ETV Bharat / state

Accidental Death : ভিনরাজ্যে যাওয়ার পথে দুর্ঘটনা, শোকস্তব্ধ মৃত শ্রমিকের পরিবার

তামিলনাড়ুতে যাওয়ার পথে দুর্ঘটনা ৷ প্রাণ গেল ছয় পরিযায়ী শ্রমিকের ৷ তাঁদের মধ্যে পাঁচজন একই পরিবারের সদস্য ৷ সকলেই দক্ষিণ 24 পরগনার কুলতলি থানা এলাকার বাসিন্দা ৷ লকডাউনের আবহে পরিবারের রোজগেরেদের হারিয়ে দিশেহারা পরিবারের সদস্যরা ৷

family members mourn on death of six migrant laborers
Accidental Death : ভিনরাজ্যে যাওয়ার পথে দুর্ঘটনা, শোকস্তব্ধ মৃত শ্রমিকের পরিবার
author img

By

Published : Aug 2, 2021, 4:34 PM IST

কুলতলি, 2 অগস্ট : মাঝরাতের পথ দুর্ঘটনায় মৃত্যু একই পরিবারের পাঁচ সদস্য-সহ ছ’জনের ৷ ঘটনায় শোকস্তব্ধ মৃতদের পরিবার ৷ শোকের ছায়া এলাকায় ৷ একদিন আগেও যেখানে সবকিছু ঠিকঠাক ছিল, সেখানেই এখন শুধু স্বজনহারাদের কান্না আর হাহাকার ৷ এই ছবি দক্ষিণ 24 পরগনার কুলতলি থানা এলাকার ৷

আরও পড়ুন : Road Accident : বারুইপুরে নিয়ন্ত্রণ হারিয়ে গাছে ধাক্কা গাড়ির, মৃত 6

স্থানীয় সূত্রে জানা গিয়েছে, পেটের টানে ভিনরাজ্য়ে পাড়ি দিয়েছিলেন এখানকার 26-27 জন যুবক ৷ রবিবার রাত 10 টা নাগাদ বাড়ি থেকে বেরোন তাঁরা ৷ গন্তব্য ছিল তামিলনাড়ু ৷ হাওড়া থেকে ট্রেন ধরার কথা ছিল সকলের ৷ তাড়া থাকায় গাড়ির গতি ছিল বেশি ৷ প্রত্যক্ষদর্শীরা জানিয়েছেন, সেই কারণেই নিয়ন্ত্রণ হারিয়ে দুর্ঘটনার কবলে পড়ে পরিযায়ী শ্রমিকদের গাড়িটি ৷ ঘটনাস্থলেই প্রাণ যায় ছ’জনের ৷ তাঁদের মধ্যে পাঁচজন একই পরিবারের সদস্য ৷

আপনজনদের হারিয়ে দিশেহারা মৃত শ্রমিকদের পরিবারের সদস্যরা ৷

দুর্ঘটনার পর স্থানীয় বাসিন্দারাই আহতদের উদ্ধার করে প্রথমে নিমপীঠ গ্রামীণ হাসপাতালে নিয়ে যান ৷ পরে তাঁদের কলকাতার চিত্তরঞ্জন হসপাতালে স্থানান্তরিত করা হয় ৷ ইতিমধ্যে দুর্ঘটনার খবর পৌঁছে যায় মৃত ও আহতদের বাড়িতে ৷ কান্নায় ভেঙে পড়েন পরিবারের সদস্যরা ৷ স্বজনহারার যন্ত্রণার সঙ্গেই চেপে ধরে আতঙ্ক ৷ করোনা, লকডাউনের আবহে পরিবারের রোজগেরেদের এমন অকালমৃত্যু ! এরপর সংসার চলবে কেমন করে ? তা ভেবেই দিশেহারা মৃতদের পরিবারের সদস্যরা ৷

আরও পড়ুন : Habra murder attempted: ঘর ছাড়ায় স্ত্রীকে ধারালো অস্ত্রের কোপ স্বামীর

স্থানীয় সূত্রে জানা গিয়েছে, মৃতদের মধ্যে রয়েছেন, শেখ রফিক, তাঁর ছেলে হাসান, রফিকের জামাই বাবর আলি এবং তাঁদের আরও দুই আত্মীয় জামাল মল্লিক ও সৈদুল মোল্লা ৷ এছাড়া, দুর্ঘটনায় প্রাণ গিয়েছে আরও এক শ্রমিকের ৷ পরিবারের সদস্যরা জানিয়েছেন, এলাকায় কাজ নেই ৷ তাই দীর্ঘদিন ধরেই তামিলনাড়ুতে কাজ করতেন তাঁরা ৷ কিন্তু করোনা আবহে লকডাউনের জেরে বাড়ি ফিরে আসেন সকলে ৷ লকডাউন শিথিল হতেই ফের কাজে ফেরার তোড়জোড় শুরু করেন তাঁরা ৷ সেই মতোই রওনা দেন রবিবার রাতে ৷ কিন্তু সেই যাওয়াই যে তাঁদের অন্তিম যাত্রা হবে, তা এখনও বিশ্বাস করে উঠতে পারছেন না স্বজনহারারা ৷

