ETV Bharat / state

Panchayat Member Kidnap at Raidighi : রায়দিঘির পঞ্চায়েত সদস্যকে অপহরণের অভিযোগ - CPIM panchayat member allegedly kidnapped at Raidighi

সিপিআইএমের পঞ্চায়েত সদস্যকে অপহরণের অভিযোগ উঠল শাসকদল তৃণমূলের বিরুদ্ধে (Panchayat Member Kidnap at Raidighi) । ঘটনাটি ঘটেছে রায়দিঘির রাধাকান্তপুর গ্রাম পঞ্চায়েতের গিলারছাঁট ভদ্রপাড়ায় । প্রতিবাদে পথ অবরোধ করেন সিপিআইএম কর্মী-‌সমর্থকরা ।

Raidighi Panchayat Member Kidnap
Raidighi Panchayat Member Kidnap
author img

By

Published : Feb 6, 2022, 8:52 AM IST

রায়দিঘি, 6 ফেব্রুয়ারি : বাড়িতে এসে বোমা-বন্দুক দেখিয়ে সিপিআইএমের পঞ্চায়েত সদস্য রেণুকা নাইয়াকে অপহরণের অভিযোগ উঠল শাসকদল তৃণমূলের বিরুদ্ধে (Panchayat Member Kidnap at Raidighi) । শনিবার সকালে ঘটনাটি ঘটেছে দক্ষিণ 24 পরগনার রায়দিঘির রাধাকান্তপুর গ্রাম পঞ্চায়েতের গিলারছাঁট ভদ্রপাড়া এলাকায় । অপহরণের অভিযোগে সিপিআইএম কর্মী-‌সমর্থকরা রাধাকান্তপুরে পথ অবরোধ করে বিক্ষোভ দেখান । পরে পুলিশ গিয়ে অবরোধ তুলে দেয় । সিপিআইএমের তরফে অভিযোগ, এই কাণ্ড ঘটিয়েছে তৃণমূল আশ্রিত দুষ্কৃতীরা । অভিযোগ অবশ্য অস্বীকার করেছে তৃণমূল ।

জেলা পুলিশ সূত্রে জানা গিয়েছে, অভিযোগ পাওয়ার পর তদন্ত শুরু হয়েছে । রাধাকান্তপুরের ভদ্রপাড়া এলাকার বাসিন্দা রেণুকার পরিবারের অভিযোগ, শনিবার সকালে আগ্নেয়াস্ত্র এবং বোমা দেখিয়ে তাঁকে অপহরণ করা হয়েছে। রেণুকা ছেলে বলেন, "শনিবার সকাল সাড়ে সাতটা নাগাদ তিন মহিলা বাড়িতে আসে । তারা আমার মায়ের কাছে প্রথমে ওষুধ চায় । মা ঘর থেকে বার হওয়ার পরে ওরা মাকে বোমা-বন্দুক দেখায় । মায়ের গয়না লুঠ করে । তারপর মাকে অটোয় তুলে নিয়ে চলে যায় ।"

রেণুকা রাধাকান্তপুর পঞ্চায়েতের আশাকর্মী । তাই আশপাশের অনেকে তাঁর বাড়িতে ওষুধ নিতে আসতেন । শনিবার সকালে তিন মহিলাকে বাড়িতে ঢুকতে দেখে তারা ওষুধ নিতে এসেছেন বলেই মনে করেছিল । রেণুকার এক আত্মীয়া অভিযোগ করে বলেন, "ওদের হাতে বোমা ছিল । তাও আমি বাধা দিয়েছিলাম । কিন্তু ওই মহিলারা বোমা মারে । আমাকে মারধর করে । তারপর জেঠিমাকে অটোয় তুলে নিয়ে চলে যায় ।" ঘটনার প্রতিবাদে শনিবার জয়নাল-কৃষ্ণচন্দ্রপুর রোড অবরোধ করে বিক্ষোভ দেখান বাম কর্মী-সমর্থকরা ।

