ETV Bharat / state

Diamond Harbour MP Cup : প্রাকৃতিক দুর্যোগে পিছোল ডায়মন্ড হারবার এমপি কাপ ফুটবল প্রতিযোগিতা - Diamond Harbour MP Cup

গত বছর করোনা সংক্রমণের কারণে বন্ধ থাকলেও, এ বছর ফের আয়োজন করা হয়েছে ডায়মন্ড হারবার এমপি কাপ ফুটবল প্রতিযোগিতার ৷ কিন্তু, ঘূর্ণিঝড় জাওয়াদের প্রভাবে (Cyclone Jawad Effect) দক্ষিণ 24 পরগনায় ভারী বৃষ্টির সতর্কতা জারি করা হয়েছে ৷ তাই প্রতিযোগিতা সাময়িকভাবে কয়েকদিনের জন্য পিছিয়ে দেওয়া হয়েছে (Diamond Harbour MP Cup 2021 Postponed) ৷

Diamond Harbour MP Cup 2021 Postpone
ডায়মন্ড হারবার এমপি কাপ ফুটবল প্রতিযোগিতা
author img

By

Published : Dec 5, 2021, 10:55 AM IST

ডায়মন্ড হারবার, 5 ডিসেম্বর : ঘূর্ণিঝড় জাওয়াদের (Cyclone Jawad Effect) জেরে আবহাওয়ার অবনতি হওয়ায় ডায়মন্ড হারবার এমপি কাপের উদ্বোধনের অনুষ্ঠান পিছিয়ে দেওয়া হল ৷ আজ অর্থাৎ, 5 ডিসেম্বর থেকে ডায়মন্ড হারবার লোকসভা কেন্দ্রের মোট 128টি দল নিয়ে এই ফুটবল প্রতিযোগিতার আয়োজন হওয়ার কথা ছিল ৷ কিন্তু, প্রাকৃতিক দুর্যোগের কারণে 4 ডিসেম্বর এর উদ্বোধনী অনুষ্ঠান স্থগিত রাখা হয়েছে (Diamond Harbour MP Cup 2021 Postponed) ৷ বদলে আগামী 10 ডিসেম্বর অভিষেক বন্দ্যোপাধ্যায় এমপি কাপের উদ্বোধন করবেন ৷ সাংসদ অভিষেক বন্দ্যোপাধ্যায়ের উদ্যোগে 2017 সাল থেকে এই এমপি কাপের আয়োজন করা হচ্ছে ৷ 30 ডিসেম্বর বাটানগর নিউল্যান্ড স্টেডিয়ামে এই প্রতিযোগিতার ফাইনাল হওয়ার কথা ৷

2017 সাল থেকে তাঁর লোকসভা কেন্দ্রের প্রতিটি বিধানসভাকে নিয়ে এমপি কাপ ফুটবল প্রতিযোগিতার শুরু করেন ডায়মন্ড হারবারের সাংসদ অভিষেক বন্দ্যোপাধ্যায়। কিন্তু, করোনার জেরে গত বছর এই প্রতিযোগিতা বন্ধ রাখা হয় ৷ এ বার কোভিডবিধি মেনে 2021এ ফের প্রতিযোগিতার আয়োজন করা হয়েছে (Diamond Harbour MP Cup Football Tournament 2021) ৷ টানা এক মাস ধরে চলবে এই ফুটবল প্রতিযোগিতা ৷ 5 ডিসেম্বর অর্থাৎ, আজ থেকে এই প্রতিযোগিতা শুরু হওয়ার কথা ছিল ৷ কিন্তু, ঘূর্ণিঝড় জাওয়াদের কারণে আবহাওয়ার অবনতি হওয়ায় উদ্বোধন থেকে শুরু করে খেলা সবই পিছিয়ে দেওয়া হয়েছে ৷

আরও পড়ুন : Cyclone Jawad : সমুদ্রে জলোচ্ছ্বাস, গঙ্গাসাগরে অস্থায়ী দোকানঘর বাঁচাতে মরিয়া প্রয়াস ব্যবসায়ীদের

আগামী 10 ডিসেম্বর এমপি কাপ ফুটবল প্রতিযোগিতার উদ্বোধন করবেন অভিষেক বন্দ্যোপাধ্যায় ৷ এই উদ্বোধনী অনুষ্ঠানে সঙ্গীত শিল্পী সোনু নিগম পারফর্ম করবেন ৷ 30 ডিসেম্বর মহেশতলার বাটানগর নিউল্যান্ড স্টেডিয়াম প্রতিযোগিতার ফাইনাল ম্যাচ রয়েছে ৷ সেখানেও হবে নক্ষত্র সমাবেশ ৷ এখন তারই চূড়ান্ত প্রস্তুতি চলছে ৷ এ নিয়ে ডায়মন্ড হারবার 2 নম্বর ব্লকের সভাপতি বলেন, ‘‘তরুণ ও যুব সমাজকে মাঠ মুখী করতেই অভিষেক বন্দ্যোপাধ্যায়ের এই উদ্যোগ ৷ ডায়মন্ড হারবার লোকসভার অধীন সাতটি বিধানসভা কেন্দ্রের মোট 128টি দল অংশ নিচ্ছে এই টুর্নামেন্টে ৷ স্থানীয় খেলোয়াড়দের সঙ্গে বড় দলগুলির হয়ে খেলা ফুটবলাররাও অংশ নেবেন ৷ সম্পূর্ণ কোভিডবিধি মেনেই চলবে এই আকর্ষণীয় ফুটবল প্রতিযোগিতা ৷’’

