কুলতলি, 5 নভেম্বর: কয়লাপাচার নিয়ে ইতিমধ্যেই তোলপাড় রাজ্য-রাজনীতি ৷ নাম জড়িয়েছে একাধিক রাঘব বোয়ালদের ৷ এবার পুলিশি তৎপরতায় বানচাল হল জলপথে কয়লা পাচারের ছক ৷ 15 টন কয়লা বাজেয়াপ্ত করেছে পুলিশ ৷ সুন্দরবনের ঠাকুরান নদীতে ট্রলারে করে পাচারের সময় কুলতলি থানার পুলিশের হাতে ধরে কয়লা বোঝাই ট্রলারটি ৷
পুলিশ সূত্রে খবর, শুক্রবার গোপন সূত্রে খবর পেয়ে কয়লাপাচার বিরোধী অভিযানে নামে কুলতলি থানার পুলিশ ৷ ট্রলারটিতে তল্লাশি চালিয়ে প্রায় 15 টন কয়লা বাজেয়াপ্ত করেছে পুলিশ ৷ বেআইনি কয়লাপাচারের অভিযোগে ট্রলারের চালক-সহ 7 অভিযুক্তকে গ্রেফতার করা হয়েছে ৷ অভিযুক্তদের কাছে কোনও বৈধ কাগজপত্র ছিল না ৷ কয়লাগুলি কোথায় পাচার করা হচ্ছিল জানতে ধৃতদের জেরা শুরু করেছে দক্ষিণ 24 পরগনার কুলতলি থানার পুুলিশ ৷
আরও পড়ুন: পুষ্পা সিনেমার কায়দায় দুধের কন্টেনারে কয়লা পাচার জামুড়িয়ায়
প্রাথমিক ভাবে পুলিশের অনুমান, হলদিয়া থেকে কয়লা বোঝাই করে জাহাজে করে বাংলাদেশে নিয়ে যাওয়া হচ্ছিল । পুলিশের চোখে ধুলো দিতে, রাতের বেলা পাথরপ্রতিমার এল প্লটে জাহাজ থেকে নামানো হয় সেই কয়লা। তারপর ট্রলারে তুলে তা সুন্দরবনের কুলতলি, মৈপীঠে নিয়ে আসা হচ্ছিল।