ETV Bharat / state

Covid Vaccination : 100 শতাংশ টিকাকরণ সম্পূর্ণ, নজির ডায়মন্ডহারবার পৌরসভা

টিকা মিলছে না, লাইন দিয়ে দাঁড়িয়ে থাকতে হচ্ছে মানুষকে ৷ এমনকি কোথাও কোথাও তো রীতিমতো মারপিট চলছে করোনার টিকা নিতে গিয়ে ৷ সে ক্ষেত্রে ডায়মন্ডহারবার পৌরসভা ব্যতিক্রম ৷ শান্তিপূর্ণ ভাবে টিকাকরণ হয়েছে এখানে ৷

author img

By

Published : Aug 12, 2021, 9:50 PM IST

চলছে টিকাকরণ
চলছে টিকাকরণ

ডায়মন্ডহারবার, 12 অগস্ট : সব রকম প্রতিকূলতার মাঝেও রাজ্যে টিকাকরণে রেকর্ড গড়েছে ডায়মন্ডহারবার পৌরসভা ৷ খুব কম সময়ের মধ্যে এখানে 100 শতাংশ টিকাকরণ লক্ষ্যমাত্রা পূর্ণ করার কথা জানালেন পৌরসভার বিদায়ী চেয়ারপার্সন মীরা হালদার ৷

এমনকি যাঁরা ভ্যাকসিনেশন ক্যাম্পে আসতে পারছেন না, তাঁদের বাড়ি গিয়ে করোনা টিকা পৌঁছে দিয়ে নিমেষে কঠিন কাজ সহজ করেছে ডায়মন্ডহারবার পুর কর্তৃপক্ষ । এই পুরসভায় মোট 16 টি ওয়ার্ড । জনসংখ্যা 54 হাজার । এর মধ্যে আবার 43 হাজার বাসিন্দার বয়স 18-র ঊর্ধ্বে । প্রথম ডোজ পেয়ে গিয়েছেন পুর এলাকার সব বাসিন্দা । দ্বিতীয় ডোজ দেওয়ার কাজ চলছে । ইতিমধ্যে 25 শতাংশ বাসিন্দা দ্বিতীয় ডোজ নিয়েছেন । বলা হচ্ছে, স্বল্প সময়ের মধ্যে টিকাকরণের এহেন সাফল্যে রাজ্যে রীতিমতো নজির গড়েছে এই পৌরসভা । আর মুশকিল আসান করেছে "ভ্যাকসিন অন হুইলস" ।

আরও পড়ুন : Calcutta High Court : করোনা যোদ্ধাদের মৃত্য়ুতে ক্ষতিপূরণ, রাজ্য়কে আরও সক্রিয় হওয়ার নির্দেশ হাইকোর্টের

এখানে করোনার টিকাকরণ শুরু হয়েছিল 13 মে থেকে । প্রথমে দু'টি ওয়ার্ডের দু'টি কেন্দ্রে টিকা দেওয়া হচ্ছিল । তারপর কাজে গতি আনতে প্রতিটি ওয়ার্ডে আলাদা ক্যাম্প করে ভ্যাকসিনেশন শুরু হয় । এছাড়া চালু হয় – "ভ্যাকসিন অন হুইলস" । এতে এলাকার বৃদ্ধ, অসুস্থ মানুষের দুয়ারে করোনার টিকা নিয়ে হাজির হয়েছিলেন পৌরসভার স্বাস্থ্যকর্মীরা । একজন নোডাল অফিসারের নেতৃত্বে কাজ করতেন 24 জন সদস্যের একটি দল । তাঁদের সম্মিলিত প্রচেষ্টায় এই সাফল্য বলে মনে করছেন পৌরসভার স্বাস্থ্য বিশেষজ্ঞরা ।

নোডাল অফিসার দেবশঙ্কর পাণ্ডে জানিয়েছেন, টিকাকরণের জন্য তাঁর অধীনে কাজ করেছেন 4 জন ডেটা এন্ট্রি অপারেটর, 4 জন ফার্স্ট টায়ার সুপারভাইজার এবং 16 জন আশা কর্মী । এই দল নিয়ে গোটা ডায়মন্ডহারবার পৌরসভায় টিকাকরণ হয়েছে । বাকি সামান্য সংখ্যক পৌরবাসীর প্রথম ডোজ দেওয়ার কাজ চলছে এখনও । তবে রাজ্যের আর কোনও পৌরসভায় এত দ্রুত করোনার টিকাকরণ হয়নি বলেই দাবি ডায়মন্ড হারবার পৌরসভার । আর অনেক বাসিন্দা বাইরে থাকেন, বা অনেকেই করোনার কারণে টিকা নিতে পারেননি তাঁদের খোঁজ চলছে, জানিয়েছেন দেবশঙ্কর ৷

