ETV Bharat / state

চম্পাহাটিতে বাজি কারখানায় বিস্ফোরণ - ঘটনাস্থলে দমকলের ৩ ইঞ্জিন

আজ সকাল দশটা নাগাদ চম্পাহাটির হাড়াল এলাকায় একটি বাজি কারখানায় বিস্ফোরণ হয় । সেখান থেকে আগুন ছড়িয়ে পড়ে সংলগ্ন এলাকায় । পুড়ে যায় ছ'টিরও বেশি দোকান ।

explosion at Champahati fireworks factory
চম্পাহাটিতে বাজি কারখানায় বিস্ফোরণ
author img

By

Published : Nov 4, 2020, 12:52 PM IST

Updated : Nov 4, 2020, 1:26 PM IST

বারুইপুর, 4 নভেম্বর : চম্পাহাটির হাড়াল এলাকায় বিস্ফোরণে পুড়ল বেশ কয়েকটি বাজি কারখানা ও দোকান । খবর পেয়ে পৌঁছেছে দমকলের তিনটি ইঞ্জিন । ঘটনাস্থানে পৌঁছায় বারুইপুর পুলিশ জেলার অতিরিক্ত পুলিশ সুপার , SDPO এবং বারুইপুর থানার IC । আগুন এখনও নিয়ন্ত্রণে আসেনি । প্রচুর ক্ষয়ক্ষতির আশঙ্কা করা হচ্ছে ।

আজ সকাল দশটা নাগাদ চম্পাহাটির হাড়াল এলাকায় একটি বাজি কারখানায় বিস্ফোরণ হয় । সেখান থেকে আগুন ছড়িয়ে পড়ে সংলগ্ন এলাকায় । পুড়ে যায় ছ'টিরও বেশি দোকান ।

চম্পাহাটিতে বাজি কারখানায় বিস্ফোরণ

দমকলে খবর দিলে তিনটি ইঞ্জিন ঘটনাস্থানে পৌঁছায় । তবে দমকল দেরিতে আসে বলে স্থানীয়দের অভিযোগ । প্রচুর বাজি তৈরির মশলা মজুত থাকায় আগুন এখনও নিয়ন্ত্রণে আনা সম্ভব হয়নি ।

খবর পেয়ে ঘটনাস্থানে পৌঁছান বারুইপুর পুলিশ জেলার অতিরিক্ত পুলিশ সুপার , SDPO এবং বারুইপুর থানার পুলিশ । বিষয়টি খতিয়ে দেখছেন তাঁরা ।

বারুইপুর, 4 নভেম্বর : চম্পাহাটির হাড়াল এলাকায় বিস্ফোরণে পুড়ল বেশ কয়েকটি বাজি কারখানা ও দোকান । খবর পেয়ে পৌঁছেছে দমকলের তিনটি ইঞ্জিন । ঘটনাস্থানে পৌঁছায় বারুইপুর পুলিশ জেলার অতিরিক্ত পুলিশ সুপার , SDPO এবং বারুইপুর থানার IC । আগুন এখনও নিয়ন্ত্রণে আসেনি । প্রচুর ক্ষয়ক্ষতির আশঙ্কা করা হচ্ছে ।

আজ সকাল দশটা নাগাদ চম্পাহাটির হাড়াল এলাকায় একটি বাজি কারখানায় বিস্ফোরণ হয় । সেখান থেকে আগুন ছড়িয়ে পড়ে সংলগ্ন এলাকায় । পুড়ে যায় ছ'টিরও বেশি দোকান ।

চম্পাহাটিতে বাজি কারখানায় বিস্ফোরণ

দমকলে খবর দিলে তিনটি ইঞ্জিন ঘটনাস্থানে পৌঁছায় । তবে দমকল দেরিতে আসে বলে স্থানীয়দের অভিযোগ । প্রচুর বাজি তৈরির মশলা মজুত থাকায় আগুন এখনও নিয়ন্ত্রণে আনা সম্ভব হয়নি ।

খবর পেয়ে ঘটনাস্থানে পৌঁছান বারুইপুর পুলিশ জেলার অতিরিক্ত পুলিশ সুপার , SDPO এবং বারুইপুর থানার পুলিশ । বিষয়টি খতিয়ে দেখছেন তাঁরা ।

Last Updated : Nov 4, 2020, 1:26 PM IST
ETV Bharat Logo

Copyright © 2025 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.