কুলতলি, 18 অগস্ট : কুলতলি সহ সুন্দরবন এলাকায় নিষিদ্ধ মাদক ব্যবসার রমরমা ৷ আর সেই মাদক ব্যবসাকে কেন্দ্র করে ক্রমেই দুষ্কৃতীদের দৌরাত্ম্য বেড়ে চলেছে কুলতলিতে ৷ যা নিয়ে একাধিক অভিযোগও জমা পড়েছিল কুলতলি সহ সুন্দরবন এলাকার বহু থানায় ৷ সেই অভিযোগের ভিত্তিতেই তদন্ত শুরু করে বারুইপুর জেলা পুলিশ ৷ সেই মতো গতকাল রাতে চাঁদপুরে হানা দিয়ে মাদক সহ এক দুষ্কৃতীকে গ্রেফতার করেছে কুলতলি থানার পুলিশ ৷
ক্রমেই মাদক চক্রের বাড়বাড়ন্ত বেড়েই চলেছে সুন্দরবন এবং তার আশপাশের এলাকায় ৷ আর সেই মাদক চক্রের তদন্তে নেমে বিপুল পরিমাণ মাদক সহ এক মাদক কারবারিকে গ্রেফতার করল কুলতলি থানার পুলিশ ৷ গোপন সূত্রে খবর পেয়ে, মঙ্গলবার রাতে কুলতলি থানার পুলিশ চাঁদপুর এলাকায় অভিযান চালায় ৷ সেখানে মুজিবর সদ্দার নামে এক মাদককারবারিকে গ্রেফতার করে পুলিশ ৷ সেই সঙ্গে তরল মাদক উদ্ধার করেছে তদন্তকারীরা ৷
আরও পড়ুন : Illegal drugs and and weapons : ডায়মন্ড হারবারে বেআইনি মাদক ও অস্ত্র সহ ধৃত 2
জানা গিয়েছে, উদ্ধার হওয়া মাদকের পরিমাণ প্রায় 6 লিটার ৷ এই বিপুল পরিমাণ মাদক সে কুলতলি সহ সুন্দরবন এলাকায় বিক্রির পরিকল্পনা করেছিল ৷ পুলিশ সূত্রে খবর, বেশ কয়েকদিন ধরেই মুজিবর সদ্দার নামে ওই মাদক কারবারি কুলতলিতে মাদকচক্রের জাল ছড়ানোর পরিকল্পনা করছিল ৷ এমনকি এর জন্য সে বেশ কয়েকজন স্থানীয় দুষ্কৃতীকে দলে নিয়েছিল ৷ গতকাল রাতে খবর পেয়ে মাদক সহ মুজিবরকে গ্রেফতার করেছে পুলিশ ৷