ETV Bharat / state

রোজ পাঁচ হাজার বানভাসিকে খাওয়াবে সুন্দরবন পুলিশ - কমিউনিটি কিচেন চালু করল সুন্দরবন পুলিশ

সুন্দরবন পুলিশ জেলার উদ‍্যোগে রায়দিঘিতে শুরু হল কমিউনিটি কিচেন ৷

community kitchen start on initiative of Sundarban Police
community kitchen start on initiative of Sundarban Police
author img

By

Published : May 31, 2021, 7:58 PM IST

রায়দিঘি, 31 মে : ঘূর্ণিঝড়ে মাথার ছাদ হারানো অসহায় মানুষদের পাশে সুন্দরবন পুলিশ ৷ যশ বিধ্বস্ত মানুষদের জন্য কমিউনিটি কিচেন চালু করল সুন্দরবন জেলা পুলিশ ৷ এর মাধ্যমে প্রতিদিন পাঁচ হাজার বানভাসি মানুষের মুখে অন্ন তুলে দিচ্ছে আইন রক্ষকরা ৷

ঘূর্ণিঝড় যশের দাপটের কার্যত ধ্বংসস্তূপে পরিণত হয়েছে সুন্দরবনের একাধিক অঞ্চল । বহু অঞ্চল এখনও জলের তলায় ৷ অনেকের বাড়িঘরদোর ভেঙে গিয়েছে ৷ মাথা গোজার ঠাঁই হারিয়েছেন কয়েক লাখ মানুষ । সুন্দরবনের বিস্তীর্ণ অঞ্চলে দেখা দিয়েছে পানীয় জলের সংকট ৷ তাই রায়দিঘীর নন্দকুমারপুরে সুন্দরবন পুলিশ জেলার উদ‍্যোগে শুরু হল কমিউনিটি কিচেন । সাধারণত ত্রাণ শিবিরে আশ্রয় নেওয়া মানুষদের জন্য সোমবার এই কমিউনিটি কিচেন খোলা হয়েছে ৷

সুন্দরবন পুলিশের উদ্যোগে রায়দিঘিতে শুরু কমিউনিটি কিচেন

আরও পড়ুন : করোনার টিকাকরণে রাজ্যে প্রথমস্থানে কালিম্পং

আগামী 15 দিন ধরে দুর্গত এলাকায় এই কমিউনিটি কিচেন কাজ করবে । আজ এই কমিউনিটি কিচেন উদ্বোধন উপলক্ষ‍্যে উপস্থিত ছিলেন রায়দিঘীর বিধায়ক ড: অলক জলদাতা ৷ ছিলেন সুন্দরবন পুলিশ জেলার অতিরিক্ত পুলিশ সুপার সন্তোষকুমার মণ্ডল ও রায়দিঘি থানার ভারপ্রাপ্ত অফিসার সহ মথুরাপুর 2 নম্বর ব্লকের বিডিও রেজওয়ান আহমেদ । এই কমিউনিটি কিচেনে একসঙ্গে প্রায় পাঁচ হাজার মানুষের খাবারের বন্দোবস্ত করা হয়েছে । সুন্দরবন জেলা পুলিশের এই উদ্যোগকে কুর্নিশ জানাচ্ছেন দক্ষিণ 24 পরগনা জেলার বাসিন্দারা ৷

রায়দিঘি, 31 মে : ঘূর্ণিঝড়ে মাথার ছাদ হারানো অসহায় মানুষদের পাশে সুন্দরবন পুলিশ ৷ যশ বিধ্বস্ত মানুষদের জন্য কমিউনিটি কিচেন চালু করল সুন্দরবন জেলা পুলিশ ৷ এর মাধ্যমে প্রতিদিন পাঁচ হাজার বানভাসি মানুষের মুখে অন্ন তুলে দিচ্ছে আইন রক্ষকরা ৷

ঘূর্ণিঝড় যশের দাপটের কার্যত ধ্বংসস্তূপে পরিণত হয়েছে সুন্দরবনের একাধিক অঞ্চল । বহু অঞ্চল এখনও জলের তলায় ৷ অনেকের বাড়িঘরদোর ভেঙে গিয়েছে ৷ মাথা গোজার ঠাঁই হারিয়েছেন কয়েক লাখ মানুষ । সুন্দরবনের বিস্তীর্ণ অঞ্চলে দেখা দিয়েছে পানীয় জলের সংকট ৷ তাই রায়দিঘীর নন্দকুমারপুরে সুন্দরবন পুলিশ জেলার উদ‍্যোগে শুরু হল কমিউনিটি কিচেন । সাধারণত ত্রাণ শিবিরে আশ্রয় নেওয়া মানুষদের জন্য সোমবার এই কমিউনিটি কিচেন খোলা হয়েছে ৷

সুন্দরবন পুলিশের উদ্যোগে রায়দিঘিতে শুরু কমিউনিটি কিচেন

আরও পড়ুন : করোনার টিকাকরণে রাজ্যে প্রথমস্থানে কালিম্পং

আগামী 15 দিন ধরে দুর্গত এলাকায় এই কমিউনিটি কিচেন কাজ করবে । আজ এই কমিউনিটি কিচেন উদ্বোধন উপলক্ষ‍্যে উপস্থিত ছিলেন রায়দিঘীর বিধায়ক ড: অলক জলদাতা ৷ ছিলেন সুন্দরবন পুলিশ জেলার অতিরিক্ত পুলিশ সুপার সন্তোষকুমার মণ্ডল ও রায়দিঘি থানার ভারপ্রাপ্ত অফিসার সহ মথুরাপুর 2 নম্বর ব্লকের বিডিও রেজওয়ান আহমেদ । এই কমিউনিটি কিচেনে একসঙ্গে প্রায় পাঁচ হাজার মানুষের খাবারের বন্দোবস্ত করা হয়েছে । সুন্দরবন জেলা পুলিশের এই উদ্যোগকে কুর্নিশ জানাচ্ছেন দক্ষিণ 24 পরগনা জেলার বাসিন্দারা ৷

ETV Bharat Logo

Copyright © 2025 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.