ETV Bharat / state

কয়েক হাজার বোতল নকল সস উদ্ধার ভাঙড়ে - Bhangar police

ভাঙড়ের দক্ষিণ নারায়ণপুর গ্রামে অভিযান চালায় ওসি সমরেশ ঘোষ ৷ সেখানে কারখানা থেকে নকল সস সহ সস তৈরির উপকরণ উদ্ধার করে পুলিশ ৷

Bhangar
ভাঙড়
author img

By

Published : Jan 2, 2021, 2:33 PM IST

ভাঙড়, 2 জানুয়ারি : নকল তেল, আটা, প্রসাধনী দ্রব্যের পর এবারে নকল সস উদ্ধার ৷ দক্ষিণ 24 পরগনার ভাঙড় থানা এলাকার ঘটনা ৷ ঘটনায় দুজনকে গ্রেপ্তার করেছে ভাঙড় থানার পুলিশ ৷ জানা গিয়েছে, ধৃতদের নাম নিজাম মোল্লা, মহম্মদ মোল্লা ৷ উদ্ধার হয়েছে কয়েক হাজার নকল সসের বোতল ৷

আরও পড়ুন : গঙ্গাসাগর যাত্রীদের টিকিটে ছাড়


গোপন সূত্রে খবর পেয়ে আজ দক্ষিণ নারায়ণপুর গ্রামে হানা দেয় ভাঙড় থানার পুলিশ ৷ অভিযোগ, সেখানে প্রায় 5 বছর ধরে নকল সসের ব্যবসা করছেন নিজাম মোল্লা নামে এক ব্যক্তি ৷ এলাকার প্রায় সব বাজারের দোকানে দোকানে পৌঁছে যেত এই সস । যা অত্যন্ত অস্বাস্থ্যকর জায়গায় তৈরি করা হত ৷ আটা-ময়দা পচা খোলের সঙ্গে রাসায়নিক মিশিয়ে সস তৈরি হত বলে অভিযোগ । আজ এই নকল সসের কারখানায় অভিযান চালায় ভাঙড় থানার ওসি সমরেশ ঘোষ ৷ গোডাউন থেকে উদ্ধার হয় দুই ট্রাক ভরতি নকল সস তৈরির উপকরণ ৷ উদ্ধার হয় কয়েক হাজার সসের বোতল ৷ ঘটনায় দুজনকে গ্রেপ্তার করেছে পুলিশ ৷ জানা গিয়েছে, ধৃতদের নাম নিজাম মোল্লা ও মহম্মদ মোল্লা ৷ পুলিশ সূত্রের খবর, এই এলাকায় প্রায় 5 বছর ধরে নকল সস তৈরির কাজ করছে তারা ৷

ভাঙড়, 2 জানুয়ারি : নকল তেল, আটা, প্রসাধনী দ্রব্যের পর এবারে নকল সস উদ্ধার ৷ দক্ষিণ 24 পরগনার ভাঙড় থানা এলাকার ঘটনা ৷ ঘটনায় দুজনকে গ্রেপ্তার করেছে ভাঙড় থানার পুলিশ ৷ জানা গিয়েছে, ধৃতদের নাম নিজাম মোল্লা, মহম্মদ মোল্লা ৷ উদ্ধার হয়েছে কয়েক হাজার নকল সসের বোতল ৷

আরও পড়ুন : গঙ্গাসাগর যাত্রীদের টিকিটে ছাড়


গোপন সূত্রে খবর পেয়ে আজ দক্ষিণ নারায়ণপুর গ্রামে হানা দেয় ভাঙড় থানার পুলিশ ৷ অভিযোগ, সেখানে প্রায় 5 বছর ধরে নকল সসের ব্যবসা করছেন নিজাম মোল্লা নামে এক ব্যক্তি ৷ এলাকার প্রায় সব বাজারের দোকানে দোকানে পৌঁছে যেত এই সস । যা অত্যন্ত অস্বাস্থ্যকর জায়গায় তৈরি করা হত ৷ আটা-ময়দা পচা খোলের সঙ্গে রাসায়নিক মিশিয়ে সস তৈরি হত বলে অভিযোগ । আজ এই নকল সসের কারখানায় অভিযান চালায় ভাঙড় থানার ওসি সমরেশ ঘোষ ৷ গোডাউন থেকে উদ্ধার হয় দুই ট্রাক ভরতি নকল সস তৈরির উপকরণ ৷ উদ্ধার হয় কয়েক হাজার সসের বোতল ৷ ঘটনায় দুজনকে গ্রেপ্তার করেছে পুলিশ ৷ জানা গিয়েছে, ধৃতদের নাম নিজাম মোল্লা ও মহম্মদ মোল্লা ৷ পুলিশ সূত্রের খবর, এই এলাকায় প্রায় 5 বছর ধরে নকল সস তৈরির কাজ করছে তারা ৷

ETV Bharat Logo

Copyright © 2024 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.