সোনারপুর, 5 সেপ্টেম্বর : কোরোনার জেরে বন্ধ স্কুল-প্রাইভেট টিউশন । পড়োশোনার জন্য পড়ুয়াদের কাছে এখন একমাত্র ভরসা স্মার্ট ফোন বা ল্যাপটপ । সোনারপুরের ক্লাস নাইনের ছাত্রী মৌ সাহারও পড়াশোনার সঙ্গী হয়ে উঠেছিল মোবাইল ফোন । তবে সেই ফোন হারিয়ে ভয়ে ও অনলাইনে ক্লাস বন্ধ হয়ে যাওয়ার আতঙ্কে আত্মঘাতী হল ওই ছাত্রী । ঘটনাটি ঘটেছে দক্ষিণ 24 পরগনার সোনারপুরের বিদ্যাধরপুরে ।
পরিবার সূত্রে খবর, শুক্রবার দুপুরে বাবার মুদির দোকানে বসেছিল ওই কিশোরী । সেই সময় এক যুবক দোকানে কেনাকাটা করতে এসে ফোন করার ছলে ওই কিশোরীর কাছ থেকে ফোনটি নিয়ে পালিয়ে যায় । এরপর ফোন চুরির ভয়ে ও অনলাইন ক্লাস বন্ধ হয়ে যাওয়ার আতঙ্কে নিজের ঘরে গিয়ে গলায় দড়ি দেয় ওই কিশোরী । রাতে পরিবারের লোকেরা তাকে উদ্ধার করে বারুইপুর হাসপাতালে নিয়ে গেলে চিকিৎসক তাকে মৃত বলে ঘোষণা করেন । ঘটনায় শোকের ছায়া নেমে এসেছে এলাকায় ।
বারুইপুর থানায় ফোন চুরির অভিযোগ দায়ের করেছে কিশোরীর পরিবার । অন্যদিকে কিশোরীর দেহ ময়নাতদন্তের জন্য পাঠানো হয়েছে ।