শান্তিপূর্ণ ভাবে দ্রুত টিকাকরণ সম্পূর্ণ করে নজির গড়েছে ডায়মন্ডহারবার পৌরসভা

বিদায়ী চেয়ারপার্সন মীরা হালদার জানালেন, বাড়ি বাড়ি গিয়ে প্রচার করে মানুষকে টিকা নিতে অনুরোধ করা হয়েছিল ৷ যাঁরা আসতে পারেননি, তাঁদের বাড়ি গিয়ে দিয়ে আসা হয়েছে ৷ আর এখানে টিকাকরণ শান্তিপূর্ণ ভাবে হয়েছে ৷

ডায়মন্ডহারবার, 12 অগস্ট : সব রকম প্রতিকূলতার মাঝেও রাজ্যে টিকাকরণে রেকর্ড গড়েছে ডায়মন্ডহারবার পৌরসভা ৷ খুব কম সময়ের মধ্যে এখানে 100 শতাংশ টিকাকরণ লক্ষ্যমাত্রা পূর্ণ করার কথা জানালেন পৌরসভার বিদায়ী চেয়ারপার্সন মীরা হালদার ৷

এমনকি যাঁরা ভ্যাকসিনেশন ক্যাম্পে আসতে পারছেন না, তাঁদের বাড়ি গিয়ে করোনা টিকা পৌঁছে দিয়ে নিমেষে কঠিন কাজ সহজ করেছে ডায়মন্ডহারবার পুর কর্তৃপক্ষ । এই পুরসভায় মোট 16 টি ওয়ার্ড । জনসংখ্যা 54 হাজার । এর মধ্যে আবার 43 হাজার বাসিন্দার বয়স 18-র ঊর্ধ্বে । প্রথম ডোজ পেয়ে গিয়েছেন পুর এলাকার সব বাসিন্দা । দ্বিতীয় ডোজ দেওয়ার কাজ চলছে । ইতিমধ্যে 25 শতাংশ বাসিন্দা দ্বিতীয় ডোজ নিয়েছেন । বলা হচ্ছে, স্বল্প সময়ের মধ্যে টিকাকরণের এহেন সাফল্যে রাজ্যে রীতিমতো নজির গড়েছে এই পৌরসভা । আর মুশকিল আসান করেছে "ভ্যাকসিন অন হুইলস" ।

আরও পড়ুন : Calcutta High Court : করোনা যোদ্ধাদের মৃত্য়ুতে ক্ষতিপূরণ, রাজ্য়কে আরও সক্রিয় হওয়ার নির্দেশ হাইকোর্টের

এখানে করোনার টিকাকরণ শুরু হয়েছিল 13 মে থেকে । প্রথমে দু'টি ওয়ার্ডের দু'টি কেন্দ্রে টিকা দেওয়া হচ্ছিল । তারপর কাজে গতি আনতে প্রতিটি ওয়ার্ডে আলাদা ক্যাম্প করে ভ্যাকসিনেশন শুরু হয় । এছাড়া চালু হয় – "ভ্যাকসিন অন হুইলস" । এতে এলাকার বৃদ্ধ, অসুস্থ মানুষের দুয়ারে করোনার টিকা নিয়ে হাজির হয়েছিলেন পৌরসভার স্বাস্থ্যকর্মীরা । একজন নোডাল অফিসারের নেতৃত্বে কাজ করতেন 24 জন সদস্যের একটি দল । তাঁদের সম্মিলিত প্রচেষ্টায় এই সাফল্য বলে মনে করছেন পৌরসভার স্বাস্থ্য বিশেষজ্ঞরা ।

নোডাল অফিসার দেবশঙ্কর পাণ্ডে জানিয়েছেন, টিকাকরণের জন্য তাঁর অধীনে কাজ করেছেন 4 জন ডেটা এন্ট্রি অপারেটর, 4 জন ফার্স্ট টায়ার সুপারভাইজার এবং 16 জন আশা কর্মী । এই দল নিয়ে গোটা ডায়মন্ডহারবার পৌরসভায় টিকাকরণ হয়েছে । বাকি সামান্য সংখ্যক পৌরবাসীর প্রথম ডোজ দেওয়ার কাজ চলছে এখনও । তবে রাজ্যের আর কোনও পৌরসভায় এত দ্রুত করোনার টিকাকরণ হয়নি বলেই দাবি ডায়মন্ড হারবার পৌরসভার । আর অনেক বাসিন্দা বাইরে থাকেন, বা অনেকেই করোনার কারণে টিকা নিতে পারেননি তাঁদের খোঁজ চলছে, জানিয়েছেন দেবশঙ্কর ৷

শান্তিপূর্ণ ভাবে দ্রুত টিকাকরণ সম্পূর্ণ করে নজির গড়েছে ডায়মন্ডহারবার পৌরসভা

বিদায়ী চেয়ারপার্সন মীরা হালদার জানালেন, বাড়ি বাড়ি গিয়ে প্রচার করে মানুষকে টিকা নিতে অনুরোধ করা হয়েছিল ৷ যাঁরা আসতে পারেননি, তাঁদের বাড়ি গিয়ে দিয়ে আসা হয়েছে ৷ আর এখানে টিকাকরণ শান্তিপূর্ণ ভাবে হয়েছে ৷

ETV Bharat Logo

Copyright © 2024 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.