ETV Bharat / state

Man Kills Son: ছেলেকে শ্বাসরোধ করে খুন করে ধান ক্ষেতে পুঁতে দিল বাবা ! - গ্রেফতার অভিযুক্ত বাবা

প্রথমে ছেলেকে শ্বাসরোধ করে খুন ৷ পরে তার দেহ ধান ক্ষেতে পুঁতে দিয়ে পালিয়ে যায় বাবা (Man Kills Son) ৷ অভিযুক্তের নাম রফিকুল শেখ ৷ পুলিশ তদন্তে নেমে 10 ঘণ্টার মধ্যে তাকে গ্রেফতার করেছে ৷

Man Kills Son ETV Bharat
ধান খেতে পুঁতে দিয়ে পালাল বাবা
author img

By

Published : Mar 5, 2023, 9:57 PM IST

শ্বাসরোধ করে খুন করে ছেলেকে ধান ক্ষেতে পুঁতে দিয়ে পালাল বাবা

উস্তি, 5 মার্চ: ছেলেকে খুনের ঘটনায় গ্রেফতার অভিযুক্ত বাবা ৷ ধৃতের নাম রফিকুল শেখ ৷ অভিযোগ, ছেলেকে শ্বাসরোধ করে খুন করে ধান ক্ষেতে পুঁতে দিয়েছিলেন ওই ব্যক্তি ৷ চাঞ্চল্যকর এই ঘটনাটি ঘটেছে দক্ষিণ 24 পরগনার উস্তি থানার দেউলা নাজরার ডোম পাড়া এলাকার । মৃত শিশুর নাম রোহিত শেখ (7)।

জানা গিয়েছে, শনিবার সকাল থেকেই ওই বালককে খুঁজে পাওয়া যাচ্ছিল না ৷ পরে পরিবারের সদস্যদের কাছে ফোন করে রফিকুল জানায়, ধান ক্ষেতে শ্বাসরোধ করে খুনের পর সে পুঁতে দিয়েছেন ছেলেকে । আর এই এক ফোনেই যেন আকাশ ভেঙে পড়ে বালকটির পরিবারের মাথার উপর । নিজের সন্তানকে শ্বাসরোধ করে খুন করার পর ধান জমিতে পুঁতে দিয়ে এলাকা থেকে গা ঢাকা দেয় ওই ব্যক্তি (Father ran away after kill and burying own son) ।

স্থানীয় ও পুলিশ সূত্রে জানা গিয়েছে, দেউলা গ্রামের বাসিন্দা রফিকুল শেখ পেশায় ভ্যানচালক । শনিবার সন্ধ্যায় তাঁর নিজের ছেলেকে গ্রামের ধান জমিতে নিয়ে গিয়ে শ্বাসরোধ করে খুন করে সে । এর পর ধান জমিতে পুঁতে দিয়ে পালিয়ে যায় । এরপর পরিবারের এক নিকট আত্মীয়কে ফোন করে অভিযুক্ত রফিকুল শেখ জানায়, সে ছেলেকে খুন করে ধান জমিতে পুঁতে দিয়েছে । এরপর পরিবারের লোকজন ধান জমি থেকে সাত বছরের রোহিত শেখের দেহ উদ্ধার করে বানেশ্বরপুর গ্রামীণ হাসপাতালে নিয়ে যায় ৷ সেখানেই চিকিৎসকরা তাকে মৃত বলে ঘোষণা করেন । অন্যদিকে, মৃত রোহিত শেখের দেহ ডায়মন্ডহারবার পুলিশ মর্গে ময়নাতদন্তের জন্য পাঠায় উস্তি থানার পুলিশ । তবে কী কারণে ছেলেকে নৃশংসভাবে খুন করল ওই ব্যক্তি তা জানা যায়নি ৷