কুলতলি, 2 অগস্ট : মাঝরাতের পথ দুর্ঘটনায় মৃত্যু একই পরিবারের পাঁচ সদস্য-সহ ছ’জনের ৷ ঘটনায় শোকস্তব্ধ মৃতদের পরিবার ৷ শোকের ছায়া এলাকায় ৷ একদিন আগেও যেখানে সবকিছু ঠিকঠাক ছিল, সেখানেই এখন শুধু স্বজনহারাদের কান্না আর হাহাকার ৷ এই ছবি দক্ষিণ 24 পরগনার কুলতলি থানা এলাকার ৷

আরও পড়ুন : Road Accident : বারুইপুরে নিয়ন্ত্রণ হারিয়ে গাছে ধাক্কা গাড়ির, মৃত 6

স্থানীয় সূত্রে জানা গিয়েছে, পেটের টানে ভিনরাজ্য়ে পাড়ি দিয়েছিলেন এখানকার 26-27 জন যুবক ৷ রবিবার রাত 10 টা নাগাদ বাড়ি থেকে বেরোন তাঁরা ৷ গন্তব্য ছিল তামিলনাড়ু ৷ হাওড়া থেকে ট্রেন ধরার কথা ছিল সকলের ৷ তাড়া থাকায় গাড়ির গতি ছিল বেশি ৷ প্রত্যক্ষদর্শীরা জানিয়েছেন, সেই কারণেই নিয়ন্ত্রণ হারিয়ে দুর্ঘটনার কবলে পড়ে পরিযায়ী শ্রমিকদের গাড়িটি ৷ ঘটনাস্থলেই প্রাণ যায় ছ’জনের ৷ তাঁদের মধ্যে পাঁচজন একই পরিবারের সদস্য ৷

আপনজনদের হারিয়ে দিশেহারা মৃত শ্রমিকদের পরিবারের সদস্যরা ৷

দুর্ঘটনার পর স্থানীয় বাসিন্দারাই আহতদের উদ্ধার করে প্রথমে নিমপীঠ গ্রামীণ হাসপাতালে নিয়ে যান ৷ পরে তাঁদের কলকাতার চিত্তরঞ্জন হসপাতালে স্থানান্তরিত করা হয় ৷ ইতিমধ্যে দুর্ঘটনার খবর পৌঁছে যায় মৃত ও আহতদের বাড়িতে ৷ কান্নায় ভেঙে পড়েন পরিবারের সদস্যরা ৷ স্বজনহারার যন্ত্রণার সঙ্গেই চেপে ধরে আতঙ্ক ৷ করোনা, লকডাউনের আবহে পরিবারের রোজগেরেদের এমন অকালমৃত্যু ! এরপর সংসার চলবে কেমন করে ? তা ভেবেই দিশেহারা মৃতদের পরিবারের সদস্যরা ৷

আরও পড়ুন : Habra murder attempted: ঘর ছাড়ায় স্ত্রীকে ধারালো অস্ত্রের কোপ স্বামীর

স্থানীয় সূত্রে জানা গিয়েছে, মৃতদের মধ্যে রয়েছেন, শেখ রফিক, তাঁর ছেলে হাসান, রফিকের জামাই বাবর আলি এবং তাঁদের আরও দুই আত্মীয় জামাল মল্লিক ও সৈদুল মোল্লা ৷ এছাড়া, দুর্ঘটনায় প্রাণ গিয়েছে আরও এক শ্রমিকের ৷ পরিবারের সদস্যরা জানিয়েছেন, এলাকায় কাজ নেই ৷ তাই দীর্ঘদিন ধরেই তামিলনাড়ুতে কাজ করতেন তাঁরা ৷ কিন্তু করোনা আবহে লকডাউনের জেরে বাড়ি ফিরে আসেন সকলে ৷ লকডাউন শিথিল হতেই ফের কাজে ফেরার তোড়জোড় শুরু করেন তাঁরা ৷ সেই মতোই রওনা দেন রবিবার রাতে ৷ কিন্তু সেই যাওয়াই যে তাঁদের অন্তিম যাত্রা হবে, তা এখনও বিশ্বাস করে উঠতে পারছেন না স্বজনহারারা ৷

ETV Bharat Logo

Copyright © 2024 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.