ETV Bharat / state

Panchayat Elections 2023: কেন্দ্রীয় বাহিনীর রুটমার্চ ! বারুইপুরে ফিরছে শান্তি - মনোনয়নপত্র জমা দেওয়া

রাজ্যে ইতিমধ্যে কেন্দ্রীয় বাহিনী এসেছে ৷ বারুইপুরে সকাল সকাল রুটমার্চ করে বাহিনীর জওয়ানরা ৷ পঞ্চায়েত নির্বাচনের মনোনয়নপত্র জমা দেওয়ার সময় অশান্তির ঘটনা ঘটেছে দক্ষিণ 24 পরগনার এই এলাকায় ৷

ETV Bharat
বারুইপুরে পঞ্চায়েত নির্বাচন
author img

By

Published : Jun 28, 2023, 12:44 PM IST

বারুইপুরে রুটমার্চ করছে কেন্দ্রীয় বাহিনীর জওয়ানরা

বারুইপুর, 28 জুন: রাজ্যে পঞ্চায়েত নির্বাচনের আর মাত্র 10 দিন বাকি ৷ এদিকে নির্বাচনকে কেন্দ্র করে রাজ্যের বিভিন্ন দিকে অশান্তির ঘটনা ঘটেই চলেছে ৷ শাসক ও বিরোধী দলের সংঘর্ষে বোমা গুলির আওয়াজে উত্তপ্ত হয়ে উঠেছে রাজ্য ৷ কোথাও কোথাও ভীত আমজনতা ৷

পঞ্চায়েত নির্বাচন ঘোষণার পর থেকেই কার্যত রণক্ষেত্রের চেহারা নিয়েছে বিভিন্ন এলাকা ৷ এই পরিস্থিতিতে পঞ্চায়েত নির্বাচন অবাধ ও শান্তিপূর্ণ করতে রাজ্যে মোতায়েন করা হয়েছে কেন্দ্রীয় বাহিনী ৷ মনোনয়নপত্র জমা দেওয়াকে কেন্দ্র করে দক্ষিণ 24 পরগনার একাধিক জায়গায় গুলিগোলা, বোমাবাজির ঘটনা ঘটেছে ।

ত্রিস্তরীয় পঞ্চায়েত ভোটের আগে শান্তির পরিবেশ তৈরির চেষ্টা করছে পুলিশ প্রশাসন ৷ বারুইপুর পুলিশ জেলার অতিরিক্ত পুলিশ সুপার পার্থ ঘোষের নেতৃত্বে কেন্দ্রীয় বাহিনীদের নিয়ে বিভিন্ন এলাকায় চলছে রুট মার্চ ৷ তাঁদের সঙ্গে ছিলেন বারুইপুরের এসডিপিও আতীশ বিশ্বাস, ও বারুইপুর থানার ভারপ্রাপ্ত আধিকারিক ৷ বারুইপুর থানার অন্তর্গত শাসন স্টেশন থেকে দক্ষিণ শাসন ও পশ্চিম রামনগর, শেখর বালি 1 নম্বর গ্রামপঞ্চায়েত শিকড় বালি 2 নম্বর গ্রাম পঞ্চায়েত হয়ে কুমরহাট পর্যন্ত নিরাপত্তা ব্যবস্থা করা হয়েছে জোরদার করা হয়েছে ৷

বুধবার সকালে কেন্দ্রবাহিনী রুট মার্চ করে এলাকায় ৷ বারুইপুরের কারও দাবি, এখানে কেন্দ্রীয় বাহিনীর প্রয়োজন ছিল না ৷ ভোটের সময় কোনও অশান্তি হয় না ৷ আবার কেউ কেউ কেন্দ্রীয় বাহিনীর পক্ষে কথা বলেছেন ৷ তাঁরা জানিয়েছেন, এই বাহিনী আসায় ভোট শান্তিপূর্ণ ভাবে হতে পারে ৷ মনোনয়নপত্র জমা দেওয়ার সময় যে গন্ডগোল হয়েছিল তা হবে না বলেই আশা করছেন এলাকাবাসী ৷

আরও পড়ুন: শিগগিরই রাজ্যে পৌঁছবে 315 কোম্পানি কেন্দ্রীয় বাহিনী, কমিশনকে জানাল কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রক