এলাকার বাসিন্দারা জানায়, রফিকুল শেখের একমাত্র সন্তান ছিল রোহিত । অভাবের সংসারে কোনও মতেই দিন গুজরান হয় তাদের । সংসারে অভাব অনটনের জেরে মানসিক অবসাদে ভুগছিল রফিকুল । অনুমান, এরই জেরেই হয়তো নিজের সন্তানকে খুন করে পালিয়ে যায় সে। সাফিয়া বিবি বলে স্থানীয় এক মহিলা বলেন,"দীর্ঘদিন ধরে স্ত্রীর সঙ্গে বনিবনা হচ্ছিল না রফিকুল শেখের । প্রায় সময় স্ত্রীর সঙ্গে সাংসারিক অশান্তি হত রফিকুলের । বেশ কয়েক দিন হয়েছে তাঁর স্ত্রী বাপের বাড়িতে থাকতেন । স্ত্রীর ওপর রাগ মেটাতে এই নৃশংস ঘটনা ঘটিয়েছে রফিকুল । আমরা চাই পুলিশ তদন্ত শুরু করে অভিযুক্ত ব্যক্তির দৃষ্টান্তমূলক শাস্তি দিক ।"

এই ঘটনার তদন্তে নেমে মাত্র 10 ঘণ্টার মধ্যে অভিযুক্তকে গ্রেফতার করে উস্তি থানার পুলিশ । ঘটনার পর থেকেই গা ঢাকা দিয়েছিল রফিকুল শেখ ৷ কিন্তু শেষ রক্ষা হল না ৷ ডায়মন্ডহারবার এসডিপিও মিঠুনকুমার দে'র নেতৃত্বে একটি দল গঠন করা হয় । রফিকুলের টাওয়ার লোকেশন ট্র্যাক করে পাক সার্কাস এলাকা থেকে তাঁকে গ্রেফতার করে পুলিশ । অভিযুক্ত ব্যক্তির বিরুদ্ধে খুন ও প্রমাণ লোপাটের অভিযোগে মামলা দায়ের করেছে উস্তি থানার পুলিশ ৷ অভিযুক্তকে সোমবার ডায়মন্ড হারবার মহকুমার আদালতে পেশ করা হবে ৷ এমনটাই জানা গিয়েছে পুলিশ সূত্রে ।

আরও পড়ুন: দাদার মেয়ের বিয়ে আগে কেন ? বউদি ও প্রতিবেশীকে কুপিয়ে খুন !

শ্বাসরোধ করে খুন করে ছেলেকে ধান ক্ষেতে পুঁতে দিয়ে পালাল বাবা

উস্তি, 5 মার্চ: ছেলেকে খুনের ঘটনায় গ্রেফতার অভিযুক্ত বাবা ৷ ধৃতের নাম রফিকুল শেখ ৷ অভিযোগ, ছেলেকে শ্বাসরোধ করে খুন করে ধান ক্ষেতে পুঁতে দিয়েছিলেন ওই ব্যক্তি ৷ চাঞ্চল্যকর এই ঘটনাটি ঘটেছে দক্ষিণ 24 পরগনার উস্তি থানার দেউলা নাজরার ডোম পাড়া এলাকার । মৃত শিশুর নাম রোহিত শেখ (7)।

জানা গিয়েছে, শনিবার সকাল থেকেই ওই বালককে খুঁজে পাওয়া যাচ্ছিল না ৷ পরে পরিবারের সদস্যদের কাছে ফোন করে রফিকুল জানায়, ধান ক্ষেতে শ্বাসরোধ করে খুনের পর সে পুঁতে দিয়েছেন ছেলেকে । আর এই এক ফোনেই যেন আকাশ ভেঙে পড়ে বালকটির পরিবারের মাথার উপর । নিজের সন্তানকে শ্বাসরোধ করে খুন করার পর ধান জমিতে পুঁতে দিয়ে এলাকা থেকে গা ঢাকা দেয় ওই ব্যক্তি (Father ran away after kill and burying own son) ।

