ETV Bharat / state

Complicated Surgery: খাদ্যনালীতে আটকে সেফটিপিন, জটিল অস্ত্রোপচারে 'জীবনদান' শিশুর

খেলতে খেলতে সেফটিপিন গিলে ফেলায় প্রাণ সংশয় হয়েছিল আড়াই বছরের শিশুর ৷ জটিল অস্ত্রোপচার করে খাদ্যনালী থেকে খোলা সেফটিপিন বের করে সৌরনীলকে নবজীবন দিল ডায়মন্ড হারবার হাসপাতালের চিকিৎসকরা(Complicated Surgery)৷

south 24 pargana
মায়ের কোলে সৌরনীল
author img

By

Published : Jul 26, 2022, 10:00 PM IST

ডায়মন্ড হারবার, 26 জুলাই: খাদ্যনালী থেকে খোলা সেফটিপিন বের করে আড়াই বছরের শিশুর প্রাণ বাঁচাল ডায়মন্ড হারবার মেডিক্যাল কলেজ ও হাসপাতাল(Diamond Harbour Medical College and Hospital saved a childs life after complex surgery)৷ দেড় ঘণ্টার চেষ্টায় সৌরনীল জানা নামে ওই শিশুটির গলা থেকে খোলা সেফটিপিনটি বের করেন চিকিৎসকরা ৷

দক্ষিণ 24 পরগনার গঙ্গাসাগরের রুদ্রনগর এলাকার বাসিন্দা দীপঙ্কর ও সুজাতা জানার আড়াই বছরের ছেলে সৌরনীল ৷ সোমবার খেলতে খেলতে হঠাৎই একটি সেফটিপিন খেয়ে ফেলে । ঘটনা জানতে পেরে সৌরনীলের জেঠু তা বের করতে চেষ্টা করলে সেফটিপিনটি আরও ভিতরে ঢুকে যায় ৷ এরপর তড়িঘড়ি গঙ্গাসাগর প্রাথমিক স্বাস্থ্যকেন্দ্রে নিয়ে যাওয়া হয় সৌরনীলকে ৷ সেখানে এক্স-রে করে দেখা যায় সেফটিপিনটি মুখ খোলা অবস্থায় খাদ্যনালীতে আটকে রয়েছে ৷ কিন্তু সেখানে এই জটিল অস্ত্রোপচারের পরিকাঠামো না-থাকায় সৌরনীলকে ডায়মন্ড হারবারে নিয়ে যেতে নির্দেশ দেন চিকিৎসক ৷

জটিল অস্ত্রোপচারে বাচ্চার প্রাণ ফেরানোর পর চিকিৎসক ও বাচ্চার বাবার প্রতিক্রিয়া

এরপর তাকে নিয়ে আসা হয় ডায়মন্ড হারবার মেডিক্যাল কলেজ ও হাসপাতালে । সেখানে চিকিৎসক দীপ্তেন পাল, সোহম বন্দ্যোপাধ্যায় ও রূপম জানার দেড় ঘণ্টার প্রচেষ্টায় সার্জারির মাধ্যমে খাদ্যনালী থেকে বের করা হয় খোলা সেফটিপিনটিকে । মূলত এই ধরনের সার্জারি করতে সাধারণত যেতে হয় কলকাতায় ৷ কিন্তু ডায়মন্ড হারবার মেডিকেল কলেজ ও হাসপাতালের এই সাফল্যে খুশি জেলাবাসী ৷ অস্ত্রোপচারের পর সুস্থ রয়েছে সৌরনীল ৷ প্রায়ই এই ধরনের ঘটনা সামনে আসায় চিকিৎসকরা অভিভাবকদের সাবধান হওয়ার নির্দেশ দিয়েছেন ৷

আরও পড়ুন : এক বছরের শিশুর খাদ্যনালীতে সেফটিপিন, সফল অস্ত্রোপচার

ডায়মন্ড হারবার, 26 জুলাই: খাদ্যনালী থেকে খোলা সেফটিপিন বের করে আড়াই বছরের শিশুর প্রাণ বাঁচাল ডায়মন্ড হারবার মেডিক্যাল কলেজ ও হাসপাতাল(Diamond Harbour Medical College and Hospital saved a childs life after complex surgery)৷ দেড় ঘণ্টার চেষ্টায় সৌরনীল জানা নামে ওই শিশুটির গলা থেকে খোলা সেফটিপিনটি বের করেন চিকিৎসকরা ৷

দক্ষিণ 24 পরগনার গঙ্গাসাগরের রুদ্রনগর এলাকার বাসিন্দা দীপঙ্কর ও সুজাতা জানার আড়াই বছরের ছেলে সৌরনীল ৷ সোমবার খেলতে খেলতে হঠাৎই একটি সেফটিপিন খেয়ে ফেলে । ঘটনা জানতে পেরে সৌরনীলের জেঠু তা বের করতে চেষ্টা করলে সেফটিপিনটি আরও ভিতরে ঢুকে যায় ৷ এরপর তড়িঘড়ি গঙ্গাসাগর প্রাথমিক স্বাস্থ্যকেন্দ্রে নিয়ে যাওয়া হয় সৌরনীলকে ৷ সেখানে এক্স-রে করে দেখা যায় সেফটিপিনটি মুখ খোলা অবস্থায় খাদ্যনালীতে আটকে রয়েছে ৷ কিন্তু সেখানে এই জটিল অস্ত্রোপচারের পরিকাঠামো না-থাকায় সৌরনীলকে ডায়মন্ড হারবারে নিয়ে যেতে নির্দেশ দেন চিকিৎসক ৷

জটিল অস্ত্রোপচারে বাচ্চার প্রাণ ফেরানোর পর চিকিৎসক ও বাচ্চার বাবার প্রতিক্রিয়া

এরপর তাকে নিয়ে আসা হয় ডায়মন্ড হারবার মেডিক্যাল কলেজ ও হাসপাতালে । সেখানে চিকিৎসক দীপ্তেন পাল, সোহম বন্দ্যোপাধ্যায় ও রূপম জানার দেড় ঘণ্টার প্রচেষ্টায় সার্জারির মাধ্যমে খাদ্যনালী থেকে বের করা হয় খোলা সেফটিপিনটিকে । মূলত এই ধরনের সার্জারি করতে সাধারণত যেতে হয় কলকাতায় ৷ কিন্তু ডায়মন্ড হারবার মেডিকেল কলেজ ও হাসপাতালের এই সাফল্যে খুশি জেলাবাসী ৷ অস্ত্রোপচারের পর সুস্থ রয়েছে সৌরনীল ৷ প্রায়ই এই ধরনের ঘটনা সামনে আসায় চিকিৎসকরা অভিভাবকদের সাবধান হওয়ার নির্দেশ দিয়েছেন ৷

আরও পড়ুন : এক বছরের শিশুর খাদ্যনালীতে সেফটিপিন, সফল অস্ত্রোপচার

ETV Bharat Logo

Copyright © 2024 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.