বারুইপুর পুলিশ জেলার অতিরিক্ত পুলিশ সুপার পার্থ ঘোষ জানান, ভোটারদের নিরাপত্তা সুনিশ্চিত করতে ও এলাকায় নতুন করে যাতে অশান্তি না ঘটে, সেদিকে বিশেষ নজর দেওয়ার জন্য কেন্দ্রীয় বাহিনীদের নিয়ে বিভিন্ন এলাকায় রুটমার্চ করানো হচ্ছে ৷ অবাধ ও শান্তিপূর্ণ নির্বাচন করার লক্ষ্যে বদ্ধপরিকর প্রশাসন ৷

বারুইপুরে রুটমার্চ করছে কেন্দ্রীয় বাহিনীর জওয়ানরা

বারুইপুর, 28 জুন: রাজ্যে পঞ্চায়েত নির্বাচনের আর মাত্র 10 দিন বাকি ৷ এদিকে নির্বাচনকে কেন্দ্র করে রাজ্যের বিভিন্ন দিকে অশান্তির ঘটনা ঘটেই চলেছে ৷ শাসক ও বিরোধী দলের সংঘর্ষে বোমা গুলির আওয়াজে উত্তপ্ত হয়ে উঠেছে রাজ্য ৷ কোথাও কোথাও ভীত আমজনতা ৷

পঞ্চায়েত নির্বাচন ঘোষণার পর থেকেই কার্যত রণক্ষেত্রের চেহারা নিয়েছে বিভিন্ন এলাকা ৷ এই পরিস্থিতিতে পঞ্চায়েত নির্বাচন অবাধ ও শান্তিপূর্ণ করতে রাজ্যে মোতায়েন করা হয়েছে কেন্দ্রীয় বাহিনী ৷ মনোনয়নপত্র জমা দেওয়াকে কেন্দ্র করে দক্ষিণ 24 পরগনার একাধিক জায়গায় গুলিগোলা, বোমাবাজির ঘটনা ঘটেছে ।

ত্রিস্তরীয় পঞ্চায়েত ভোটের আগে শান্তির পরিবেশ তৈরির চেষ্টা করছে পুলিশ প্রশাসন ৷ বারুইপুর পুলিশ জেলার অতিরিক্ত পুলিশ সুপার পার্থ ঘোষের নেতৃত্বে কেন্দ্রীয় বাহিনীদের নিয়ে বিভিন্ন এলাকায় চলছে রুট মার্চ ৷ তাঁদের সঙ্গে ছিলেন বারুইপুরের এসডিপিও আতীশ বিশ্বাস, ও বারুইপুর থানার ভারপ্রাপ্ত আধিকারিক ৷ বারুইপুর থানার অন্তর্গত শাসন স্টেশন থেকে দক্ষিণ শাসন ও পশ্চিম রামনগর, শেখর বালি 1 নম্বর গ্রামপঞ্চায়েত শিকড় বালি 2 নম্বর গ্রাম পঞ্চায়েত হয়ে কুমরহাট পর্যন্ত নিরাপত্তা ব্যবস্থা করা হয়েছে জোরদার করা হয়েছে ৷

বুধবার সকালে কেন্দ্রবাহিনী রুট মার্চ করে এলাকায় ৷ বারুইপুরের কারও দাবি, এখানে কেন্দ্রীয় বাহিনীর প্রয়োজন ছিল না ৷ ভোটের সময় কোনও অশান্তি হয় না ৷ আবার কেউ কেউ কেন্দ্রীয় বাহিনীর পক্ষে কথা বলেছেন ৷ তাঁরা জানিয়েছেন, এই বাহিনী আসায় ভোট শান্তিপূর্ণ ভাবে হতে পারে ৷ মনোনয়নপত্র জমা দেওয়ার সময় যে গন্ডগোল হয়েছিল তা হবে না বলেই আশা করছেন এলাকাবাসী ৷

আরও পড়ুন: শিগগিরই রাজ্যে পৌঁছবে 315 কোম্পানি কেন্দ্রীয় বাহিনী, কমিশনকে জানাল কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রক

বারুইপুর পুলিশ জেলার অতিরিক্ত পুলিশ সুপার পার্থ ঘোষ জানান, ভোটারদের নিরাপত্তা সুনিশ্চিত করতে ও এলাকায় নতুন করে যাতে অশান্তি না ঘটে, সেদিকে বিশেষ নজর দেওয়ার জন্য কেন্দ্রীয় বাহিনীদের নিয়ে বিভিন্ন এলাকায় রুটমার্চ করানো হচ্ছে ৷ অবাধ ও শান্তিপূর্ণ নির্বাচন করার লক্ষ্যে বদ্ধপরিকর প্রশাসন ৷

ETV Bharat Logo

Copyright © 2025 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.