গঙ্গাসাগর, 8জানুয়ারি: আজ থেকে শুরু হতে চলেছে গঙ্গাসাগর মেলা ৷ প্রতি বছরের মতো এই বছরও মেলার উদ্বোধনে উপস্থিত থাকবেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় ৷ সেইসঙ্গে খতিয়ে দেখবেন মেলার প্রস্তুতি ৷ মুখ্যমন্ত্রীর উপস্থিতিকে কেন্দ্র করে সেজে উঠেছে মেলা চত্বর ৷ রঙিন আলোতে রেঙে উঠেছে গঙ্গাসাগরের কপিলমুনি মন্দির। নিরাপত্তা ব্যবস্থাও জোরদার করাস হয়েছে ৷
সোমবার গঙ্গাসাগর মেলায় যোগ দানের পাশাপাশি একাধিক কর্মসূচিও আছে মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের ৷ দুপুর একটায় 5 নম্বর রাস্তায় তৈরি হওয়া অস্থায়ী হেলিপ্যাডে নামবেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় ৷ সেখান থেকে যাবেন ভারত সেবাশ্রমে ৷ সেখানে বেশকিছু প্রকল্পের শিলান্যাস করবেন ৷ এরপর গঙ্গাসাগর মেলা প্রাঙ্গন ও কপিল মুনির আশ্রম পরিদর্শন করবেন ৷ এই মন্দির থেকেই সুন্দরবনের একাধিক প্রকল্পের উদ্বোধন করবেন ৷ এদিনই কপিল মুনি মন্দিরের মহন্ত জ্ঞানদাস মহারাজের সঙ্গে একান্ত সাক্ষাৎ করবেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় ৷ পুজো দেবেন ৷ পাশাপাশি আজই গঙ্গাসাগরের মেলা সংক্রান্ত বিষয়ে প্রাশসনিক বৈঠকও করবেন ৷ আজ গঙ্গাসাগরে রাত্রিবাস করে আগামিকাল সকাল ন’টায় জয়নগরের প্রশাসনিক সভায় যোগদান। জয়নগরের জনসভা থেকে একাধিক প্রকল্পের উদ্বোধন করবেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় ।
আজ মুখ্যমন্ত্রীর সফরসূচিকে কেন্দ্র করে কড়া নিরাপত্তায় মুড়ে ফেলা হয়েছে গঙ্গাসাগর মেলা প্রাঙ্গন ৷ কচুবেড়িয়া থেকে গঙ্গাসাগর মেলা প্রাঙ্গণ পর্যন্ত প্রচুর পুলিশ মোতায়েন করা হয়েছে । আগামী 17 জানুয়ারি পর্যন্ত চলবে গঙ্গা সাগর মেলা ৷ পূণ্যস্নানের জন্য আগামী 14 ও15 জানুয়ারি সব থেকে বেশি ভিড় হবে গঙ্গাসাগর মেলায় ৷ মেলার নিরাপত্তা খতিয়ে দেখতে গিয়েছিলেন দমকল মন্ত্রী সুজিত বসু ৷ পুণ্যার্থীদের নিরাপত্তা ব্যবস্থাও জোরদার করা হয়েছে ৷ অগ্নি নির্বাপণ ব্যবস্থাতেও জোর দেওয়া হয়েছে ৷ তৈরি হয়েছে 11টি অস্থায়ী ফায়ার স্টেশন ৷ প্রয়োজনে দমকলের আধিকারিকার বাইক নিয়ে ঘুরবেন ৷ তাঁদের কাছে থাকবে জল ও ফোম ৷ যাতে আগুন লাগার ঘটনা ঘটলে দ্রুত তা নেভাতে পারেন ৷
আরও পড়ুন :