ETV Bharat / state

Diamond Harbour TMC: প্রয়াত ডায়মন্ড হারবার 1 ব্লক তৃণমূল সভাপতি, শ্রদ্ধাজ্ঞাপন অভিষেকের

author img

By

Published : Sep 25, 2022, 5:34 PM IST

এসএসকেএমে মৃত্যু হল ডায়মন্ড হারবার তৃণমূলের ব্লক সভাপতি উমাপদ পুরকাইতের(Diamond Harbour TMC)৷ ঘটনায় শোকপ্রকাশ করলেন ডায়মন্ড হারবারের তৃণমূল সাংসদ অভিষেক বন্দ্যোপাধ্যায় ৷

Etv Bharat
প্রয়াত ডায়মন্ড হারবার 1 ব্লক তৃণমূল সভাপতি

ডায়মন্ড হারবার, 25 সেপ্টেম্বর: ব্লক সভাপতির মৃত্যুতে শোকের ছায়া ডায়মন্ড হারবার তৃণমূলে(Diamond Harbour TMC)৷ টানা তিনদিনের লড়াই শেষে মারা গেলেন ডায়মন্ড হারবার 1 নম্বর ব্লক তৃণমূল কংগ্রেসের সভাপতি তথা দক্ষিণ 24 পরগনা জেলা পরিষদের কর্মাধ্যক্ষ উমাপদ পুরকাইত(Diamond Harbour 1 Block TMC President Umapada Purkait Passes Away)। থেমে গেল টানা 51 বছরের রাজনৈতিক জীবন ।

কংগ্রেস থেকেই রাজনৈতিক জীবনে হাতেখড়ি ৷ তারপর 1998 সালে কংগ্রেস ভেঙে মমতা বন্দ্যোপাধ্যায় গঠন করেন তৃণমূল কংগ্রেস । সেই সময় থেকেই মমতা বন্দ্যোপাধ্যায়ের সঙ্গে তৃণমূল রাজনীতির সঙ্গে যুক্ত উমাপদ পুরকাইত । এরপর 2003 সালে জেলা পরিষদের সদস্য হন উমাপদ তিনি । 2018 সালে জেলা পরিষদের মৎস্য ও প্রাণী সম্পদের কর্মাধ্যক্ষ ও ডায়মন্ড হারবার 1 নম্বর ব্লকের সভাপতি হন ।

আরও পড়ুন : মদ্যপ পিসেমশাইয়ের মারে মৃত্যু শিশুর, আশঙ্কাজনক 1

বৃহস্পতিবার দলীয় কার্যকলাপ শেষে বাড়ি ফেরার সময় বুকে ব্যথা ও শারীরিক অসুস্থতা বোধ করেন উমাপদবাবু ৷ এরপর তড়িঘড়ি প্রাথমিক চিকিৎসার জন্য ডায়মন্ড হারবার মেডিক্যাল কলেজে নিয়ে আসা হয় তাঁকে । সেখানে তাঁর অবস্থার অবনতি হওয়ায় কলকাতায় স্থানান্তরিত করা হয় । টানা তিনদিনের মৃ্ত্যুর সঙ্গে লড়াইয়ে হার মানেন তিনি ৷ রবিবার কলকাতা এসএসকেএমে মৃত্যু হয় তাঁর ।

সোশাল মিডিয়ায় শোকবার্তা দেন ডায়মন্ড হারবারের সাংসদ অভিষেক বন্দ্যোপাধ্যায় । ডায়মন্ড হারবার 1 নম্বর ব্লকের যুব সভাপতি গৌতম অধিকারী বলেন,"উমাপদ পুরকাইত আমার রাজনৈতিক গুরু । ওনার হাত ধরেই আমরা তৃণমূলে যোগদান করেছি । আমার রাজনৈতিক জীবনের অভিভাবককে হারিয়ে আমি শোকাহত । আজ মনে হচ্ছে দলের অমূল্য সম্পদ হারালাম । ওনার আত্মার শান্তি কামনা করি ।"

আরও পড়ুন : সিপিএম পঞ্চায়েত সদস্যাকে টেনে হিঁচড়ে অনুন্নয়নের জবাব চাইলেন গ্রামবাসী !

ডায়মন্ড হারবার, 25 সেপ্টেম্বর: ব্লক সভাপতির মৃত্যুতে শোকের ছায়া ডায়মন্ড হারবার তৃণমূলে(Diamond Harbour TMC)৷ টানা তিনদিনের লড়াই শেষে মারা গেলেন ডায়মন্ড হারবার 1 নম্বর ব্লক তৃণমূল কংগ্রেসের সভাপতি তথা দক্ষিণ 24 পরগনা জেলা পরিষদের কর্মাধ্যক্ষ উমাপদ পুরকাইত(Diamond Harbour 1 Block TMC President Umapada Purkait Passes Away)। থেমে গেল টানা 51 বছরের রাজনৈতিক জীবন ।

কংগ্রেস থেকেই রাজনৈতিক জীবনে হাতেখড়ি ৷ তারপর 1998 সালে কংগ্রেস ভেঙে মমতা বন্দ্যোপাধ্যায় গঠন করেন তৃণমূল কংগ্রেস । সেই সময় থেকেই মমতা বন্দ্যোপাধ্যায়ের সঙ্গে তৃণমূল রাজনীতির সঙ্গে যুক্ত উমাপদ পুরকাইত । এরপর 2003 সালে জেলা পরিষদের সদস্য হন উমাপদ তিনি । 2018 সালে জেলা পরিষদের মৎস্য ও প্রাণী সম্পদের কর্মাধ্যক্ষ ও ডায়মন্ড হারবার 1 নম্বর ব্লকের সভাপতি হন ।

আরও পড়ুন : মদ্যপ পিসেমশাইয়ের মারে মৃত্যু শিশুর, আশঙ্কাজনক 1

বৃহস্পতিবার দলীয় কার্যকলাপ শেষে বাড়ি ফেরার সময় বুকে ব্যথা ও শারীরিক অসুস্থতা বোধ করেন উমাপদবাবু ৷ এরপর তড়িঘড়ি প্রাথমিক চিকিৎসার জন্য ডায়মন্ড হারবার মেডিক্যাল কলেজে নিয়ে আসা হয় তাঁকে । সেখানে তাঁর অবস্থার অবনতি হওয়ায় কলকাতায় স্থানান্তরিত করা হয় । টানা তিনদিনের মৃ্ত্যুর সঙ্গে লড়াইয়ে হার মানেন তিনি ৷ রবিবার কলকাতা এসএসকেএমে মৃত্যু হয় তাঁর ।

সোশাল মিডিয়ায় শোকবার্তা দেন ডায়মন্ড হারবারের সাংসদ অভিষেক বন্দ্যোপাধ্যায় । ডায়মন্ড হারবার 1 নম্বর ব্লকের যুব সভাপতি গৌতম অধিকারী বলেন,"উমাপদ পুরকাইত আমার রাজনৈতিক গুরু । ওনার হাত ধরেই আমরা তৃণমূলে যোগদান করেছি । আমার রাজনৈতিক জীবনের অভিভাবককে হারিয়ে আমি শোকাহত । আজ মনে হচ্ছে দলের অমূল্য সম্পদ হারালাম । ওনার আত্মার শান্তি কামনা করি ।"

আরও পড়ুন : সিপিএম পঞ্চায়েত সদস্যাকে টেনে হিঁচড়ে অনুন্নয়নের জবাব চাইলেন গ্রামবাসী !

ETV Bharat Logo

Copyright © 2024 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.