স্থানীয় ও পুলিশ সূত্রে জানা গিয়েছে, দেউলা গ্রামের বাসিন্দা রফিকুল শেখ পেশায় ভ্যানচালক । শনিবার সন্ধ্যায় তাঁর নিজের ছেলেকে গ্রামের ধান জমিতে নিয়ে গিয়ে শ্বাসরোধ করে খুন করে সে । এর পর ধান জমিতে পুঁতে দিয়ে পালিয়ে যায় । এরপর পরিবারের এক নিকট আত্মীয়কে ফোন করে অভিযুক্ত রফিকুল শেখ জানায়, সে ছেলেকে খুন করে ধান জমিতে পুঁতে দিয়েছে । এরপর পরিবারের লোকজন ধান জমি থেকে সাত বছরের রোহিত শেখের দেহ উদ্ধার করে বানেশ্বরপুর গ্রামীণ হাসপাতালে নিয়ে যায় ৷ সেখানেই চিকিৎসকরা তাকে মৃত বলে ঘোষণা করেন । অন্যদিকে, মৃত রোহিত শেখের দেহ ডায়মন্ডহারবার পুলিশ মর্গে ময়নাতদন্তের জন্য পাঠায় উস্তি থানার পুলিশ । তবে কী কারণে ছেলেকে নৃশংসভাবে খুন করল ওই ব্যক্তি তা জানা যায়নি ৷

এলাকার বাসিন্দারা জানায়, রফিকুল শেখের একমাত্র সন্তান ছিল রোহিত । অভাবের সংসারে কোনও মতেই দিন গুজরান হয় তাদের । সংসারে অভাব অনটনের জেরে মানসিক অবসাদে ভুগছিল রফিকুল । অনুমান, এরই জেরেই হয়তো নিজের সন্তানকে খুন করে পালিয়ে যায় সে। সাফিয়া বিবি বলে স্থানীয় এক মহিলা বলেন,"দীর্ঘদিন ধরে স্ত্রীর সঙ্গে বনিবনা হচ্ছিল না রফিকুল শেখের । প্রায় সময় স্ত্রীর সঙ্গে সাংসারিক অশান্তি হত রফিকুলের । বেশ কয়েক দিন হয়েছে তাঁর স্ত্রী বাপের বাড়িতে থাকতেন । স্ত্রীর ওপর রাগ মেটাতে এই নৃশংস ঘটনা ঘটিয়েছে রফিকুল । আমরা চাই পুলিশ তদন্ত শুরু করে অভিযুক্ত ব্যক্তির দৃষ্টান্তমূলক শাস্তি দিক ।"

এই ঘটনার তদন্তে নেমে মাত্র 10 ঘণ্টার মধ্যে অভিযুক্তকে গ্রেফতার করে উস্তি থানার পুলিশ । ঘটনার পর থেকেই গা ঢাকা দিয়েছিল রফিকুল শেখ ৷ কিন্তু শেষ রক্ষা হল না ৷ ডায়মন্ডহারবার এসডিপিও মিঠুনকুমার দে'র নেতৃত্বে একটি দল গঠন করা হয় । রফিকুলের টাওয়ার লোকেশন ট্র্যাক করে পাক সার্কাস এলাকা থেকে তাঁকে গ্রেফতার করে পুলিশ । অভিযুক্ত ব্যক্তির বিরুদ্ধে খুন ও প্রমাণ লোপাটের অভিযোগে মামলা দায়ের করেছে উস্তি থানার পুলিশ ৷ অভিযুক্তকে সোমবার ডায়মন্ড হারবার মহকুমার আদালতে পেশ করা হবে ৷ এমনটাই জানা গিয়েছে পুলিশ সূত্রে ।

আরও পড়ুন: দাদার মেয়ের বিয়ে আগে কেন ? বউদি ও প্রতিবেশীকে কুপিয়ে খুন !

ETV Bharat Logo

Copyright © 2025 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.