দক্ষিণ 24 পরগনার একমাত্র রাধাকান্তপুর গ্রাম পঞ্চায়েতটি সিপিআইএমের দখলে । এই পঞ্চায়েতের মোট 14 জন সদস্য রয়েছেন ৷ তার মধ্যে 9 জন সিপিআইএম সদস্য, 2 জন এসইউসি এবং 3 জন তৃণমূলের । সিপিআইএমের অভিযোগ, মাস দেড়েক আগে এই পঞ্চায়েতের উপপ্রধান-সহ 4 বাম সদস্যকে অপহরণ করেছিল তৃণমূল । তেমনভাবেই শনিবার সকালে মহিলাদের কাজে লাগিয়ে বোমাবাজি করে রেণুকাকে অপহরণ করা হয় । সিপিআইএমের দাবি, বাম সদস্যদের অপহরণ করে জোর করে পঞ্চায়েতের দখল নিতে চাইছে তৃণমূল ।

আরও পড়ুন: বাপেরবাড়ি থেকে টাকা না আনায় অন্তঃসত্ত্বাকে খুনের অভিযোগ স্বামী ও শ্বাশুড়ির বিরুদ্ধে

বামেদের আরও দাবি, অপহৃতদের সকলকে স্থানীয় নগেন্দ্রপুর ফ্লাড সেন্টারে আটকে রাখা হয়েছে । বিষয়টি নিয়ে রায়দিঘি থানার দ্বারস্থ হয় সিপিআইএম । রাজ্যের প্রাক্তন মন্ত্রী তথা সিপিআইএম নেতা কান্তি গঙ্গোপাধ্যায় বলেন, "দিনে-দুপুরে আমাদের সদস্যদের অপহরণ করা হয়েছে ৷ পঞ্চায়েত সদস্যদের জীবনও ঝুঁকির মধ্যে রয়েছে । আমরা পুলিশের কাছে যাচ্ছি । পঞ্চায়েত দখল নিতে এই কাজ করেছে তৃণমূলকর্মীরা । সদস্যদের ছাড়া না হলে বৃহত্তর আন্দোলন হবে রায়দিঘিতে ।"

এদিকে সিপিআইএমের তোলা সমস্ত অভিযোগ অস্বীকার করেছে তৃণমূল । স্থানীয় বিধায়ক অলোক জলদাতা পাল্টা বলেন, "সিপিআইএম মিথ্যে অভিযোগ করছে ৷ মিথ্যে কথা রটিয়ে প্রচারের আলোয় আসার চেষ্টা করছে । ওই সদস্য অপহৃত হননি । রায়দিঘির মানুষ সব জানেন ।"‌

রায়দিঘি, 6 ফেব্রুয়ারি : বাড়িতে এসে বোমা-বন্দুক দেখিয়ে সিপিআইএমের পঞ্চায়েত সদস্য রেণুকা নাইয়াকে অপহরণের অভিযোগ উঠল শাসকদল তৃণমূলের বিরুদ্ধে (Panchayat Member Kidnap at Raidighi) । শনিবার সকালে ঘটনাটি ঘটেছে দক্ষিণ 24 পরগনার রায়দিঘির রাধাকান্তপুর গ্রাম পঞ্চায়েতের গিলারছাঁট ভদ্রপাড়া এলাকায় । অপহরণের অভিযোগে সিপিআইএম কর্মী-‌সমর্থকরা রাধাকান্তপুরে পথ অবরোধ করে বিক্ষোভ দেখান । পরে পুলিশ গিয়ে অবরোধ তুলে দেয় । সিপিআইএমের তরফে অভিযোগ, এই কাণ্ড ঘটিয়েছে তৃণমূল আশ্রিত দুষ্কৃতীরা । অভিযোগ অবশ্য অস্বীকার করেছে তৃণমূল ।

