ETV Bharat / state

SSC Recruitment Scam: নিয়োগ দুর্নীতিতে সংযোজন! ওএমআর শিট কারচুপিতে ডায়মন্ড হারবারের কাউন্সিলরের নাম - বিচারপতি অভিজিৎ গঙ্গোপাধ্যায়ের এজলাস

স্কুলে ক্লার্কের চাকরি করেন কাউন্সিলর ৷ তদন্তে তেমনটাই জানা গিয়েছে ৷ ওএমআর শিট প্রকাশ্যে আসতেই ধরা পড়ে ডায়মন্ড হারবারের কাউন্সিলর অবৈধ উপায়ে হটুগঞ্জের মহারাজ নরেন্দ্র কৃষ্ণ হাইস্কুলে ক্লার্কের চাকরি পেয়েছেন (OMR Sheet Manipulation in SSC Recruitment) ৷

SSC Recruitment Scam
অমিত সাহা
author img

By

Published : Mar 10, 2023, 4:34 PM IST

ডায়মন্ড হারবার, 10 মার্চ: নিয়োগ দুর্নীতিতে নাম জড়াল ডায়মন্ড হারবার পৌরসভার 13 নম্বর ওয়ার্ডের কাউন্সিলর অমিত সাহার ৷ সম্প্রতি, উত্তরপত্রে কারচুপি করে হটুগঞ্জের মহারাজ নরেন্দ্র কৃষ্ণ হাইস্কুলে ক্লার্কের চাকরি পাওয়ার অভিযোগ উঠেছে তাঁর বিরুদ্ধে ৷ জানা গিয়েছে, বিচারপতি অভিজিৎ গঙ্গোপাধ্যায়ের এজলাসে গ্রুপ সি-এর ওএমআর শিট প্রকাশের নির্দেশ দেওয়া হয় ৷ আর সেখানেই ডায়মন্ড হারবারের টাউন তৃণমূল কংগ্রেসের সভাপতি অমিত সাহার নাম উঠে আসে ৷ তিনি ডায়মন্ড হারবার পৌরসভার 13 নম্বর ওয়ার্ডের কাউন্সিলর এবং দক্ষিণ 24 পরগনার তৃণমূল ছাত্র পরিষদের সভাপতি (Diamond Harbour Councillor alleged connection in SSC Recruitment Scam) ৷

ওএমআর শিট প্রকাশ করতেই দেখা যায় মোট সাতটি প্রশ্নের উত্তর দিয়েছেন এই তৃণমূল নেতা ৷ আর তারপরেই তাঁর চাকরি হয় হটুগঞ্জ হাই স্কুলে ৷ শুক্রবার কলকাতা হাইকোর্টের ওই মামলার শুনানি রয়েছে ৷ এদিন সকাল থেকে কাউন্সিলরের বাড়িতে তালা ঝুলছে ৷ কাউন্সিলরের সঙ্গে ফোনে যোগাযোগ করার চেষ্টা করলে সেই ফোন বন্ধ ৷ বিতর্কিত কাউন্সিলরের বাড়ির প্রতিবেশী বা বাড়ির লোকজন- কাউকে কিছু জিজ্ঞেস করলে কোনও সদুত্তর মেলেনি ৷ এই সুযোগে সুর চড়িয়েছে বিরোধীরা ৷

আরও পড়ুন: 'কিছু দুষ্কৃতী মিলে রাজ্যটাকে ধ্বংস করে দেবে'; কুন্তলকে নিয়ে ক্ষোভ বিচারপতি গঙ্গোপাধ্যায়ের

স্কুলটির প্রধানশিক্ষিকা আশাপূর্ণা হালদার মাইতি বলেন, "এই বিষয়ে আমি কিছু জানি না ৷ আমি 2022 সালে এই স্কুলের দায়িত্ব পাই ৷ কীভাবে চাকরি পেয়েছে, এ বিষয়ে আমি কিছু জানি না ৷ গতকাল স্কুলে এসেছিল অমিত সাহা ৷ আজ স্কুলে আসেনি ৷" আর এই বিষয়ে ডায়মন্ড হারবার সাংগঠনিক জেলার বিজেপির সভাপতি সুফল খাটুয়া বলেন, "এর আগে নিয়োগ দুর্নীতিতে নাম জড়িয়ে ছিল রাজ্যের শাসক দল তৃণমূল কংগ্রেসের ৷ এবার নিয়োগ দুর্নীতিতে প্রত্যক্ষভাবে নাম জড়াল ডায়মন্ড হারবার টাউন তৃণমূল কংগ্রেসের যুব সভাপতি তথা ডায়মন্ড হারবার পৌরসভা 13 নম্বর ওয়ার্ডের কাউন্সিলর অমিত সাহার ৷ রাজ্যের শাসকদল টাকার বিনিময়ে মেধাকে আড়াল করে চাকরি বিলিয়েছে ৷ শুধু তাই নয় রাজ্যের শাসকদলের নেতা ও কর্মীদের চাকরি দিয়েছে তৃণমূল কংগ্রেস ৷ তদন্ত শুরু হয়েছে ৷ দক্ষিণ 24 পরগনা থেকে ধীরে ধীরে আরও অমিতের নাম উঠে আসবে ।" যদিও এই বিষয়ে তৃণমূলের পক্ষ থেকে কেউ মুখ খোলেনি ৷

