানীয় মানুষ কিন্তু আমার লড়াই বিজেপির বিরুদ্ধে ৷ মমতা বন্দ্যোপাধ্যায়ের উন্নয়নের স্বার্থে লড়াই ৷ মুখ্যমন্ত্রীর আদর্শে অনুপ্রাণিত হয়ে তাঁর এই প্রার্থী হওয়া। সেখানে শ্বশুরের জায়গা অন্য কোনও প্রার্থী হলে তিনি একই চোখে দেখতেন ৷ তবে আত্মীয়তার কোনও অসম্মান হবে না। স্বামী নাকি বাবা, কাকে ভোট দেবেন? প্রশ্ন শুনে বিড়ম্বনায় পড়েছেন তৃণমূল প্রার্থীর স্ত্রী তনুশ্রী পাইক মণ্ডলের। একই দশা তাঁর মায়েরও। শেষমেশ দু'জনেই জানিয়েছেন, যে যার স্বামীকে ভোট দেবে।

আরও পড়ুন: 'পুলিশকে দিয়ে তৃণমূলের হার্মাদদের এনকাউন্টার করাব', হুঁশিয়ার বিজেপি বিধায়কের

বিজেপি-তৃণমূলের প্রার্থী শ্বশুর-জামাই

রায়দিঘি, 25 জুন: পঞ্চায়েত নির্বাচনে সিপিএমের দুর্ভেদ্য ঘাঁটিতে কঠিন লড়াই শ্বশুর-জামাইয়ের। চরম অস্বস্তিতে বিজেপি প্রার্থীর মেয়ে তথা তৃণমূল প্রার্থীর স্ত্রী। রায়দিঘিতে পঞ্চায়েত নির্বাচনে জমে উঠেছে শ্বশুর-জামাইয়ের এই প্রতিদ্বন্দ্বিতা। রায়দিঘি বিধানসভার নন্দকুমার পুর গ্রাম পঞ্চায়েতের 1 নম্বর ঘেরীগ্রামের 273 নম্বর বুথটি জন্মলগ্ন থেকে আজ পর্যন্ত সিপিএমের শক্ত ঘাঁটি। 45 বছর ধরে আজও ওই বুথে সিপিএমকে হারাতে পারেনি কেউ। বর্তমানে ভোটের রসায়ন অন্যরকম হওয়ায় ওই 273 নম্বর বুথটিতে এখন কঠিন লড়াই শাসকদল তৃণমূল কংগ্রেসের প্রার্থী জামাই সুষেনজিৎ মণ্ডলের সঙ্গে তাঁর শ্বশুর ভারতীয় জনতা পার্টির প্রার্থী 3 নম্বর ঘেরীর 276 নম্বর বুথের বাসিন্দা পালান পাইকের।

শ্বশুর পালান পাইক সিপিএম জামানায় নন্দকুমার পৌর গ্রাম পঞ্চায়েতের দু'বারের প্রাক্তন প্রধান। তবে বর্তমান শাসকদলের অন্যায় অত্যাচার দেখে, আর সিপিএম দলের কোনও আন্দোলন নেই দেখে, বিজেপিতে তিনি যোগ দিয়েছেন বলে জানিয়েছেন। এই বিজেপি প্রার্থীর মেয়ে তথা তৃণমূল প্রার্থীর স্ত্রী হওয়ার সুবাদে পড়েছেন চরম বিভ্রান্তিতে। তবে শ্বশুর জানিয়েছেন, এ লড়াই জামাইয়ের বিরুদ্ধে নয় ৷ এই লড়াই হচ্ছে তৃণমূলের অন্যায়ের বিরুদ্ধে লড়াই, ভ্রষ্টাচারের বিরুদ্ধে লড়াই।

তাই জামাই জামাইয়ের জায়গায় থাকবে ৷ আত্মীয়-আত্মীয়ের জায়গায় থাকবে, তাতে কোনও অসুবিধে নেই। একথা জানিয়েছেন জামাইও ৷ তৃণমূল প্রার্থী সুষেনজিৎ মণ্ডল জানিয়েছেন শ্বশুর-শ্বশুরের জায়গায় থাকবেন ৷ তিনি সম্মানীয় মানুষ কিন্তু আমার লড়াই বিজেপির বিরুদ্ধে ৷ মমতা বন্দ্যোপাধ্যায়ের উন্নয়নের স্বার্থে লড়াই ৷ মুখ্যমন্ত্রীর আদর্শে অনুপ্রাণিত হয়ে তাঁর এই প্রার্থী হওয়া। সেখানে শ্বশুরের জায়গা অন্য কোনও প্রার্থী হলে তিনি একই চোখে দেখতেন ৷ তবে আত্মীয়তার কোনও অসম্মান হবে না। স্বামী নাকি বাবা, কাকে ভোট দেবেন? প্রশ্ন শুনে বিড়ম্বনায় পড়েছেন তৃণমূল প্রার্থীর স্ত্রী তনুশ্রী পাইক মণ্ডলের। একই দশা তাঁর মায়েরও। শেষমেশ দু'জনেই জানিয়েছেন, যে যার স্বামীকে ভোট দেবে।

আরও পড়ুন: 'পুলিশকে দিয়ে তৃণমূলের হার্মাদদের এনকাউন্টার করাব', হুঁশিয়ার বিজেপি বিধায়কের

Last Updated : Jun 26, 2023, 11:08 AM IST
ETV Bharat Logo

Copyright © 2024 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.