ETV Bharat / state

Murder in Diagnostic Centre: অশান্তির জের, ডায়গনস্টিক সেন্টারে প্রৌঢ় খুনে অভিযুক্ত সহকর্মী - দক্ষিণ 24 পরগনার বিষ্ণুপুর থানা এলাকায়

ডায়গনস্টিক সেন্টারের দুই কর্মীর মধ্যে মনোমালিন্য চলছিল ৷ এরই মধ্যে খুন হলেন সংস্থার প্রৌঢ় কর্মী ৷ অভিযোগ, তাঁকে খুন করেছেন তাঁরই এক সহকর্মী ৷

ETV Bharat
ডায়গনস্টিক সেন্টারে খুন
author img

By ETV Bharat Bangla Team

Published : Nov 15, 2023, 9:23 AM IST

Updated : Nov 15, 2023, 9:29 AM IST

ডায়মন্ড হারবার, 15 নভেম্বর: ডায়গনস্টিক সেন্টারের কর্মী খুন ঘিরে চাঞ্চল্য ৷ আর এই খুনের অভিযোগ উঠল ওই সেন্টারেরই অন্য এক কর্মীর বিরুদ্ধে ৷ মঙ্গলবার এই ঘটনা ঘটেছে দক্ষিণ 24 পরগনার বিষ্ণুপুর থানা এলাকায় ৷ মৃত ব্যক্তির নাম অনুপ বোস (70) ৷ স্থানীয় সূত্রে খবর, বিষ্ণুপুরের আমতলায় একটি ডায়গনস্টিক সেন্টারে দীর্ঘদিন ধরে কাজ করছিলেন অনুপ বোস ও সুমন পাল ৷ বিগত বেশ কয়েকদিন ধরে ওই দুই কর্মীর মধ্যে অশান্তি চলছিল ৷ পুলিশের অনুমান, সেই অশান্তি ও রাগের কারণেই প্রৌঢ় অনুপ বোসকে ধারালো অস্ত্র দিয়ে নৃশংসভাবে কুপিয়ে খুন করেছেন সুমন ৷

বিষ্ণপুর থানা এলাকার আমতলার একটি বহুতল আবাসনের একতলায় আছে ওই ডায়গনস্টিক সেন্টারটি ৷ সূত্রের খবর, মঙ্গলবার বিকেল পাঁচটা নাগাদ ঘটনাটি ঘটেছে ৷ ডায়গনস্টিক সেন্টারটি তখন ফাঁকা ছিল ৷ অভিযোগ, সেই সুযোগেই প্রৌঢ়ের উপর হামলা চালিয়েছে অভিযুক্ত ৷ বিষয়টি প্রথমে নজরে আসে ওই আবাসনে বাসিন্দাদের ৷ ডায়গনস্টিক সেন্টারের ভিতর থেকে রক্ত বেরতে দেখেন আবাসনের অন্য বাসিন্দারা ৷ এরপর ভিতরে ঢুকতেই তাঁরা দেখেন সেখানে সুনাম বসে রয়েছে ৷ আর শৌচালয়ে পড়ে রয়েছে অনুপের রক্তমাখা দেহ ৷

ঘটনাটি কেন্দ্র করে ইতিমধ্যেই এলাকায় চাঞ্চল্য ছড়িয়ে পড়েছে ৷ বৃদ্ধের দেহ পড়ে থাকতে দেখে সঙ্গে সঙ্গে থানায় খবর দেন স্থানীয় লোকজন ৷ অভিযুক্ত যাতে পালিয়ে যেতে না-পারে, সেজন্য ডায়গনস্টিক সেন্টারের বাইরের গেটে তালাও ঝুলিয়ে দেন এলাকাবাসী ৷ অন্যদিকে, খুনের অভিযোগ পেতেই ঘটনাস্থলে পৌঁছে যান বিষ্ণুপুর থানার পুলিশকর্মীরা ৷ অভিযুক্তকে ইতিমধ্যে গ্রেফতার করেছে পুলিশ ৷ দেহটিও উদ্ধার করে ময়নাতদন্তের জন্য পাঠিয়েছে পুলিশ ৷

আরও পড়ুন:

