ETV Bharat / state

এলাকা দখলের চেষ্টা, তৃণমূলের গোষ্ঠী সংঘর্ষে উত্তপ্ত বাসন্তী - TMC

আজ দুপুর থেকেই বাসন্তীতে দফায় দফায় বোমাবাজি শুরু হয় ৷ অভিযোগ, যুব তৃণমূল ও তৃণমূলের মধ্যে সংঘর্ষের জেরে এই বোমাবাজি হয়েছে ৷ এর জেরে এলাকায় ব্যাপক উত্তেজনা ছড়িয়েছে ৷ এই ঘটনায় দু'পক্ষের 8 জনকে আটক করেছে পুলিশ ৷

এলাকা দখলের চেষ্টা, তৃণমূলের গোষ্ঠী সংঘর্ষে উত্তপ্ত বাসন্তী
author img

By

Published : Aug 18, 2019, 8:55 PM IST

Updated : Aug 18, 2019, 11:06 PM IST

বাসন্তী, 18 অগাস্ট : জমি দখল নিয়ে বিবাদের জেরে তৃণমূলের দুই গোষ্ঠীর মধ্যে সংঘর্ষ ৷ দক্ষিণ 24 পরগনার বাসন্তী থানার অন্তর্গত সচিয়াখালি এলাকার ঘটনা ৷ সংঘর্ষের জেরে এলাকায় ব্যাপক বোমাবাজি হয় ৷ এই ঘটনায় দু'পক্ষের 8 জনকে আটক করেছে পুলিশ ৷

আরও পড়ুন :ভাটপাড়া, গারুলিয়া পৌরসভা পুনর্দখল করবে তৃণমূল : জ্যোতিপ্রিয়

আজ দুপুর থেকেই বাসন্তীতে দফায় দফায় বোমাবাজি শুরু হয় ৷ অভিযোগ, যুব তৃণমূল ও তৃণমূলের মধ্যে সংঘর্ষের জেরে এই বোমাবাজি হয়েছে ৷ এর জেরে এলাকায় ব্যাপক উত্তেজনা ছড়ায় ৷ ঘটনাস্থানে বিশাল পুলিশ বাহিনী গিয়ে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে ৷ খবর পেয়ে ঘটনাস্থানে যান SDPO ক্যানিং দেবীদয়াল কুণ্ডু ৷ এলাকায় এখনও পুলিশ মোতায়েন রয়েছে ৷

আরও পড়ুন : 'অমানবিক', দুর্গাপুরের মেয়রকে ফোনেই বকাঝকা জিতেন্দ্র তিওয়ারির

ঘটনা প্রসঙ্গে তৃণমূল বিধায়ক জয়ন্ত নস্কর বলেন, "দলীয় পতাকা লাগিয়ে একদল দুষ্কৃতী এলাকার বিভিন্ন জমি দখল করছে ৷ এলাকার মানুষজন প্রতিরোধ গড়ে তোলে ৷ বামফ্রন্টের লোকজন যুব তৃণমূলের নাম করে এলাকায় ঝামেলার চেষ্টা করছে ৷"

আরও পড়ুন :পুলিশ তৃণমূল আশ্রিত দুষ্কৃতীদের হাতে আক্রান্ত, আর বাইরে মহিলাদের মারছে : লকেট

যদিও তৃণমূল যুব নেতা আবদুল মাজিত মোল্লা বলেন, "যুব তৃণমূলের বিরুদ্ধে ওঠা সমস্ত অভিযোগ মিথ্যা ৷ জমি দখল করার জন্য বিধায়ক জয়ন্ত নস্কর ও তাঁর বাহিনী হামলা চালায় ৷ ব্যাপক বোমাবাজি করা হয় ৷ এলাকা দখল করার জন্য জয়ন্ত নস্কর এই কাজ করেছে ৷"

বাসন্তী, 18 অগাস্ট : জমি দখল নিয়ে বিবাদের জেরে তৃণমূলের দুই গোষ্ঠীর মধ্যে সংঘর্ষ ৷ দক্ষিণ 24 পরগনার বাসন্তী থানার অন্তর্গত সচিয়াখালি এলাকার ঘটনা ৷ সংঘর্ষের জেরে এলাকায় ব্যাপক বোমাবাজি হয় ৷ এই ঘটনায় দু'পক্ষের 8 জনকে আটক করেছে পুলিশ ৷

