ETV Bharat / state

Student Died by Suicide : স্কুল ছুটিতে মোবাইলে আসক্তি ! ফোন কেড়ে নেওয়ায় আত্মঘাতী অষ্টম শ্রেণির ছাত্রী - অষ্টম শ্রেণির ছাত্রী

ভাঙড়ে (Bhangar) আত্মঘাতী (Died by Suicide) অষ্টম শ্রেণির ছাত্রী ৷ মৃত ছাত্রীর নাম রিমি ঘোষ ৷ ভোজেরহাট সারদা বিদ্যাপীঠ স্কুলের ছাত্রী ছিল সে (class eight girl)।

class eight girl Died by Suicide in Bhangar
Student Died by Suicide
author img

By

Published : Jun 22, 2022, 2:42 PM IST

Updated : Jun 22, 2022, 3:04 PM IST

ভাঙড়, 22 জুন: হাত থেকে ফোন কেড়ে নেওয়ায় আত্মঘাতী(Died by Suicide) হল অষ্টম শ্রেণির ছাত্রী । ঘটনাটি ঘটেছে ভাঙড়ের চালতাবেড়িয়া অঞ্চলের গোয়ালবাড়ি এলাকায়(Bhangar)। মৃত ছাত্রীর(student) নাম রিমি ঘোষ ৷

জানা গিয়েছে, মঙ্গলবার সন্ধ্যায় মোবাইল নিয়ে ব্যস্ত ছিল ভোজেরহাট সারদা বিদ্যাপীঠ স্কুলের অষ্টম শ্রেণির ছাত্রী (class eight girl)। বারবার পড়ার কথা বললেও মায়ের কোনও কথায় কর্ণপাত করছিল না সে । শেষে মা বকাবকি করায়, পড়ার কথা বলে নিজের ঘরে চলে যায় ওই ছাত্রী । রাতে খাওয়ার কথা বলতে গেলে রিমিকে নিজের ঘরেই ঝুলন্ত অবস্থায় দেখতে পান তার মা । পরে এলাকার সাধারণ মানুষ কাশীপুর থানায় খবর দেয় ৷ পুলিশ এসে তাকে উদ্ধার করে ৷ জিরানগাছা হাসপাতালে(hospital) নিয়ে গেলে চিকিৎসক রিমিকে মৃত বলে ঘোষণা করেন ।

স্কুল দীর্ঘদিন ধরে বন্ধ । বাড়িতে সারাক্ষণ মোবাইল নিয়ে ব্যস্ত থাকছে ছোট থেকে বড় শিক্ষার্থীরা । তার কারণেই মোবাইলের প্রতি আসক্তি বাড়ছে প্রত্যেক দিনই । তার থেকেই আত্মহত্যার পথ বেছে নিচ্ছে শহর থেকে শহরতলির ছাত্রছাত্রীরা (Student Died by Suicide)।

আরও পড়ুন : Minor Girl Raped: ধূপগুড়িতে পাটের খেতে নাবালিকাকে ধর্ষণ ! অভিযুক্ত যুবক পলাতক

আত্মঘাতী অষ্টম শ্রেণির ছাত্রী

ভাঙড়ের মৃত ছাত্রীর পরিবারের দাবি, স্কুল ছুটি থাকায় দীর্ঘদিন বাড়িতে বসে মোবাইল নিয়ে সারাক্ষণ ব্যস্ত থাকত রিমি । মোবাইল কিনে দেওয়ার জন্য বারবার জোর করত । এক বছর আগে একটি স্মার্টফোন কেনেন মৃত ছাত্রীর বাবা । অভিযোগ, তারপর থেকে সারাক্ষণ মোবাইল নিয়ে পড়ে থাকত সে । গেম খেলতো । নিষেধ করলেও শুনত না । মঙ্গলবার সন্ধ্যায় পড়ার কথা বললেও পড়ছিল না ওই ছাত্রী । পরে মায়ের বকাবকিতে আত্মঘাতী হয়েছে সে (class eight girl Died by Suicide in Bhangar)।

ভাঙড়, 22 জুন: হাত থেকে ফোন কেড়ে নেওয়ায় আত্মঘাতী(Died by Suicide) হল অষ্টম শ্রেণির ছাত্রী । ঘটনাটি ঘটেছে ভাঙড়ের চালতাবেড়িয়া অঞ্চলের গোয়ালবাড়ি এলাকায়(Bhangar)। মৃত ছাত্রীর(student) নাম রিমি ঘোষ ৷

জানা গিয়েছে, মঙ্গলবার সন্ধ্যায় মোবাইল নিয়ে ব্যস্ত ছিল ভোজেরহাট সারদা বিদ্যাপীঠ স্কুলের অষ্টম শ্রেণির ছাত্রী (class eight girl)। বারবার পড়ার কথা বললেও মায়ের কোনও কথায় কর্ণপাত করছিল না সে । শেষে মা বকাবকি করায়, পড়ার কথা বলে নিজের ঘরে চলে যায় ওই ছাত্রী । রাতে খাওয়ার কথা বলতে গেলে রিমিকে নিজের ঘরেই ঝুলন্ত অবস্থায় দেখতে পান তার মা । পরে এলাকার সাধারণ মানুষ কাশীপুর থানায় খবর দেয় ৷ পুলিশ এসে তাকে উদ্ধার করে ৷ জিরানগাছা হাসপাতালে(hospital) নিয়ে গেলে চিকিৎসক রিমিকে মৃত বলে ঘোষণা করেন ।

স্কুল দীর্ঘদিন ধরে বন্ধ । বাড়িতে সারাক্ষণ মোবাইল নিয়ে ব্যস্ত থাকছে ছোট থেকে বড় শিক্ষার্থীরা । তার কারণেই মোবাইলের প্রতি আসক্তি বাড়ছে প্রত্যেক দিনই । তার থেকেই আত্মহত্যার পথ বেছে নিচ্ছে শহর থেকে শহরতলির ছাত্রছাত্রীরা (Student Died by Suicide)।

আরও পড়ুন : Minor Girl Raped: ধূপগুড়িতে পাটের খেতে নাবালিকাকে ধর্ষণ ! অভিযুক্ত যুবক পলাতক

আত্মঘাতী অষ্টম শ্রেণির ছাত্রী

ভাঙড়ের মৃত ছাত্রীর পরিবারের দাবি, স্কুল ছুটি থাকায় দীর্ঘদিন বাড়িতে বসে মোবাইল নিয়ে সারাক্ষণ ব্যস্ত থাকত রিমি । মোবাইল কিনে দেওয়ার জন্য বারবার জোর করত । এক বছর আগে একটি স্মার্টফোন কেনেন মৃত ছাত্রীর বাবা । অভিযোগ, তারপর থেকে সারাক্ষণ মোবাইল নিয়ে পড়ে থাকত সে । গেম খেলতো । নিষেধ করলেও শুনত না । মঙ্গলবার সন্ধ্যায় পড়ার কথা বললেও পড়ছিল না ওই ছাত্রী । পরে মায়ের বকাবকিতে আত্মঘাতী হয়েছে সে (class eight girl Died by Suicide in Bhangar)।

Last Updated : Jun 22, 2022, 3:04 PM IST
ETV Bharat Logo

Copyright © 2025 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.