1. সম্পত্তি নিয়ে বিবাদ, গর্ভবতীকে খুনে অভিযুক্ত বাবা ও দুই ভাই

2. নিহত শাহাবুদ্দিন তৃণমূল সমর্থক ছিলেন, পরিবারের বক্তব্যে প্ররোচনা দেখছে শাসক দল

3. জেল হেফাজতে মৃত্যু তপন কান্দু খুনে অন্যতম অভিযুক্ত সত্যবান প্রামাণিক

ডায়মন্ড হারবার, 15 নভেম্বর: ডায়গনস্টিক সেন্টারের কর্মী খুন ঘিরে চাঞ্চল্য ৷ আর এই খুনের অভিযোগ উঠল ওই সেন্টারেরই অন্য এক কর্মীর বিরুদ্ধে ৷ মঙ্গলবার এই ঘটনা ঘটেছে দক্ষিণ 24 পরগনার বিষ্ণুপুর থানা এলাকায় ৷ মৃত ব্যক্তির নাম অনুপ বোস (70) ৷ স্থানীয় সূত্রে খবর, বিষ্ণুপুরের আমতলায় একটি ডায়গনস্টিক সেন্টারে দীর্ঘদিন ধরে কাজ করছিলেন অনুপ বোস ও সুমন পাল ৷ বিগত বেশ কয়েকদিন ধরে ওই দুই কর্মীর মধ্যে অশান্তি চলছিল ৷ পুলিশের অনুমান, সেই অশান্তি ও রাগের কারণেই প্রৌঢ় অনুপ বোসকে ধারালো অস্ত্র দিয়ে নৃশংসভাবে কুপিয়ে খুন করেছেন সুমন ৷

বিষ্ণপুর থানা এলাকার আমতলার একটি বহুতল আবাসনের একতলায় আছে ওই ডায়গনস্টিক সেন্টারটি ৷ সূত্রের খবর, মঙ্গলবার বিকেল পাঁচটা নাগাদ ঘটনাটি ঘটেছে ৷ ডায়গনস্টিক সেন্টারটি তখন ফাঁকা ছিল ৷ অভিযোগ, সেই সুযোগেই প্রৌঢ়ের উপর হামলা চালিয়েছে অভিযুক্ত ৷ বিষয়টি প্রথমে নজরে আসে ওই আবাসনে বাসিন্দাদের ৷ ডায়গনস্টিক সেন্টারের ভিতর থেকে রক্ত বেরতে দেখেন আবাসনের অন্য বাসিন্দারা ৷ এরপর ভিতরে ঢুকতেই তাঁরা দেখেন সেখানে সুনাম বসে রয়েছে ৷ আর শৌচালয়ে পড়ে রয়েছে অনুপের রক্তমাখা দেহ ৷

ঘটনাটি কেন্দ্র করে ইতিমধ্যেই এলাকায় চাঞ্চল্য ছড়িয়ে পড়েছে ৷ বৃদ্ধের দেহ পড়ে থাকতে দেখে সঙ্গে সঙ্গে থানায় খবর দেন স্থানীয় লোকজন ৷ অভিযুক্ত যাতে পালিয়ে যেতে না-পারে, সেজন্য ডায়গনস্টিক সেন্টারের বাইরের গেটে তালাও ঝুলিয়ে দেন এলাকাবাসী ৷ অন্যদিকে, খুনের অভিযোগ পেতেই ঘটনাস্থলে পৌঁছে যান বিষ্ণুপুর থানার পুলিশকর্মীরা ৷ অভিযুক্তকে ইতিমধ্যে গ্রেফতার করেছে পুলিশ ৷ দেহটিও উদ্ধার করে ময়নাতদন্তের জন্য পাঠিয়েছে পুলিশ ৷

আরও পড়ুন:

1. সম্পত্তি নিয়ে বিবাদ, গর্ভবতীকে খুনে অভিযুক্ত বাবা ও দুই ভাই

2. নিহত শাহাবুদ্দিন তৃণমূল সমর্থক ছিলেন, পরিবারের বক্তব্যে প্ররোচনা দেখছে শাসক দল

3. জেল হেফাজতে মৃত্যু তপন কান্দু খুনে অন্যতম অভিযুক্ত সত্যবান প্রামাণিক

Last Updated : Nov 15, 2023, 9:29 AM IST
ETV Bharat Logo

Copyright © 2024 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.