ETV Bharat / state

ঢোলাহাটে জমি নিয়ে বিবাদের জেরে সংঘর্ষ - Group Clash

ঢোলাহাটে জমি নিয়ে বিবাদের জেরে সংঘর্ষ হয় ৷ তার জেরে জখম হয়েছেন সাতজন ৷

সংঘর্ষ
author img

By

Published : Sep 15, 2019, 1:44 PM IST

Updated : Sep 15, 2019, 4:56 PM IST

ঢোলাহাট, 15 সেপ্টেম্বর : শরিকি জমি নিয়ে বিবাদকে কেন্দ্র করে সংঘর্ষ ৷ তার জেরে জখম হয়েছেন সাতজন ৷ তাঁদের স্থানীয় হাসপাতালে ভরতি করা হয়েছে ৷ ঘটনাটি দক্ষিণ 24 পরগনার ঢোলাহাটের বৈরাগি মোড়ের ৷

দক্ষিণ রায়পুরে শরিকি জমি রয়েছে মৈপীঠ কোস্টাল থানা এলাকার বাসিন্দা হরেকৃষ্ণ দাসের ৷ জনা 60 জনের সঙ্গে আজ সকালে সেখানে চাষ করতে যান তিনি ৷ অভিযোগ, তখন তাঁকে বাধা দেয় জমির এক শরিক ভক্তরাম দাসের লোকজন ৷ দু'পক্ষের মধ্যে বচসা শুরু হয় ৷ তা হাতাহাতিতে গড়ায় ৷ লাঠি নিয়ে মারামারি শুরু হয় ৷ মাথা ফেটে যায় কয়েকজনের ৷ খবর পেয়ে ঘটনাস্থানে আসে ঢোলাহাট থানার পুলিশ ৷ জখমদের উদ্ধার করে স্থানীয় গদামথুরা প্রাথমিক স্বাস্থ্যকেন্দ্রে নিয়ে যাওয়া হয় ৷

হরেকৃষ্ণের অভিযোগ, "আমরা নিজেদের জমিতে চাষ করতে এসেছিলাম ৷ তখন আমাদের বাধা দেয় ভক্তরামের লোকজন ৷ প্রতিবাদ করলে আমাদের উপর হামলা চালানো হয় ৷" ভক্তরামের বক্তব্য, মৈপীঠ এলাকায় তাঁদের জমি রয়েছে ৷ সেখানে কাজ করতে দেন না হরেকৃষ্ণ । তাই বাধা দেওয়া হয়েছে ৷

ঢোলাহাট, 15 সেপ্টেম্বর : শরিকি জমি নিয়ে বিবাদকে কেন্দ্র করে সংঘর্ষ ৷ তার জেরে জখম হয়েছেন সাতজন ৷ তাঁদের স্থানীয় হাসপাতালে ভরতি করা হয়েছে ৷ ঘটনাটি দক্ষিণ 24 পরগনার ঢোলাহাটের বৈরাগি মোড়ের ৷

দক্ষিণ রায়পুরে শরিকি জমি রয়েছে মৈপীঠ কোস্টাল থানা এলাকার বাসিন্দা হরেকৃষ্ণ দাসের ৷ জনা 60 জনের সঙ্গে আজ সকালে সেখানে চাষ করতে যান তিনি ৷ অভিযোগ, তখন তাঁকে বাধা দেয় জমির এক শরিক ভক্তরাম দাসের লোকজন ৷ দু'পক্ষের মধ্যে বচসা শুরু হয় ৷ তা হাতাহাতিতে গড়ায় ৷ লাঠি নিয়ে মারামারি শুরু হয় ৷ মাথা ফেটে যায় কয়েকজনের ৷ খবর পেয়ে ঘটনাস্থানে আসে ঢোলাহাট থানার পুলিশ ৷ জখমদের উদ্ধার করে স্থানীয় গদামথুরা প্রাথমিক স্বাস্থ্যকেন্দ্রে নিয়ে যাওয়া হয় ৷

হরেকৃষ্ণের অভিযোগ, "আমরা নিজেদের জমিতে চাষ করতে এসেছিলাম ৷ তখন আমাদের বাধা দেয় ভক্তরামের লোকজন ৷ প্রতিবাদ করলে আমাদের উপর হামলা চালানো হয় ৷" ভক্তরামের বক্তব্য, মৈপীঠ এলাকায় তাঁদের জমি রয়েছে ৷ সেখানে কাজ করতে দেন না হরেকৃষ্ণ । তাই বাধা দেওয়া হয়েছে ৷

Intro:জমি নিয়ে বিবাদের জেরে সংঘর্ষে জখম উভয়পক্ষের সাতজন। ঘটনাটি ঘটেছে দক্ষিণ ২৪ পরগনার ঢোলাহাট থানার দক্ষিণ রায়পুর গ্রাম পঞ্চায়েতের বৈরাগীর মোড় এলাকায়। স্থানীয় সূত্রে খবর, মৈপীঠ কোস্টাল থানা এলাকার বাসিন্দা হরেকৃষ্ণ দাস রবিবার সকালে প্রায় পঞ্চাশ ষাটজনকে নিয়ে তার নিজের জমি চাষ করতে আসেন দক্ষিণ রায়পুর এলাকায়। তখন তাকে চাষের কাজে বাধা দেয় তাদেরই শরিক ভক্তরাম দাসের লোকজন। জমির মধ্যেই গন্ডগোল বেঁধে যায় দুপক্ষের। মারামারি লেগে যায় লাঠিসোটা নিয়ে। ঘটনায় উভয়পক্ষের সাতজন গুরুতর জখম হয়। তাদেরকে উদ্ধার করে স্থানীয় গদামথুরা প্রাথমিক স্বাস্থ্যকেন্দ্রে নিয়ে যাওয়া হয়েছে চিকিৎসার জন্য।

ভক্তরাম দাস অভিযোগ করেন তাদের ২২ শতক জায়গা রয়েছে মৈপীঠ এলাকায়। সেই জায়গায় চাষ করতে দেয় না হরেকৃষ্ণ দাস। তাই তারা এদিন হরেকৃষ্ণদের এখানে এই ঢোলাহাট এলাকায় চাষ করতে বাধা দেয়। পাল্টা হরেকৃষ্ণ বাবুদের অভিযোগ তাদের নিজেদের জমি এদিন চাষ করতে এলে ভক্তরামরা বাঁধা দেয়। তারা প্রতিবাদ করলে লাঠি শোটা নিয়ে তাদের উপর হামলা হয়। এই ঘটনাকে কেন্দ্র করেই দুপক্ষের মধ্যে মারামারি বাধে। ধান জমির মধ্যেই দুপক্ষের মধ্যে লাঠি সোটা নিয়ে সংঘর্ষ শুরু হয়ে যায়। ঘটনায় মাথা ও ফাটে বেশ কয়েকজনের। এই ঘটনায় এলাকায় উত্তেজনা ছড়ালে ঢোলাহাট থানার পুলিশ এসে পরিস্থিতি সামাল দেয়। আহতদেরকে স্থানীয় হাসপাতালে চিকিৎসার জন্য নিয়ে যায় পুলিশ। ঘটনার তদন্ত ও শুরু করেছে পুলিশ।Body:Intro তে কপি দিলাম Conclusion:বড় ফাইলে মারামারির ছবি আছে।
Last Updated : Sep 15, 2019, 4:56 PM IST
ETV Bharat Logo

Copyright © 2025 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.