Gangasagar Mela 2023: গঙ্গাসাগর মেলাকে প্লাস্টিক মুক্ত ও পরিবেশবান্ধব করতে উদ্যোগী প্রশাসন - গঙ্গাসাগর মেলা 2023
এবার প্রথম থেকেই গঙ্গাসাগর মেলাকে(Gangasagar Mela 2023)প্লাস্টিক মুক্ত ও পরিবেশবান্ধব করার কথা বলেছিলেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় ৷ এবার সেই বিষয়ে জোর দিতেই শুরু হয়ে গেল জেলা প্রশাসনের তৎপরতা ৷
গঙ্গাসাগর, 25 ডিসেম্বর: আগামী 8 জানুয়ারি থেকে শুরু হচ্ছে গঙ্গাসাগর মেলা । এই মেলাকে কেন্দ্র করে সাগরে সাজো সাজো রব । 15 জানুয়ারি পর্যন্ত চলবে এই মেলা ৷ চলতি মাসেই গঙ্গাসাগর মেলা নিয়ে নবান্নে উচ্চপর্যায়ের বৈঠকে মেলাকে পরিবেশবান্ধব করার উপর বাড়তি জোর দিয়েছিলেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় । রাজ্য প্রশাসন সূত্রে খবর, নতুন বছর পড়লে প্রস্তুতি খতিয়ে দেখতে গঙ্গাসাগরে যেতে পারেন মুখ্যমন্ত্রী । যাবেন কপিলমুনির আশ্রমেও যেতে পারেন তিনি ৷
এই বিষয়েই রবিবার বিশেষ পদক্ষেপ নিল দক্ষিণ 24 পরগনা জেলা প্রশাসন(District Administration takes initiative to make Gangasagar Mela plastic free and eco friendly)৷ কপিলমুনি আশ্রম কর্তৃপক্ষ ও পুলিশ আধিকারিকদের সঙ্গে নিয়ে এদিন সচেতনতা বৃদ্ধির এক অনুষ্ঠানে যোগ দিয়ে সুন্দরবন উন্নয়নমন্ত্রী বঙ্কিমচন্দ্র হাজরা বলেন,"গঙ্গাসাগর মেলাকে সম্পূর্ণ প্লাস্টিক মুক্ত করার লক্ষ্যে পদক্ষেপ করা হবে । গঙ্গাসাগর মেলাকে প্লাসটিক মুক্ত ও পরিবেশবান্ধব হিসেবে গড়ে তুলতে বদ্ধপরিকর রাজ্য সরকার ৷ মেলায় আগত পুণ্যার্থীদের সকলকেই প্লাসটিক বর্জন ও প্লাস্টিক ব্যাগের বদলে কাগজের ব্যাগ প্রদান করা হবে ৷"
শুধু প্রশাসনই নয়, সাগর মেলাকে প্লাসটিক মুক্ত করতে এগিয়ে এসেছে বহু স্বেচ্ছাসেবী সংগঠনও । তাদের সঙ্গে বৈঠকও হয়েছে বেশ কয়েকবার । স্থানীয় পঞ্চায়েতের তরফ থেকেও একাধিক পদক্ষেপ নেওয়া হয়েছে বলে জানা গিয়েছে ।
আরও পড়ুন : গঙ্গাসাগর মেলা প্রাঙ্গণে কালীঘাট-সহ রাজ্যের 5টি মন্দিরের অস্থায়ী কাঠামো