ETV Bharat / state

জয়নগরে আগুন ধরিয়ে পুড়িয়ে মারার চেষ্টা 2 শিশু-সহ 6 জনকে - South Barasat

পরিবারের প্রত্যেক সদস্যের ঘরের দরজা বাইরে থেকে বন্ধ ৷ দরজার সামনে দাহ্য তরল ঢেলে আগুন ধরিয়ে দিয়েছে কেউ ৷ জয়নগরে এভাবে 6 জনকে পুড়িয়ে মারার চেষ্টা চালিয়েছে কেউ বা কারা ৷ তাদের মধ্যে রয়েছে 2 জন শিশু ৷

পুড়িয়ে মারার চেষ্টা চালানো হয়েছিল এই বাড়ির সদস্যদের
পুড়িয়ে মারার চেষ্টা চালানো হয়েছিল এই বাড়ির সদস্যদের
author img

By

Published : Jul 22, 2021, 12:27 PM IST

জয়নগর, 22 জুলাই : দুই শিশু-সহ একই পরিবারের মোট ছ'জন সদস্যকে ঘুমন্ত অবস্থায় পুড়িয়ে মারার চেষ্টা চালানোর অভিযোগ উঠল ৷ ঘটনায় চাঞ্চল্য ছড়িয়েছে এলাকায় ৷ নৃশংস এই ঘটনাটি ঘটেছে দক্ষিণ 24 পরগনার জয়নগর থানার অন্তর্গত দক্ষিণ বারাসত গ্রাম পঞ্চায়েতের দক্ষিণ কালিকাপুর গ্রামে l

ওই গ্রামের বাসিন্দা তুষারকান্তি মণ্ডল, তাঁর দুই শিশুসন্তান, স্ত্রী, ভাই পার্থসারথি মণ্ডল এবং পিসিকে নিয়ে বসবাস করেন l মোট তিনটি ঘর নিয়ে তাঁরা থাকেন l অন্যান্য দিনের মতো সোমবার রাতে খাওয়া-দাওয়া সেরে সবাই ঘুমিয়ে পড়েছিলেন l রাত তিনটের সময় ঘুমন্ত অবস্থাতে কটু গন্ধ নাকে আসায় ঘুম ভেঙে যায় পার্থসারথি মণ্ডলের l তিনি ঘরের বাইরে বেরনোর চেষ্টা করতে গিয়ে দেখেন যে, বাইরে থেকে দরজা তার দিয়ে বাঁধা রয়েছে l বিপদ বুঝে তিনি জোর করে দরজা খুলে বাইরে বেরিয়ে আসতেই দেখতে পান, তিনটি ঘরের সামনে আগুন জ্বলছে ৷ আর কেউ বাড়ির সামনে দিয়ে পালিয়ে যাচ্ছে l

ভাইয়ের চিৎকারে ঘুম ভাঙে দাদা তুষারকান্তি মণ্ডলের ৷ তিনিও বেরতে গিয়ে দেখেন দরজা বাঁধা ৷ টানাটানি করে কোনও রকমে দরজা খুলে বাইরে বেরতে গিয়ে দেখেন দরজার সামনে দাহ্য পদার্থে আগুন ধরিয়ে দিয়েছে কেউ বা কারা ৷ একইভাবে পিসির ঘরের দরজাও বাঁধা, সেখানেও তেল ঢালা রয়েছে l তিনটি ঘরের দরজার ফাঁক দিয়ে পেট্রোল জাতীয় দাহ্য পদার্থ ঢালা হয়েছিল l এমনকি তা ঘরের ভিতরেও গড়িয়ে গিয়েছে ৷ পরিবারের বাকি সদস্যরা ঘরের বাইরে বেরিয়ে আসেন কোনও রকমে ৷ বাড়ির বিভিন্ন জায়গায় তখনও বোতলে দাহ্য পদার্থ ঢেলে রাখা ছিল l এই ঘটনায় রীতিমতো হইচই পড়ে যায় ওই এলাকায় l তাঁদের চিৎকার চেঁচামেচিতে রাতে ঘুম ভেঙে বেরিয়ে আসেন প্রতিবেশীরা l