ডায়মন্ড হারবার, 10 মার্চ: নিয়োগ দুর্নীতিতে নাম জড়াল ডায়মন্ড হারবার পৌরসভার 13 নম্বর ওয়ার্ডের কাউন্সিলর অমিত সাহার ৷ সম্প্রতি, উত্তরপত্রে কারচুপি করে হটুগঞ্জের মহারাজ নরেন্দ্র কৃষ্ণ হাইস্কুলে ক্লার্কের চাকরি পাওয়ার অভিযোগ উঠেছে তাঁর বিরুদ্ধে ৷ জানা গিয়েছে, বিচারপতি অভিজিৎ গঙ্গোপাধ্যায়ের এজলাসে গ্রুপ সি-এর ওএমআর শিট প্রকাশের নির্দেশ দেওয়া হয় ৷ আর সেখানেই ডায়মন্ড হারবারের টাউন তৃণমূল কংগ্রেসের সভাপতি অমিত সাহার নাম উঠে আসে ৷ তিনি ডায়মন্ড হারবার পৌরসভার 13 নম্বর ওয়ার্ডের কাউন্সিলর এবং দক্ষিণ 24 পরগনার তৃণমূল ছাত্র পরিষদের সভাপতি (Diamond Harbour Councillor alleged connection in SSC Recruitment Scam) ৷

ওএমআর শিট প্রকাশ করতেই দেখা যায় মোট সাতটি প্রশ্নের উত্তর দিয়েছেন এই তৃণমূল নেতা ৷ আর তারপরেই তাঁর চাকরি হয় হটুগঞ্জ হাই স্কুলে ৷ শুক্রবার কলকাতা হাইকোর্টের ওই মামলার শুনানি রয়েছে ৷ এদিন সকাল থেকে কাউন্সিলরের বাড়িতে তালা ঝুলছে ৷ কাউন্সিলরের সঙ্গে ফোনে যোগাযোগ করার চেষ্টা করলে সেই ফোন বন্ধ ৷ বিতর্কিত কাউন্সিলরের বাড়ির প্রতিবেশী বা বাড়ির লোকজন- কাউকে কিছু জিজ্ঞেস করলে কোনও সদুত্তর মেলেনি ৷ এই সুযোগে সুর চড়িয়েছে বিরোধীরা ৷

আরও পড়ুন: 'কিছু দুষ্কৃতী মিলে রাজ্যটাকে ধ্বংস করে দেবে'; কুন্তলকে নিয়ে ক্ষোভ বিচারপতি গঙ্গোপাধ্যায়ের

স্কুলটির প্রধানশিক্ষিকা আশাপূর্ণা হালদার মাইতি বলেন, "এই বিষয়ে আমি কিছু জানি না ৷ আমি 2022 সালে এই স্কুলের দায়িত্ব পাই ৷ কীভাবে চাকরি পেয়েছে, এ বিষয়ে আমি কিছু জানি না ৷ গতকাল স্কুলে এসেছিল অমিত সাহা ৷ আজ স্কুলে আসেনি ৷" আর এই বিষয়ে ডায়মন্ড হারবার সাংগঠনিক জেলার বিজেপির সভাপতি সুফল খাটুয়া বলেন, "এর আগে নিয়োগ দুর্নীতিতে নাম জড়িয়ে ছিল রাজ্যের শাসক দল তৃণমূল কংগ্রেসের ৷ এবার নিয়োগ দুর্নীতিতে প্রত্যক্ষভাবে নাম জড়াল ডায়মন্ড হারবার টাউন তৃণমূল কংগ্রেসের যুব সভাপতি তথা ডায়মন্ড হারবার পৌরসভা 13 নম্বর ওয়ার্ডের কাউন্সিলর অমিত সাহার ৷ রাজ্যের শাসকদল টাকার বিনিময়ে মেধাকে আড়াল করে চাকরি বিলিয়েছে ৷ শুধু তাই নয় রাজ্যের শাসকদলের নেতা ও কর্মীদের চাকরি দিয়েছে তৃণমূল কংগ্রেস ৷ তদন্ত শুরু হয়েছে ৷ দক্ষিণ 24 পরগনা থেকে ধীরে ধীরে আরও অমিতের নাম উঠে আসবে ।" যদিও এই বিষয়ে তৃণমূলের পক্ষ থেকে কেউ মুখ খোলেনি ৷

ETV Bharat Logo

Copyright © 2024 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.