বারুইপুর, 2 ফেব্রুয়ারি : আজ বারুইপুরে বিজেপির যোগদান মেলায় দেখা মিলল ডায়মন্ড হারবারের বিধায়ক দীপক হালদারের । গতকাল তৃণমূল থেকে পদত্যাগ করার পর তাঁর বিজেপিতে যোগ দেওয়ার জল্পনা শুরু হয়েছিল ৷ আজ তাঁর হাতে দলীয় পতাকা তুলে দিয়ে বিজেপিতে স্বাগত জানান দলের সর্বভারতীয় সহ-সভাপতি মুকুল রায় ও শুভেন্দু অধিকারী । এছাড়াও বেশ কয়েকজন নেতা আজ তৃণমূল ছেড়ে বিজেপিতে যোগ দেন । সভায় উপস্থিত ছিলেন বিজেপির সাধারণ সম্পাদক সায়ন্তন বসু, রাজীব বন্দ্যোপাধ্যায়সহ অন্যান্যরাও ।
সোমবার স্পিড পোস্ট করে দলের রাজ্য সভাপতি সুব্রত বক্সি ও দক্ষিণ 24 পরগনার জেলা সভাপতি শুভাশিস চক্রবর্তীর কাছে পদত্যাগপত্র পাঠিয়েছিলেন দীপক । বলেছিলেন, দলের বিরুদ্ধে একগুচ্ছ ক্ষোভ ও অভিমান নিয়ে চূড়ান্ত সিদ্ধান্ত নিতে বাধ্য হয়েছেন ।
আরও পড়ুন : তৃণমূল ছাড়লেন ডায়মন্ড হারবারের বিধায়ক দীপক হালদার
গত লোকসভা ভোটের পর থেকেই দলের বিরুদ্ধে লাগাতার ক্ষোভ প্রকাশ করতে শুরু করেছিলেন দীপক হালদার । বেশ কিছুদিন ধরে সোশাল মিডিয়ায় দলের বিরুদ্ধে ক্ষোভ প্রকাশ করে একধিক পোস্ট করতেও দেখা যায় তাঁকে । তিনি সরাসরি দলের বিরুদ্ধে অভিযোগ করে বলেছিলেন, "চার বছর ধরে আমাকে কোনও কাজ করতে দেওয়া হয়নি । কোনও অনুষ্ঠানেও ডাকা হয়নি ।"
এরপরই আজ বিজেপির যোগদান মেলায় পদ্মশিবিরে নাম লেখালেন দীপক হালদার ।