দরজা বাইরে থেকে বন্ধ করে তার সামনে আগুন ধরিয়ে পুড়িয়ে মারার চেষ্টা জয়নগরে

আরও পড়ুন : পরকীয়া জানাজানি হতেই অবসাদে আত্মহত্যা ? উদ্ধার আইসিডিএস কর্মীর দেহ

আতঙ্কিত বৃদ্ধ পিসিমা দেবলা বৈরাগী বলেন, "ঘরের মেঝেয় দু-তিন বোতল তেল ঢালা ৷ তার মধ্যে পড়ে গিয়েছি ৷ দরজা বাঁধা, কিছুতে বেরতে পারছি না ৷ উঠতে পারছিলাম না ৷ ওঁরা দরজা খুলে আমায় বার করেছে ৷" তাঁকে বের করে গায়ে মাথায় জল ঢেলে সুস্থ করেন বাকিরা ৷ কারা এই নৃশংস কাজ করতে পারেন, এর উত্তরে বৃদ্ধা জানিয়েছেন, যে বিগত 40 বছর ধরে প্রতিবেশীদের সঙ্গে জায়গা নিয়ে মামলা চলছে ৷ এমনকি তাঁর স্বামীও কোনও সমাধান করতে পারেননি ৷ প্রতিবেশীরা তাঁদের নতুন ঘরদোরও তৈরি করতে দেয়নি বলে অভিযোগ করেন তিনি ৷ তাই তারা পুড়িয়ে মারতে এই কাজ করেছে বলে সন্দেহ করছেন দেবলাদেবী ৷ যদিও এবিষয়ে তুষার বা পার্থসারথি কিছু বলেননি ৷

মঙ্গলবার সকালে স্থানীয় সিভিক পুলিশ ঘটনাটি জয়নগর থানায় জানালে পুলিশ ঘটনাস্থলে পৌঁছায় ৷ পরিবারের সদস্যদের অভিযোগ, তাঁদের প্রত্যেককে পুড়িয়ে মারার চেষ্টা করা হয়েছিল ৷ পরিবারের তরফে অভিযোগ দায়ের করা হয়েছে জয়নগর থানায় ৷ এই ঘটনায় নিরাপত্তাহীনতায় ভুগছে গোটা পরিবার l পুলিশ তদন্ত শুরু করেছে বলে জানিয়েছে ৷ ঘটনাস্থল থেকে নমুনাও সংগ্রহ করেছে তারা l

জয়নগর, 22 জুলাই : দুই শিশু-সহ একই পরিবারের মোট ছ'জন সদস্যকে ঘুমন্ত অবস্থায় পুড়িয়ে মারার চেষ্টা চালানোর অভিযোগ উঠল ৷ ঘটনায় চাঞ্চল্য ছড়িয়েছে এলাকায় ৷ নৃশংস এই ঘটনাটি ঘটেছে দক্ষিণ 24 পরগনার জয়নগর থানার অন্তর্গত দক্ষিণ বারাসত গ্রাম পঞ্চায়েতের দক্ষিণ কালিকাপুর গ্রামে l

ওই গ্রামের বাসিন্দা তুষারকান্তি মণ্ডল, তাঁর দুই শিশুসন্তান, স্ত্রী, ভাই পার্থসারথি মণ্ডল এবং পিসিকে নিয়ে বসবাস করেন l মোট তিনটি ঘর নিয়ে তাঁরা থাকেন l অন্যান্য দিনের মতো সোমবার রাতে খাওয়া-দাওয়া সেরে সবাই ঘুমিয়ে পড়েছিলেন l রাত তিনটের সময় ঘুমন্ত অবস্থাতে কটু গন্ধ নাকে আসায় ঘুম ভেঙে যায় পার্থসারথি মণ্ডলের l তিনি ঘরের বাইরে বেরনোর চেষ্টা করতে গিয়ে দেখেন যে, বাইরে থেকে দরজা তার দিয়ে বাঁধা রয়েছে l বিপদ বুঝে তিনি জোর করে দরজা খুলে বাইরে বেরিয়ে আসতেই দেখতে পান, তিনটি ঘরের সামনে আগুন জ্বলছে ৷ আর কেউ বাড়ির সামনে দিয়ে পালিয়ে যাচ্ছে l

