ETV Bharat / state

Bakkhali: বকখালিতে মাস্ক না পড়লে টেনে নিয়ে যাচ্ছেন 'যমদূত' - bakkhali

করোনা অনেক মানুষের প্রাণ কেড়েছে ৷ কিন্তু তা সত্বেও বিন্দুমাত্র সচেতন নন রাজ্যের বাসিন্দারা ৷ অন্তত তেমনই চিত্র দেখা গেল বকখালির পর্যটকদের মধ্যে ৷ এবার পর্যটকদের সচেতন করতে নামখানা ব্লক প্রশাসনের পক্ষ থেকে 'যমরাজ ও যমদূত' সাজিয়ে মানুষকে সচেতন করতে দেখা গেল ৷

Bakkhali
বকখালিতে মাস্ক না পড়লে টেনে নিয়ে যাচ্ছে 'যমদূত'
author img

By

Published : Aug 24, 2021, 5:00 PM IST

বকখালি, 24 অগস্ট: করোনা প্যানডেমিক প্রাণ কেড়েছে বহু মানুষের ৷ তা সত্বেও সচেতন নন আমজনতা ৷ এবার তাঁদের সচেতন করতে বকখালির সমুদ্র সৈকত ঘুরে বেড়াচ্ছে সাক্ষাৎ 'যমরাজ ও যমদূত ।' মনে হচ্ছে যেন স্বর্গ থেকে পাতালের সমুদ্র সৈকতে ছুটি কাটাতে এসেছে । কিন্তু এই পাতালে করোনা ভাইরাস হানা দিয়েছে । মাস্ক ও সামাজিক দূরত্ববিধি মানাটা যে বাধ্যতামূলক । করোনা ভাইরাসের হাত থেকে পাতালের মানুষকে রক্ষা করতে মানতে হবে স্বাস্থ্যবিধি । স্বাস্থ্যবিধিকে কার্যত বুড়ো আঙুল দেখিয়ে দেদার সমুদ্র সৈকতে ঘুরে বেড়াচ্ছেন পর্যটকরা । মাস্ক ছাড়া মানুষজনকে দেখে ধাওয়া করতে শুরু করেন 'যমদূত।' পর্যটকদের পাকড়াও করে মাস্ক প্রদান করে তাঁরা ৷

'যমরাজ' মাস্ক প্রদানের পাশাপাশি পর্যটকদের আগামীদিনে স্বাস্থ্যবিধি মানার শপথ বাক্য পাঠ করান । রাজ্যে করোনার তৃতীয় ঢেউ অবশ্যম্ভাবী ৷ করোনার তৃতীয় ঢেউয়ের আগে বকখালি ও মৌসুনিদ্বীপের পর্যটকদের সচেতন করতে যমরাজ, যমদূত সাজিয়ে এভাবেই অভিনব প্রচার করা হয় নামখানা ব্লক প্রশাসনের পক্ষ থেকে । লকডাউনে বিধিনিষেধ কিছুটা শিথিল হতেই কলকাতার কাছেপিঠে অন্যতম পর্যটন কেন্দ্রগুলিতে পর্যটকদের উপচে পড়া ভিড় লক্ষ্য করা গিয়েছে । পর্যটকদের ভিড়ের মাঝে উধাও করোনাবিধি । এর জেরে নতুন করে সংক্রমণ হওয়ার আশঙ্কা থেকেই যাচ্ছে । এহেন পরিস্থিতিতে পর্যটন কেন্দ্রগুলিতে ব্লক প্রশাসনের তরফ থেকে পর্যটকদের সচেতন করার জন্য বিভিন্ন সময় মাইকিং ও কিছু বিধিনিষেধ লাগু করেছে ব্লক প্রশাসন ।

বকখালিতে মাস্ক না পড়লে টেনে নিয়ে যাচ্ছে 'যমদূত'

আরও পড়ুন: নাচের রিয়েলিটি শো জিতে রাতারাতি স্টার জয়নগরের অনিশ

নামখানা ব্লক প্রশাসনের পক্ষ থেকে ইতিমধ্যেই পর্যটকদের উদ্দেশ্যে কিছু বিধিনিষেধ লাগু করা হয়েছে ৷ সেই বিধিনিষেধগুলি হল, বকখালিতে আসার আগে প্রত্যেকটি পর্যটকদের করোনা পরীক্ষার রিপোর্ট নেগেটিভ নিয়ে আসতে হবে ৷ পাশাপাশি নূন্যতম প্রথম ডোজের টিকাকরণ সম্পূর্ণ হয়েছে সেই প্রমাণপত্র নিয়ে প্রবেশ করতে হবে বকখালিতে । নামখানার বিডিও শান্তনু সিংহ ঠাকুর বলেন, "করোনার তৃতীয় ঢেউ অবশ্যম্ভাবী। তৃতীয় ঢেউয়ের কথা মাথায় রেখে ইতিমধ্যে ব্লক প্রশাসনের পক্ষ থেকে বিভিন্ন রকম বিধিনিষেধ লাগু করা হয়েছে । পাশাপাশি যে সকল পর্যটক বকখালি ,হেনরি আইল্যান্ড ও মৌসুনিদ্বীপে যাচ্ছেন, সেই সব পর্যটককে কোভিড স্বাস্থ্যবিধি মেনে চলার কথা বলা হচ্ছে ।"

