ETV Bharat / state

Eco Friendly Crackers: পরিবেশবান্ধব বাজি তৈরিতে রাজ্যের ব্যবসায়ীদের প্রশিক্ষণ - green fire crackers

পুজো আসছে ৷ তারপরেই কালীপুজো ৷ দুর্গাপুজোয় যেমন নতুন জামা কাপড়, কালীপুজোয় তেমনই চাহিদা থাকে আতসবাজির(Eco Friendly Crackers)৷ তবে পরিবেশের ক্ষতি করে এমন বাজি নয়, এবার আসছে পরিবেশ বান্ধব বাজি ৷ লাইসেন্সপ্রাপ্ত বাজি ব্যবসায়ীদের তারই প্রশিক্ষণ দিলেন ন্যাশনাল এনভায়রনমেন্ট ইঞ্জিনিয়ারিং রিসার্চ ইন্সটিটিউটের গবেষকরা ৷

Eco Friendly Crackers
পরিবেশবান্ধব বাজি তৈরিতে রাজ্যের ব্যবসায়ীদের প্রশিক্ষণ
author img

By

Published : Jul 31, 2022, 10:15 PM IST

দক্ষিণ 24 পরগনা, 31 জুলাই: দীপাবলির মুখে রাজ্যের আতসবাজি ব্যবসায়ীদের সঙ্গে আদালতের টানাপোড়েনের দিন শেষ । এবার রাজ্যের লাইসেন্সপ্রাপ্ত আতসবাজি ব্যবসায়ীদের পরিবেশবান্ধব বাজি তৈরির প্রশিক্ষণ দেওয়া হল ৷ প্রশিক্ষণ দিলেন নাগপুরের ন্যাশনাল এনভায়রনমেন্ট ইঞ্জিনিয়ারিং রিসার্চ ইন্সটিটিউটের(National Environment Engineering Research Institute -NEERI)গবেষকরা ৷

দক্ষিণ 24 পরগনার নুঙ্গি বাজি বাজারের ঘোষপাড়া এলাকায় অবস্থিত একটি বাগানবাড়িতে রবিবার থেকে শুরু হয় প্রশিক্ষণ । প্রথম দিনই কোর্স শেষ করে সার্টিফিকেট পেলেন এ রাজ্যের সাত জেলা থেকে আসা 40জন বাজি ব্যবসায়ী । এরা এবার থেকে গ্রিন বাজি তথা পরিবেশবান্ধব বাজি তৈরি করতে পারবেন । নেরি(NEERI) দেশে গ্রিন বাজি তৈরির ছাড়পত্র দেওয়ার নোডাল এজেন্সি বা নিয়ামক সংস্থা । যারা ইতিপূর্বেই তামিলনাড়ুর শিবকাশি, হরিয়ানার রোহতক-সহ দেশের সমস্ত বৈধ বাজি নির্মাতাদের আগে ট্রেনিং ও পরে সার্টিফিকেট দিয়ে গ্রিন বাজি নির্মাতার তকমা দিয়েছে । এদিনের ট্রেনিংয়ের জন্য নাগপুর থেকে আসেন নেরির মুখ্য গবেষক সাধনা রাইলু ।

আরও পড়ুন : বাজি পোড়ানো নিয়ে আদালতের নির্দেশে ক্ষতির সম্মুখীন আতসবাজি ব্যবসায়ীরা

রাজ্যের সবকটি জেলার বাজি নির্মাতাদের মধ্যে আজ ট্রেনিং নিলেন 40 । এই ট্রেনিং নিতে গেলে ফায়ার লাইসেন্স থাকতেই হবে নির্মাতাদের । শুনতে অবাক লাগলেও সত্যি, রাজ্যে কুটিরশিল্পের পর্যায়ে চলে যাওয়া বাজি নির্মাণে যুক্ত কমপক্ষে হাজার দশেক মানুষ । তার মধ্যে সরকারি ছাড়পত্র আছে মাত্র 70জনের । আবেদন করেছেন আরও 300জন ।

পরিবেশবান্ধব বাজি তৈরিতে রাজ্যের ব্যবসায়ীদের প্রশিক্ষণ

মহেশতলায় পরিবেশবান্ধব বাজি তৈরির প্রশিক্ষণে উপস্থিত ছিলেন পশ্চিমবঙ্গ সরকারের পরিবহণ দফতরের প্রতি মন্ত্রী দিলীপ মণ্ডল । এদিন তৈরির পর নিজেরাই মহানন্দে পরিবেশবান্ধব বাজি পোড়ালেন ব্যবসায়ীরা ৷ প্রশিক্ষণ শেষে তাঁদের দেওয়া হয় সার্টিফিকেটও ৷ এবার নিজেরা বাজি তৈরি করে বিজ্ঞানীদের ছাড়পত্র নিতে আত্মবিশ্বাসী ব্যবসায়ীরা ৷

