ETV Bharat / state

পাথরপ্রতিমায় মৎসজীবীকে টেনে নিয়ে গেল কুমির

পাথরপ্রতিমার মাছ ধরতে গিয়ে 60 বছরের বৃদ্ধকে কুমিরে নিয়ে গেল ৷ মৃতদেহের খোঁজে নদীতে তল্লাশি চলছে ।

patharpratima
পাথরপ্রতিমার মৎসজীবীকে নিয়ে গেল কুমির , চলছে তল্লাশি
author img

By

Published : Jun 24, 2020, 7:18 PM IST

পাথরপ্রতিমা, 24 জুন : পাথরপ্রতিমা ব্লকের গোপালনগর গ্রাম পঞ্চায়েত এলাকার জগদ্দল নদীতে মাছ ধরতে গিয়েছিলেন বিষ্ণুপ্রসাদ সাঁতরা (60) ৷ মাছ ধরেই চালাতেন সংসার ৷ প্রতিদিনের মতো আজ নদীতে জাল ফেলতে গিয়ে কুমিরে টেনে নিয়ে যায় তাঁকে ৷ ঢিল ছোড়া দূরত্বে অন্য মৎস্যজীবীরা জাল দিচ্ছিলেন ৷ বিষ্ণুপ্রসাদ সাঁতরার চিৎকার চেঁচামেচি শুনে সকলে তাঁকে বাঁচাতে আসেন । কিন্তু, শেষ রক্ষা হয়নি ৷ খবর দেওয়া হয় পাথরপ্রতিমা থানায় ।

পাথরপ্রতিমা থানার OC-র নির্দেশে থানার লঞ্চ নিয়ে সমুদ্রে যাওয়া হয় । কিছুক্ষণ পরে BDO অফিসের লঞ্চ পৌঁছায় সেখানে ৷ এখনও পর্যন্ত খোঁজ চলছে বলে জানা যায় । তবে ,লঞ্চ যাত্রীদের কাছ থেকে জানা যায়, কুমিরটি মাঝেমধ্যে মৃতদেহ নিয়ে উপরে উঠছে এবং ডুবে যাচ্ছে ৷ বনদপ্তরের পক্ষ থেকে জানা যায়, যতক্ষণ না মৃতদেহ কুমির ছেড়ে দিচ্ছে ততক্ষণ পর্যন্ত ওই মৃতদেহ পাওয়া সম্ভব নয় ।

পাথরপ্রতিমা, 24 জুন : পাথরপ্রতিমা ব্লকের গোপালনগর গ্রাম পঞ্চায়েত এলাকার জগদ্দল নদীতে মাছ ধরতে গিয়েছিলেন বিষ্ণুপ্রসাদ সাঁতরা (60) ৷ মাছ ধরেই চালাতেন সংসার ৷ প্রতিদিনের মতো আজ নদীতে জাল ফেলতে গিয়ে কুমিরে টেনে নিয়ে যায় তাঁকে ৷ ঢিল ছোড়া দূরত্বে অন্য মৎস্যজীবীরা জাল দিচ্ছিলেন ৷ বিষ্ণুপ্রসাদ সাঁতরার চিৎকার চেঁচামেচি শুনে সকলে তাঁকে বাঁচাতে আসেন । কিন্তু, শেষ রক্ষা হয়নি ৷ খবর দেওয়া হয় পাথরপ্রতিমা থানায় ।

পাথরপ্রতিমা থানার OC-র নির্দেশে থানার লঞ্চ নিয়ে সমুদ্রে যাওয়া হয় । কিছুক্ষণ পরে BDO অফিসের লঞ্চ পৌঁছায় সেখানে ৷ এখনও পর্যন্ত খোঁজ চলছে বলে জানা যায় । তবে ,লঞ্চ যাত্রীদের কাছ থেকে জানা যায়, কুমিরটি মাঝেমধ্যে মৃতদেহ নিয়ে উপরে উঠছে এবং ডুবে যাচ্ছে ৷ বনদপ্তরের পক্ষ থেকে জানা যায়, যতক্ষণ না মৃতদেহ কুমির ছেড়ে দিচ্ছে ততক্ষণ পর্যন্ত ওই মৃতদেহ পাওয়া সম্ভব নয় ।

ETV Bharat Logo

Copyright © 2024 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.