বকখালি, 24 অগস্ট: করোনা প্যানডেমিক প্রাণ কেড়েছে বহু মানুষের ৷ তা সত্বেও সচেতন নন আমজনতা ৷ এবার তাঁদের সচেতন করতে বকখালির সমুদ্র সৈকত ঘুরে বেড়াচ্ছে সাক্ষাৎ 'যমরাজ ও যমদূত ।' মনে হচ্ছে যেন স্বর্গ থেকে পাতালের সমুদ্র সৈকতে ছুটি কাটাতে এসেছে । কিন্তু এই পাতালে করোনা ভাইরাস হানা দিয়েছে । মাস্ক ও সামাজিক দূরত্ববিধি মানাটা যে বাধ্যতামূলক । করোনা ভাইরাসের হাত থেকে পাতালের মানুষকে রক্ষা করতে মানতে হবে স্বাস্থ্যবিধি । স্বাস্থ্যবিধিকে কার্যত বুড়ো আঙুল দেখিয়ে দেদার সমুদ্র সৈকতে ঘুরে বেড়াচ্ছেন পর্যটকরা । মাস্ক ছাড়া মানুষজনকে দেখে ধাওয়া করতে শুরু করেন 'যমদূত।' পর্যটকদের পাকড়াও করে মাস্ক প্রদান করে তাঁরা ৷

'যমরাজ' মাস্ক প্রদানের পাশাপাশি পর্যটকদের আগামীদিনে স্বাস্থ্যবিধি মানার শপথ বাক্য পাঠ করান । রাজ্যে করোনার তৃতীয় ঢেউ অবশ্যম্ভাবী ৷ করোনার তৃতীয় ঢেউয়ের আগে বকখালি ও মৌসুনিদ্বীপের পর্যটকদের সচেতন করতে যমরাজ, যমদূত সাজিয়ে এভাবেই অভিনব প্রচার করা হয় নামখানা ব্লক প্রশাসনের পক্ষ থেকে । লকডাউনে বিধিনিষেধ কিছুটা শিথিল হতেই কলকাতার কাছেপিঠে অন্যতম পর্যটন কেন্দ্রগুলিতে পর্যটকদের উপচে পড়া ভিড় লক্ষ্য করা গিয়েছে । পর্যটকদের ভিড়ের মাঝে উধাও করোনাবিধি । এর জেরে নতুন করে সংক্রমণ হওয়ার আশঙ্কা থেকেই যাচ্ছে । এহেন পরিস্থিতিতে পর্যটন কেন্দ্রগুলিতে ব্লক প্রশাসনের তরফ থেকে পর্যটকদের সচেতন করার জন্য বিভিন্ন সময় মাইকিং ও কিছু বিধিনিষেধ লাগু করেছে ব্লক প্রশাসন ।

বকখালিতে মাস্ক না পড়লে টেনে নিয়ে যাচ্ছে 'যমদূত'

আরও পড়ুন: নাচের রিয়েলিটি শো জিতে রাতারাতি স্টার জয়নগরের অনিশ

নামখানা ব্লক প্রশাসনের পক্ষ থেকে ইতিমধ্যেই পর্যটকদের উদ্দেশ্যে কিছু বিধিনিষেধ লাগু করা হয়েছে ৷ সেই বিধিনিষেধগুলি হল, বকখালিতে আসার আগে প্রত্যেকটি পর্যটকদের করোনা পরীক্ষার রিপোর্ট নেগেটিভ নিয়ে আসতে হবে ৷ পাশাপাশি নূন্যতম প্রথম ডোজের টিকাকরণ সম্পূর্ণ হয়েছে সেই প্রমাণপত্র নিয়ে প্রবেশ করতে হবে বকখালিতে । নামখানার বিডিও শান্তনু সিংহ ঠাকুর বলেন, "করোনার তৃতীয় ঢেউ অবশ্যম্ভাবী। তৃতীয় ঢেউয়ের কথা মাথায় রেখে ইতিমধ্যে ব্লক প্রশাসনের পক্ষ থেকে বিভিন্ন রকম বিধিনিষেধ লাগু করা হয়েছে । পাশাপাশি যে সকল পর্যটক বকখালি ,হেনরি আইল্যান্ড ও মৌসুনিদ্বীপে যাচ্ছেন, সেই সব পর্যটককে কোভিড স্বাস্থ্যবিধি মেনে চলার কথা বলা হচ্ছে ।"

ETV Bharat Logo

Copyright © 2025 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.