ভাইয়ের চিৎকারে ঘুম ভাঙে দাদা তুষারকান্তি মণ্ডলের ৷ তিনিও বেরতে গিয়ে দেখেন দরজা বাঁধা ৷ টানাটানি করে কোনও রকমে দরজা খুলে বাইরে বেরতে গিয়ে দেখেন দরজার সামনে দাহ্য পদার্থে আগুন ধরিয়ে দিয়েছে কেউ বা কারা ৷ একইভাবে পিসির ঘরের দরজাও বাঁধা, সেখানেও তেল ঢালা রয়েছে l তিনটি ঘরের দরজার ফাঁক দিয়ে পেট্রোল জাতীয় দাহ্য পদার্থ ঢালা হয়েছিল l এমনকি তা ঘরের ভিতরেও গড়িয়ে গিয়েছে ৷ পরিবারের বাকি সদস্যরা ঘরের বাইরে বেরিয়ে আসেন কোনও রকমে ৷ বাড়ির বিভিন্ন জায়গায় তখনও বোতলে দাহ্য পদার্থ ঢেলে রাখা ছিল l এই ঘটনায় রীতিমতো হইচই পড়ে যায় ওই এলাকায় l তাঁদের চিৎকার চেঁচামেচিতে রাতে ঘুম ভেঙে বেরিয়ে আসেন প্রতিবেশীরা l

দরজা বাইরে থেকে বন্ধ করে তার সামনে আগুন ধরিয়ে পুড়িয়ে মারার চেষ্টা জয়নগরে

আরও পড়ুন : পরকীয়া জানাজানি হতেই অবসাদে আত্মহত্যা ? উদ্ধার আইসিডিএস কর্মীর দেহ

আতঙ্কিত বৃদ্ধ পিসিমা দেবলা বৈরাগী বলেন, "ঘরের মেঝেয় দু-তিন বোতল তেল ঢালা ৷ তার মধ্যে পড়ে গিয়েছি ৷ দরজা বাঁধা, কিছুতে বেরতে পারছি না ৷ উঠতে পারছিলাম না ৷ ওঁরা দরজা খুলে আমায় বার করেছে ৷" তাঁকে বের করে গায়ে মাথায় জল ঢেলে সুস্থ করেন বাকিরা ৷ কারা এই নৃশংস কাজ করতে পারেন, এর উত্তরে বৃদ্ধা জানিয়েছেন, যে বিগত 40 বছর ধরে প্রতিবেশীদের সঙ্গে জায়গা নিয়ে মামলা চলছে ৷ এমনকি তাঁর স্বামীও কোনও সমাধান করতে পারেননি ৷ প্রতিবেশীরা তাঁদের নতুন ঘরদোরও তৈরি করতে দেয়নি বলে অভিযোগ করেন তিনি ৷ তাই তারা পুড়িয়ে মারতে এই কাজ করেছে বলে সন্দেহ করছেন দেবলাদেবী ৷ যদিও এবিষয়ে তুষার বা পার্থসারথি কিছু বলেননি ৷

মঙ্গলবার সকালে স্থানীয় সিভিক পুলিশ ঘটনাটি জয়নগর থানায় জানালে পুলিশ ঘটনাস্থলে পৌঁছায় ৷ পরিবারের সদস্যদের অভিযোগ, তাঁদের প্রত্যেককে পুড়িয়ে মারার চেষ্টা করা হয়েছিল ৷ পরিবারের তরফে অভিযোগ দায়ের করা হয়েছে জয়নগর থানায় ৷ এই ঘটনায় নিরাপত্তাহীনতায় ভুগছে গোটা পরিবার l পুলিশ তদন্ত শুরু করেছে বলে জানিয়েছে ৷ ঘটনাস্থল থেকে নমুনাও সংগ্রহ করেছে তারা l

ETV Bharat Logo

Copyright © 2024 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.