ডায়মন্ডহারবার, 7 ফেব্রুয়ারি: তৃণমূলের প্রার্থীতালিকা ঘিরে সংশয় ডায়মন্ডহারবারে (doubts about the list of two trinamool candidates in diamond Harbour municipality) । গত ৪ঠা ফেব্রুয়ারি ডায়মন্ডহারবার পৌরনির্বাচনে দু‘টি প্রার্থী তালিকা প্রকাশ করেছে শাসকদল। এই দু‘টি তালিকা ঘিরে সংশয় তৈরি হয়েছে । প্রথম তালিকায় থাকা কয়েকজন প্রার্থী বাদ পড়েছেন দ্বিতীয় তালিকায় । রাজ্য নেতৃত্ব দ্বিতীয় তালিকাকে মান্যতা দিলেও সংশয় কাটেনি ।
তৃণমূল সূত্রের খবর, প্রথম তালিকা প্রকাশের পর প্রার্থীদের সমর্থনে দেওয়াল লিখন শুরু হয়ে যায়। বাড়ি বাড়ি গিয়ে প্রচার শুরু করে দেন প্রার্থীরা। যেমন প্রথম তালিকায় 4নম্বর ওয়ার্ডে নাম ছিল বিদায়ী বোর্ডের প্রশাসকমণ্ডলীর সদস্য রাজর্ষি দাসের । তাঁর নাম দ্বিতীয় তালিকায় নেই । তবে তিনি দেওয়াল লিখন ও প্রচার শুরু করেছেন । বাড়ি বাড়ি গিয়ে শুনছেন বাসিন্দাদের বক্তব্য ।
একই ভাবে ডায়মন্ডহারবার পুরসভার 9 নম্বর ওয়ার্ডের প্রার্থী ঘিরে দোলাচলে এলাকাবাসী । প্রথম তালিকায় থাকা স্বপন দাসের নামে দেওয়াল লিখন হয়ে গিয়েছে। কিন্তু দ্বিতীয় তালিকায় 9 নম্বর ওয়ার্ডের নির্বাচনী প্রার্থী হিসাবে নাম রয়েছে পূর্ণেন্দু সরকারের । যা নিয়ে বিভ্রান্তি ছডিয়েছে । দলের কাছে স্থানীয় পুরসভা প্রকাশিত দ্বিতীয় তালিকা মান্যতা পেলেও প্রার্থী পূর্ণেন্দু সরকারের সঙ্গে কোনওরকম যোগাযোগ করা হয়নি । এই প্রসঙ্গে প্রার্থী পূর্ণেন্দু সরকার জানান , প্রথম তালিকায় থাকা প্রার্থীরা দেওয়াল লিখন শুরু করে দিয়েছেন । কিন্তু তাঁকে প্রার্থী করা হলেও, তাঁর কাছে কোনও তথ্য নেই । তাই এই বিভ্রান্তিকর পরিস্থিতি উচ্চ নেতৃত্বকে জানানো হয়েছে । দলীয় নেতৃত্বরা বিষয়টি গুরুত্ব দিয়ে দেখবেন ।
এই বিষয়ে ডায়মন্ডহারবার টাউন তৃণমূল যুব সভাপতি অমিত সাহা জানান, প্রথম তালিকাকে যে মান্যতা দেওয়া হয়েছে, তা দেওয়াল লিখন দেখেই পরিষ্কার । এই অবস্থায় ডায়মন্ডহারবার পুরসভায় শাসকদলের সমীকরণ কোথায় গিয়ে দাঁড়ায় সেটাই এখন দেখার ।