আরও পড়ুন : বাজি নিয়ে সুপ্রিম-রায়ে খুশি ব্যবসায়ীরা, উদ্বিগ্ন পরিবেশবিদরা

দক্ষিণ 24 পরগনা, 31 জুলাই: দীপাবলির মুখে রাজ্যের আতসবাজি ব্যবসায়ীদের সঙ্গে আদালতের টানাপোড়েনের দিন শেষ । এবার রাজ্যের লাইসেন্সপ্রাপ্ত আতসবাজি ব্যবসায়ীদের পরিবেশবান্ধব বাজি তৈরির প্রশিক্ষণ দেওয়া হল ৷ প্রশিক্ষণ দিলেন নাগপুরের ন্যাশনাল এনভায়রনমেন্ট ইঞ্জিনিয়ারিং রিসার্চ ইন্সটিটিউটের(National Environment Engineering Research Institute -NEERI)গবেষকরা ৷

দক্ষিণ 24 পরগনার নুঙ্গি বাজি বাজারের ঘোষপাড়া এলাকায় অবস্থিত একটি বাগানবাড়িতে রবিবার থেকে শুরু হয় প্রশিক্ষণ । প্রথম দিনই কোর্স শেষ করে সার্টিফিকেট পেলেন এ রাজ্যের সাত জেলা থেকে আসা 40জন বাজি ব্যবসায়ী । এরা এবার থেকে গ্রিন বাজি তথা পরিবেশবান্ধব বাজি তৈরি করতে পারবেন । নেরি(NEERI) দেশে গ্রিন বাজি তৈরির ছাড়পত্র দেওয়ার নোডাল এজেন্সি বা নিয়ামক সংস্থা । যারা ইতিপূর্বেই তামিলনাড়ুর শিবকাশি, হরিয়ানার রোহতক-সহ দেশের সমস্ত বৈধ বাজি নির্মাতাদের আগে ট্রেনিং ও পরে সার্টিফিকেট দিয়ে গ্রিন বাজি নির্মাতার তকমা দিয়েছে । এদিনের ট্রেনিংয়ের জন্য নাগপুর থেকে আসেন নেরির মুখ্য গবেষক সাধনা রাইলু ।

আরও পড়ুন : বাজি পোড়ানো নিয়ে আদালতের নির্দেশে ক্ষতির সম্মুখীন আতসবাজি ব্যবসায়ীরা

রাজ্যের সবকটি জেলার বাজি নির্মাতাদের মধ্যে আজ ট্রেনিং নিলেন 40 । এই ট্রেনিং নিতে গেলে ফায়ার লাইসেন্স থাকতেই হবে নির্মাতাদের । শুনতে অবাক লাগলেও সত্যি, রাজ্যে কুটিরশিল্পের পর্যায়ে চলে যাওয়া বাজি নির্মাণে যুক্ত কমপক্ষে হাজার দশেক মানুষ । তার মধ্যে সরকারি ছাড়পত্র আছে মাত্র 70জনের । আবেদন করেছেন আরও 300জন ।

পরিবেশবান্ধব বাজি তৈরিতে রাজ্যের ব্যবসায়ীদের প্রশিক্ষণ

মহেশতলায় পরিবেশবান্ধব বাজি তৈরির প্রশিক্ষণে উপস্থিত ছিলেন পশ্চিমবঙ্গ সরকারের পরিবহণ দফতরের প্রতি মন্ত্রী দিলীপ মণ্ডল । এদিন তৈরির পর নিজেরাই মহানন্দে পরিবেশবান্ধব বাজি পোড়ালেন ব্যবসায়ীরা ৷ প্রশিক্ষণ শেষে তাঁদের দেওয়া হয় সার্টিফিকেটও ৷ এবার নিজেরা বাজি তৈরি করে বিজ্ঞানীদের ছাড়পত্র নিতে আত্মবিশ্বাসী ব্যবসায়ীরা ৷

আরও পড়ুন : বাজি নিয়ে সুপ্রিম-রায়ে খুশি ব্যবসায়ীরা, উদ্বিগ্ন পরিবেশবিদরা

ETV Bharat Logo

Copyright © 2025 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.