মগরাহাট, 10 নভেম্বর: পারিবারিক সম্পত্তি নিয়ে বিবাদ (Elder Brother Stabbed Brother s Wife) ৷ তার জেরে ভাইয়ের বউকে ধারালো অস্ত্র দিয়ে কোপানোর অভিযোগ উঠল বড় দাদার ও তাঁর স্ত্রীর বিরুদ্ধে। দক্ষিণ 24 পরগনা মগরাহাট থানার গোকনী পঞ্চায়েত এলাকায় বৃহস্পতিবার ঘটনাটাটি ঘটেছে ৷
জানা গিয়েছে, দীর্ঘ দিন ধরেই নস্কর পরিবারের তিন ভাই সুনীল নস্কর, সুভাষ নস্কর ও অলোক নস্করের মধ্যে জমি নিয়ে বিবাদ চলছিল ৷ এদিন সকালে ছোট ভাই সুনীল নস্কর বড় দাদা ও মেজো দাদার কাছে জমির দলিল চাইলে, তা নিয়ে কথা কাটাকাটির সৃষ্টি হয় ৷ সেই সময়ে হঠাৎই বড় ভাই সুভাষ নস্কর ও তাঁর স্ত্রী মিলে ছোট ভাইয়ের বৌয়ের মাথায় ধারালো অস্ত্রের কোপ মারেন ৷ গুরুতর জখম অবস্থায় মাটিতে লুটিতে পড়েন তিনি ৷ গুরুতর জখম অবস্থায় স্ত্রীকে উদ্ধার করে মগরাহাট হাসপাতালে নিয়ে যান সুনীল নস্কর ৷ আশঙ্কাজনক অবস্থায় মগরাহাট প্রাথমিক স্বাস্থ্য কেন্দ্রে চিকিৎসাধীন ওই মহিলা ৷
আরও পড়ুন: যত কাণ্ড কাঁকুড়গাছিতে ! স্ত্রী'কে ছুরি মেরে বিষ খেয়ে থানায় স্বামী, চিকিৎসাধীন অবস্থায় মৃত্যু বধূর
ইতিমধ্য়েই স্থানীয় থানায় অভিযোগ দায়ের করেছেন সুনীল নস্কর ৷ তিনি বলেন,‘‘দীর্ঘ দিন ধরে জমির নথি পত্র চাইছি ৷ আজ আবার দাদাকে বলতে সকলে মিলে চড়াও হয় ৷’’ তাঁর অভিযোগের ভিত্তিতেই বড় ভাই সুভাষ নস্কর ও মেজো ভাই অলোক নস্করকে আটক করেছে পুলিশ ৷