জেলা পুলিশ সূত্রে জানা গিয়েছে, অভিযোগ পাওয়ার পর তদন্ত শুরু হয়েছে । রাধাকান্তপুরের ভদ্রপাড়া এলাকার বাসিন্দা রেণুকার পরিবারের অভিযোগ, শনিবার সকালে আগ্নেয়াস্ত্র এবং বোমা দেখিয়ে তাঁকে অপহরণ করা হয়েছে। রেণুকা ছেলে বলেন, "শনিবার সকাল সাড়ে সাতটা নাগাদ তিন মহিলা বাড়িতে আসে । তারা আমার মায়ের কাছে প্রথমে ওষুধ চায় । মা ঘর থেকে বার হওয়ার পরে ওরা মাকে বোমা-বন্দুক দেখায় । মায়ের গয়না লুঠ করে । তারপর মাকে অটোয় তুলে নিয়ে চলে যায় ।"

রেণুকা রাধাকান্তপুর পঞ্চায়েতের আশাকর্মী । তাই আশপাশের অনেকে তাঁর বাড়িতে ওষুধ নিতে আসতেন । শনিবার সকালে তিন মহিলাকে বাড়িতে ঢুকতে দেখে তারা ওষুধ নিতে এসেছেন বলেই মনে করেছিল । রেণুকার এক আত্মীয়া অভিযোগ করে বলেন, "ওদের হাতে বোমা ছিল । তাও আমি বাধা দিয়েছিলাম । কিন্তু ওই মহিলারা বোমা মারে । আমাকে মারধর করে । তারপর জেঠিমাকে অটোয় তুলে নিয়ে চলে যায় ।" ঘটনার প্রতিবাদে শনিবার জয়নাল-কৃষ্ণচন্দ্রপুর রোড অবরোধ করে বিক্ষোভ দেখান বাম কর্মী-সমর্থকরা ।

দক্ষিণ 24 পরগনার একমাত্র রাধাকান্তপুর গ্রাম পঞ্চায়েতটি সিপিআইএমের দখলে । এই পঞ্চায়েতের মোট 14 জন সদস্য রয়েছেন ৷ তার মধ্যে 9 জন সিপিআইএম সদস্য, 2 জন এসইউসি এবং 3 জন তৃণমূলের । সিপিআইএমের অভিযোগ, মাস দেড়েক আগে এই পঞ্চায়েতের উপপ্রধান-সহ 4 বাম সদস্যকে অপহরণ করেছিল তৃণমূল । তেমনভাবেই শনিবার সকালে মহিলাদের কাজে লাগিয়ে বোমাবাজি করে রেণুকাকে অপহরণ করা হয় । সিপিআইএমের দাবি, বাম সদস্যদের অপহরণ করে জোর করে পঞ্চায়েতের দখল নিতে চাইছে তৃণমূল ।

আরও পড়ুন: বাপেরবাড়ি থেকে টাকা না আনায় অন্তঃসত্ত্বাকে খুনের অভিযোগ স্বামী ও শ্বাশুড়ির বিরুদ্ধে

বামেদের আরও দাবি, অপহৃতদের সকলকে স্থানীয় নগেন্দ্রপুর ফ্লাড সেন্টারে আটকে রাখা হয়েছে । বিষয়টি নিয়ে রায়দিঘি থানার দ্বারস্থ হয় সিপিআইএম । রাজ্যের প্রাক্তন মন্ত্রী তথা সিপিআইএম নেতা কান্তি গঙ্গোপাধ্যায় বলেন, "দিনে-দুপুরে আমাদের সদস্যদের অপহরণ করা হয়েছে ৷ পঞ্চায়েত সদস্যদের জীবনও ঝুঁকির মধ্যে রয়েছে । আমরা পুলিশের কাছে যাচ্ছি । পঞ্চায়েত দখল নিতে এই কাজ করেছে তৃণমূলকর্মীরা । সদস্যদের ছাড়া না হলে বৃহত্তর আন্দোলন হবে রায়দিঘিতে ।"

এদিকে সিপিআইএমের তোলা সমস্ত অভিযোগ অস্বীকার করেছে তৃণমূল । স্থানীয় বিধায়ক অলোক জলদাতা পাল্টা বলেন, "সিপিআইএম মিথ্যে অভিযোগ করছে ৷ মিথ্যে কথা রটিয়ে প্রচারের আলোয় আসার চেষ্টা করছে । ওই সদস্য অপহৃত হননি । রায়দিঘির মানুষ সব জানেন ।"‌

ETV Bharat Logo

Copyright © 2025 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.