ডায়মন্ড হারবার, 5 ডিসেম্বর : ঘূর্ণিঝড় জাওয়াদের (Cyclone Jawad Effect) জেরে আবহাওয়ার অবনতি হওয়ায় ডায়মন্ড হারবার এমপি কাপের উদ্বোধনের অনুষ্ঠান পিছিয়ে দেওয়া হল ৷ আজ অর্থাৎ, 5 ডিসেম্বর থেকে ডায়মন্ড হারবার লোকসভা কেন্দ্রের মোট 128টি দল নিয়ে এই ফুটবল প্রতিযোগিতার আয়োজন হওয়ার কথা ছিল ৷ কিন্তু, প্রাকৃতিক দুর্যোগের কারণে 4 ডিসেম্বর এর উদ্বোধনী অনুষ্ঠান স্থগিত রাখা হয়েছে (Diamond Harbour MP Cup 2021 Postponed) ৷ বদলে আগামী 10 ডিসেম্বর অভিষেক বন্দ্যোপাধ্যায় এমপি কাপের উদ্বোধন করবেন ৷ সাংসদ অভিষেক বন্দ্যোপাধ্যায়ের উদ্যোগে 2017 সাল থেকে এই এমপি কাপের আয়োজন করা হচ্ছে ৷ 30 ডিসেম্বর বাটানগর নিউল্যান্ড স্টেডিয়ামে এই প্রতিযোগিতার ফাইনাল হওয়ার কথা ৷

2017 সাল থেকে তাঁর লোকসভা কেন্দ্রের প্রতিটি বিধানসভাকে নিয়ে এমপি কাপ ফুটবল প্রতিযোগিতার শুরু করেন ডায়মন্ড হারবারের সাংসদ অভিষেক বন্দ্যোপাধ্যায়। কিন্তু, করোনার জেরে গত বছর এই প্রতিযোগিতা বন্ধ রাখা হয় ৷ এ বার কোভিডবিধি মেনে 2021এ ফের প্রতিযোগিতার আয়োজন করা হয়েছে (Diamond Harbour MP Cup Football Tournament 2021) ৷ টানা এক মাস ধরে চলবে এই ফুটবল প্রতিযোগিতা ৷ 5 ডিসেম্বর অর্থাৎ, আজ থেকে এই প্রতিযোগিতা শুরু হওয়ার কথা ছিল ৷ কিন্তু, ঘূর্ণিঝড় জাওয়াদের কারণে আবহাওয়ার অবনতি হওয়ায় উদ্বোধন থেকে শুরু করে খেলা সবই পিছিয়ে দেওয়া হয়েছে ৷

আরও পড়ুন : Cyclone Jawad : সমুদ্রে জলোচ্ছ্বাস, গঙ্গাসাগরে অস্থায়ী দোকানঘর বাঁচাতে মরিয়া প্রয়াস ব্যবসায়ীদের

আগামী 10 ডিসেম্বর এমপি কাপ ফুটবল প্রতিযোগিতার উদ্বোধন করবেন অভিষেক বন্দ্যোপাধ্যায় ৷ এই উদ্বোধনী অনুষ্ঠানে সঙ্গীত শিল্পী সোনু নিগম পারফর্ম করবেন ৷ 30 ডিসেম্বর মহেশতলার বাটানগর নিউল্যান্ড স্টেডিয়াম প্রতিযোগিতার ফাইনাল ম্যাচ রয়েছে ৷ সেখানেও হবে নক্ষত্র সমাবেশ ৷ এখন তারই চূড়ান্ত প্রস্তুতি চলছে ৷ এ নিয়ে ডায়মন্ড হারবার 2 নম্বর ব্লকের সভাপতি বলেন, ‘‘তরুণ ও যুব সমাজকে মাঠ মুখী করতেই অভিষেক বন্দ্যোপাধ্যায়ের এই উদ্যোগ ৷ ডায়মন্ড হারবার লোকসভার অধীন সাতটি বিধানসভা কেন্দ্রের মোট 128টি দল অংশ নিচ্ছে এই টুর্নামেন্টে ৷ স্থানীয় খেলোয়াড়দের সঙ্গে বড় দলগুলির হয়ে খেলা ফুটবলাররাও অংশ নেবেন ৷ সম্পূর্ণ কোভিডবিধি মেনেই চলবে এই আকর্ষণীয় ফুটবল প্রতিযোগিতা ৷’’

ETV Bharat Logo

Copyright © 2025 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.