ETV Bharat / state

পানখালিতে জমি বিবাদের জেরে আহত চার - TMC

আজ়িজুল বর্তমানে তৃণমূলের সক্রিয় কর্মী । তাঁর ভাইরা যুব তৃণমূলের কর্মী । ঘটনাটি পারিবারিক সংঘর্ষ হলেও তৃণমূলের গোষ্ঠীদ্বন্দ্ব বলে রাজনৈতিক রং দেওয়ার চেষ্টা করছে করছে বিরোধীরা ।

পানখালি
author img

By

Published : Jun 18, 2019, 9:36 AM IST

Updated : Jun 18, 2019, 10:05 AM IST

বাসন্তী, 18 জুন : জমি বিবাদ নিয়ে সংঘর্ষ । আহত চার । দক্ষিণ 24 পরগনার বাসন্তী থানার পানখালির ঘটনা । আহতরা বর্তমানে ক্যানিং মহকুমা হাসপাতালে ভরতি ।

বেশ কিছুদিন ধরে জমির ভাগ বাটোয়ারা নিয়ে ভাইদের সঙ্গে ঝামেলা চলছিল আজিজুল ও তাঁর পরিবারের । তিনি পানখালির বাসিন্দা । অভিযোগ, তাঁর খুড়তুতো ভাই হাবিবুল্লা, শফিক , ফেরদৌস জোর করে আজ়িজুলের জমি দখলের চেষ্টা করছিলেন । গতকাল সকালে ঘর মেরামত করার সময় আজ়িজুলের ভাইরা তাঁকে ও তাঁর পরিবারের সদস্যদের মারধর করেন বলে অভিযোগ । এই বিষয়ে গতকাল সন্ধেয় বাসন্তী থানায় তাঁর ভাইদের বিরুদ্ধে অভিযোগ দায়ের করেন আজ়িজুল ।

ভিডিয়োয় শুনুন আরশাদ লস্করের বক্তব্য

আজ়িজুল বর্তমানে তৃণমূলের সক্রিয় কর্মী । তাঁর ভাইরা যুব তৃণমূলের কর্মী । ঘটনাটি পারিবারিক সংঘর্ষ হলেও তৃণমূলের গোষ্ঠী দ্বন্দ্ব বলেই দাবি বিরোধীদের ।

বাসন্তী, 18 জুন : জমি বিবাদ নিয়ে সংঘর্ষ । আহত চার । দক্ষিণ 24 পরগনার বাসন্তী থানার পানখালির ঘটনা । আহতরা বর্তমানে ক্যানিং মহকুমা হাসপাতালে ভরতি ।

বেশ কিছুদিন ধরে জমির ভাগ বাটোয়ারা নিয়ে ভাইদের সঙ্গে ঝামেলা চলছিল আজিজুল ও তাঁর পরিবারের । তিনি পানখালির বাসিন্দা । অভিযোগ, তাঁর খুড়তুতো ভাই হাবিবুল্লা, শফিক , ফেরদৌস জোর করে আজ়িজুলের জমি দখলের চেষ্টা করছিলেন । গতকাল সকালে ঘর মেরামত করার সময় আজ়িজুলের ভাইরা তাঁকে ও তাঁর পরিবারের সদস্যদের মারধর করেন বলে অভিযোগ । এই বিষয়ে গতকাল সন্ধেয় বাসন্তী থানায় তাঁর ভাইদের বিরুদ্ধে অভিযোগ দায়ের করেন আজ়িজুল ।

ভিডিয়োয় শুনুন আরশাদ লস্করের বক্তব্য

আজ়িজুল বর্তমানে তৃণমূলের সক্রিয় কর্মী । তাঁর ভাইরা যুব তৃণমূলের কর্মী । ঘটনাটি পারিবারিক সংঘর্ষ হলেও তৃণমূলের গোষ্ঠী দ্বন্দ্ব বলেই দাবি বিরোধীদের ।

Intro:জমি নিয়ে বিবাদের জেরে তৃণমূলের দুই গোষ্ঠীর মধ্যে সংঘর্ষ আহত চার
বাসন্তী: জমি নিয়ে বিবাদের জেরে তৃণমূলের দুই গোষ্ঠীর মধ্যে সংঘর্ষে গুরুতর জখম হলেন চারজন। আহতরা সকলেই তৃণমূল কংগ্রেসের কর্মী। এই ঘটনায় অভিযোগের আঙুল উঠেছে স্থানীয় যুব তৃণমূল কংগ্রেস কর্মীদের বিরুদ্ধে। সোমবার রাতে ঘটনাটি ঘটে দক্ষিণ ২৪ পরগনার বাসন্তী থানার পানিখালি তে। ঘটনার পর আহতদের বাসন্তী গ্রামীণ হাসপাতালে নিয়ে যাওয়া হলে সেখান থেকে ক্যানিং মহকুমা হাসপাতালে স্থানান্তরিত করেন চিকিৎসকরা। এ বিষয়ে সোমবার রাতেই বাসন্তী থানায় অভিযোগ দায়ের করেছেন আক্রান্তরা।

জমির ভাগ নিয়ে ছোট ভাইদের সাথে বেশ কিছুদিন ধরে গন্ডগোল চলছিল আজিজুল লস্কর ও তার পরিবারের। অভিযোগ খুড়তুতো ভাই হাবিবুল্লা লস্কর, শফিক লস্কর, ফেরদৌস লস্কররা জোর করে আজিজুল লস্কর জমি দখলের চেষ্টা করছিল। সোমবার সকালে নিজেদের একটি ভাঙা ঘর মেরামত করতে গেলে আজিজুল লস্কর ও তার পরিবারের লোকদের মারধর করা হয় বলে অভিযোগ। এ বিষয়ে সোমবার সন্ধ্যায় বাসন্তী থানা এবং খুব দ্রুত ভাইদের বিরুদ্ধে অভিযোগ দায়ের করেন আক্রান্ত পরিবার। বাসন্তী থানায় অভিযোগ করে সোমবার রাতে বাড়ি ফিরতেই অভিযুক্তরা যুব তৃণমূল কংগ্রেসের কর্মীদের নিয়ে এসে হামলা চালায় বলে অভিযোগ মারধরের পাশাপাশি গায়েনের দোকান লুটপাট করার অভিযোগ রয়েছে অভিযুক্তদের বিরুদ্ধে। জমি বিবাদের পাশাপাশি আক্রান্ত মূল তৃণমূল কংগ্রেসের কর্মী বলে তাদের উপর যুব তৃণমূল কংগ্রেস কর্মীরা হামলা করে বলে অভিযোগ। ঘটনাকে কেন্দ্র করে এলাকায় যথেষ্ট উত্তেজনা ছড়ায়। খবর পেয়ে রাতেই বাসন্তী থানার পুলিশ ঘটনাস্থলে গিয়ে তদন্ত শুরু করেছে।Body:Intro তে কপি দিয়েছি Conclusion:একটু দেখে নেবেন
Last Updated : Jun 18, 2019, 10:05 AM IST
ETV Bharat Logo

Copyright © 2024 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.