ETV Bharat / state

Bhangore Clash : বৃষ্টির জমা জল সরানো নিয়ে সংঘর্ষে বোমাবাজি, চলল গুলিও - Bhangore

দক্ষিণ 24 পরগনার ভাঙড়ের ভোগালি-২ গ্রাম পঞ্চায়েত এলাকায় এই ঘটনাটি ঘটেছে । এই ঘটনায় বেশ কয়েক জন গ্রামবাসী জখম হয়েছেন ।

clash between villagers due to waterlogged situation
বৃষ্টির জমা জল সরানো নিয়ে সংঘর্ষে বোমাবাজি, চলল গুলি
author img

By

Published : Sep 24, 2021, 7:13 PM IST

ভাঙড়, 24 সেপ্টেম্বর : বৃষ্টির জমা জল সরানো নিয়ে দু’টি গ্রামের বাসিন্দাদের মধ্যে সংঘর্ষের অভিযোগ উঠল । ওই ঘটনায় গুলি চলেছে, বোমাবাজিও হয়েছে বলে অভিযোগ ৷ জখম হয়েছেন বেশ কয়েক জন গ্রামবাসী । ঘটনাস্থল দক্ষিণ 24 পরগনার ভাঙড়ের ভোগালি-২ গ্রাম পঞ্চায়েত এলাকা ।

আরও পড়ুন : Helipad : দক্ষিণ 24 পরগনায় চারটি স্থায়ী হেলিপ্যাড তৈরি করছে রাজ্য সরকার

স্থানীয় সূত্রে জানা গিয়েছে, এলাকায় রয়েছে বাগজেলা খাল ৷ তার পাড়ে রয়েছে বানিয়াড়া ও চিলেতলা গ্রাম ৷ প্রবল বৃষ্টিতে প্লাবিত হয়ে চিলেতলা গ্রামের চাষির জমি । জল জমেছে বাড়িতেও । তাই বাধ্য হয়েই জল নিকাশির জন্য চিলেতলা গ্রামের বাসিন্দারা খালের পাড়ের রাস্তা কেটে দেন ।

চিলেতলা গ্রামের বাসিন্দাদের অভিযোগ, সেই সময় বানিয়াড়া গ্রামের লোকজন আগ্নেয়াস্ত্র, বোমা নিয়ে অতর্কিতে তাঁদের উপর হামলা চালায় । মাথা ফাটে কয়েকজনের । অন্যদিকে বানিয়াড়া গ্রামের বাসিন্দাদের অভিযোগ, গ্রামের সাধারণ মানুষের যাতায়াতের একমাত্র মাধ্যম এই রাস্তা । সেই রাস্তাটিই কেটে চিলেতলা গ্রামের মানুষ সাধারণ মানুষকে অসুবিধায় ফেলছে ।

আরও পড়ুন : Bjp Candidate Death: ফলপ্রকাশের দিন আক্রান্ত বিজেপি প্রার্থীর মৃত্যু, সিবিআই তদন্ত দাবি পরিবারের

আর তা থেকেই দুই পক্ষের মধ্যে প্রথম গোলমাল, তার পর খণ্ডযুদ্ধ বেধে যায় । গুলি চলে, বোমাবাজি হয় । কয়েকজন জখম হন ৷ ঘটনার খবর পেয়ে এলাকায় যায় স্থানীয় কাশীপুর থানার পুলিশ ৷ তারা গিয়ে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে । তবে এলাকার পরিস্থিতি এখনও থমথমে ৷

পুলিশ জানিয়েছে, পরিস্থিতির দিকে নজর রাখা হয়েছে ৷ নতুন করে যাতে গোলমাল না হয়, সেই বিষয়টিও সুনিশ্চিত করা হয়েছে ৷

আরও পড়ুন : Rape : নাবালিকা ভাগ্নিকে অপহরণ করে লাগাতার ধর্ষণ, 10 বছরের কারাদণ্ড ব্যক্তির

ভাঙড়, 24 সেপ্টেম্বর : বৃষ্টির জমা জল সরানো নিয়ে দু’টি গ্রামের বাসিন্দাদের মধ্যে সংঘর্ষের অভিযোগ উঠল । ওই ঘটনায় গুলি চলেছে, বোমাবাজিও হয়েছে বলে অভিযোগ ৷ জখম হয়েছেন বেশ কয়েক জন গ্রামবাসী । ঘটনাস্থল দক্ষিণ 24 পরগনার ভাঙড়ের ভোগালি-২ গ্রাম পঞ্চায়েত এলাকা ।

আরও পড়ুন : Helipad : দক্ষিণ 24 পরগনায় চারটি স্থায়ী হেলিপ্যাড তৈরি করছে রাজ্য সরকার

স্থানীয় সূত্রে জানা গিয়েছে, এলাকায় রয়েছে বাগজেলা খাল ৷ তার পাড়ে রয়েছে বানিয়াড়া ও চিলেতলা গ্রাম ৷ প্রবল বৃষ্টিতে প্লাবিত হয়ে চিলেতলা গ্রামের চাষির জমি । জল জমেছে বাড়িতেও । তাই বাধ্য হয়েই জল নিকাশির জন্য চিলেতলা গ্রামের বাসিন্দারা খালের পাড়ের রাস্তা কেটে দেন ।

চিলেতলা গ্রামের বাসিন্দাদের অভিযোগ, সেই সময় বানিয়াড়া গ্রামের লোকজন আগ্নেয়াস্ত্র, বোমা নিয়ে অতর্কিতে তাঁদের উপর হামলা চালায় । মাথা ফাটে কয়েকজনের । অন্যদিকে বানিয়াড়া গ্রামের বাসিন্দাদের অভিযোগ, গ্রামের সাধারণ মানুষের যাতায়াতের একমাত্র মাধ্যম এই রাস্তা । সেই রাস্তাটিই কেটে চিলেতলা গ্রামের মানুষ সাধারণ মানুষকে অসুবিধায় ফেলছে ।

আরও পড়ুন : Bjp Candidate Death: ফলপ্রকাশের দিন আক্রান্ত বিজেপি প্রার্থীর মৃত্যু, সিবিআই তদন্ত দাবি পরিবারের

আর তা থেকেই দুই পক্ষের মধ্যে প্রথম গোলমাল, তার পর খণ্ডযুদ্ধ বেধে যায় । গুলি চলে, বোমাবাজি হয় । কয়েকজন জখম হন ৷ ঘটনার খবর পেয়ে এলাকায় যায় স্থানীয় কাশীপুর থানার পুলিশ ৷ তারা গিয়ে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে । তবে এলাকার পরিস্থিতি এখনও থমথমে ৷

পুলিশ জানিয়েছে, পরিস্থিতির দিকে নজর রাখা হয়েছে ৷ নতুন করে যাতে গোলমাল না হয়, সেই বিষয়টিও সুনিশ্চিত করা হয়েছে ৷

আরও পড়ুন : Rape : নাবালিকা ভাগ্নিকে অপহরণ করে লাগাতার ধর্ষণ, 10 বছরের কারাদণ্ড ব্যক্তির

ETV Bharat Logo

Copyright © 2025 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.