বাসন্তী, 18 অগাস্ট : জমি দখল নিয়ে বিবাদের জেরে তৃণমূলের দুই গোষ্ঠীর মধ্যে সংঘর্ষ ৷ দক্ষিণ 24 পরগনার বাসন্তী থানার অন্তর্গত সচিয়াখালি এলাকার ঘটনা ৷ সংঘর্ষের জেরে এলাকায় ব্যাপক বোমাবাজি হয় ৷ এই ঘটনায় দু'পক্ষের 8 জনকে আটক করেছে পুলিশ ৷
আরও পড়ুন :ভাটপাড়া, গারুলিয়া পৌরসভা পুনর্দখল করবে তৃণমূল : জ্যোতিপ্রিয়
আজ দুপুর থেকেই বাসন্তীতে দফায় দফায় বোমাবাজি শুরু হয় ৷ অভিযোগ, যুব তৃণমূল ও তৃণমূলের মধ্যে সংঘর্ষের জেরে এই বোমাবাজি হয়েছে ৷ এর জেরে এলাকায় ব্যাপক উত্তেজনা ছড়ায় ৷ ঘটনাস্থানে বিশাল পুলিশ বাহিনী গিয়ে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে ৷ খবর পেয়ে ঘটনাস্থানে যান SDPO ক্যানিং দেবীদয়াল কুণ্ডু ৷ এলাকায় এখনও পুলিশ মোতায়েন রয়েছে ৷
আরও পড়ুন : 'অমানবিক', দুর্গাপুরের মেয়রকে ফোনেই বকাঝকা জিতেন্দ্র তিওয়ারির
ঘটনা প্রসঙ্গে তৃণমূল বিধায়ক জয়ন্ত নস্কর বলেন, "দলীয় পতাকা লাগিয়ে একদল দুষ্কৃতী এলাকার বিভিন্ন জমি দখল করছে ৷ এলাকার মানুষজন প্রতিরোধ গড়ে তোলে ৷ বামফ্রন্টের লোকজন যুব তৃণমূলের নাম করে এলাকায় ঝামেলার চেষ্টা করছে ৷"
আরও পড়ুন :পুলিশ তৃণমূল আশ্রিত দুষ্কৃতীদের হাতে আক্রান্ত, আর বাইরে মহিলাদের মারছে : লকেট
যদিও তৃণমূল যুব নেতা আবদুল মাজিত মোল্লা বলেন, "যুব তৃণমূলের বিরুদ্ধে ওঠা সমস্ত অভিযোগ মিথ্যা ৷ জমি দখল করার জন্য বিধায়ক জয়ন্ত নস্কর ও তাঁর বাহিনী হামলা চালায় ৷ ব্যাপক বোমাবাজি করা হয় ৷ এলাকা দখল করার জন্য জয়ন্ত নস্কর এই কাজ করেছে ৷"