সাগর, 9 অগস্ট: ধেয়ে আসছে নিম্নচাপ (Depression over Bay of Bengal)। আর তার জেরে আগামী 9 থেকে 11 অগস্ট দক্ষিণবঙ্গে দুর্যোগের আশঙ্কা । আবহাওয়া অফিস জানিয়েছে, তাতে বৃষ্টি হবে কমবেশি সর্বত্রই । তবে বেশি বৃষ্টি এবং দমকা ঝোড়ো হাওয়ার সম্ভাবনা রয়েছে উপকূলবর্তী অঞ্চলে । তাই দক্ষিণ চব্বিশ পরগনার বিভিন্ন পর্যটন কেন্দ্রে বাড়তি সতর্কতা নেওয়া হয়েছে (Red alert in Coastal areas)। সেখানে সমুদ্রস্নানে নিষেধাজ্ঞা জারি করা হয়েছে । দক্ষিণ 24 পরগনা উপকূল তীরবর্তী এলাকায় জারি করা হয়েছে লাল সতর্কতা । ইতিমধ্যেই বঙ্গোপসাগরে জলোচ্ছ্বাস শুরু হয়ে গিয়েছে ।
জেলায় জেলায় দুর্যোগ মোকাবিলায় বৈঠক চালাচ্ছে জেলা প্রশাসন । উপকূল তীরবর্তী এলাকাগুলিতে পুলিশ প্রশাসনের পক্ষ থেকে মাইকিং করা হচ্ছে । আবহাওয়া নিয়ে বিস্তারিত খোঁজখবর নিয়েছেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় । অকারণে আতঙ্কিত না হয়ে প্রয়োজনীয় সমস্ত ব্যবস্থা নিতে বলেছেন তিনি । নবান্নে বিশেষ কন্ট্রোল রুম চলছে 6 অগস্ট থেকে ।
আরও পড়ুন: নিম্নচাপ জের, রাজ্যে ফের বাড়তে চলেছে বৃষ্টিপাত
প্রয়োজনে বিপর্যয় মোকাবিলার সঙ্গে জড়িত আধিকারিক ও কর্মীদের ছুটি বাতিল হওয়ার প্রবল সম্ভাবনা রয়েছে ৷ এমনটাই খবর নবান্ন সূত্রে । সুন্দরবনবাসীদের আতঙ্কে ঘুম উড়েছে । একে নিম্নচাপ, তার ওপর পাল্লা দিয়ে বাড়বে ঝোড়ো হাওয়া । সঙ্গে পূর্ণিমার ভরা কোটাল ৷ সুন্দরবনবাসীদের দুশ্চিন্তা যে, পূর্ণিমার কোটাল ও নিম্নচাপের জেরে একাধিক নদীবাঁধ ভাঙার সম্ভাবনা রয়েছে । ক্ষতিগ্রস্ত হবে চাষের জমি । জেলা সেচ দফতরের পক্ষ থেকে যুদ্ধকালীন তৎপরতায় সুন্দরবনের নদীবাঁধ মেরামতির কাজ চালানো হচ্ছে । বকখালি, নামখানা, ক্যানিং, গঙ্গাসাগরে ইতিমধ্যে জলোচ্ছ্বাস দেখা দিয়েছে । দুর্ঘটনা এড়াতে সুন্দরবন পুলিশ জেলার পক্ষ থেকে পর্যটকদের উদ্দেশে মাইকিং করার কাজ চালানো হচ্ছে । পর্যটকদের সমুদ্র স্নানের উপর নিষেধাজ্ঞা জারি করা হয়েছে ।