আরও পড়ুন :ভাটপাড়া, গারুলিয়া পৌরসভা পুনর্দখল করবে তৃণমূল : জ্যোতিপ্রিয়

আজ দুপুর থেকেই বাসন্তীতে দফায় দফায় বোমাবাজি শুরু হয় ৷ অভিযোগ, যুব তৃণমূল ও তৃণমূলের মধ্যে সংঘর্ষের জেরে এই বোমাবাজি হয়েছে ৷ এর জেরে এলাকায় ব্যাপক উত্তেজনা ছড়ায় ৷ ঘটনাস্থানে বিশাল পুলিশ বাহিনী গিয়ে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে ৷ খবর পেয়ে ঘটনাস্থানে যান SDPO ক্যানিং দেবীদয়াল কুণ্ডু ৷ এলাকায় এখনও পুলিশ মোতায়েন রয়েছে ৷

আরও পড়ুন : 'অমানবিক', দুর্গাপুরের মেয়রকে ফোনেই বকাঝকা জিতেন্দ্র তিওয়ারির

ঘটনা প্রসঙ্গে তৃণমূল বিধায়ক জয়ন্ত নস্কর বলেন, "দলীয় পতাকা লাগিয়ে একদল দুষ্কৃতী এলাকার বিভিন্ন জমি দখল করছে ৷ এলাকার মানুষজন প্রতিরোধ গড়ে তোলে ৷ বামফ্রন্টের লোকজন যুব তৃণমূলের নাম করে এলাকায় ঝামেলার চেষ্টা করছে ৷"

আরও পড়ুন :পুলিশ তৃণমূল আশ্রিত দুষ্কৃতীদের হাতে আক্রান্ত, আর বাইরে মহিলাদের মারছে : লকেট

যদিও তৃণমূল যুব নেতা আবদুল মাজিত মোল্লা বলেন, "যুব তৃণমূলের বিরুদ্ধে ওঠা সমস্ত অভিযোগ মিথ্যা ৷ জমি দখল করার জন্য বিধায়ক জয়ন্ত নস্কর ও তাঁর বাহিনী হামলা চালায় ৷ ব্যাপক বোমাবাজি করা হয় ৷ এলাকা দখল করার জন্য জয়ন্ত নস্কর এই কাজ করেছে ৷"

Intro:জমি নিয়ে বিবাদের জেরে তৃণমূলের দুই গোষ্ঠীর মধ্যে ব্যাপক বোমাবাজি তে উত্তেজনা ছড়াল দক্ষিণ ২৪ পরগনার বাসন্তী থানার অন্তর্গত সচিয়া খালি এলাকায়। যুব তৃণমূল ও মূল তৃণমূল গোষ্ঠীর মধ্যে মুহুর্মুহু বোমাবাজির ঘটনায় এলাকার সাধারণ মানুষ আতঙ্কিত হয়ে পড়েন। খবর পেয়ে এস ডি পি ও ক্যানিং দেবী দয়াল কুণ্ডুর নেতৃত্বে এলাকায় বিশাল পুলিশ বাহিনী গিয়ে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে। এই ঘটনায় এখন ও পর্যন্ত উভয় পক্ষের মোট আট জনকে আটক করেছে পুলিশ।Body:ঘটনাকে কেন্দ্র করে এলাকায় ব্যাপক উত্তেজনা ছড়িয়ে পড়ে। মূল তৃণমূল নেতা তথা এলাকার বিধায়ক জয়ন্ত নস্করের দাবি এলাকার একের পর এক জমিতে দলীয় পতাকা মেরে দখল নিচ্ছিল একদল দুষ্কৃতী। এলাকার মানুষজন তার প্রতিরোধ গড়ে তোলে। এলাকার বামফ্রন্ট এর লোকজন যুবর নাম করে এলাকায় ঝামেলা সৃষ্টির চেষ্টা করছে। যদিও যুব তৃণমূল কর্মীদের দাবি মূল তৃণমূল কর্মীরা তাদের এলাকায় এসে বোমাবাজি করছিল তার প্রতিরোধ গড়ে তোলে তারা।Conclusion:এলাকায় বোমাবাজি খবর শুনে বাসন্তী থানার বিশাল পুলিশ বাহিনী ঘটনা স্থলে যায়। পরে খবর পেয়ে এলডিপিও ক্যানিং দেবী দয়াল কুন্ডু ও পুলিশ বাহিনী নিয়ে ঘটনাস্থলে গিয়ে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে। এলাকায় উত্তেজনা থাকায় পুলিশ মতায়ম রয়েছে এলাকায়।
Last Updated : Aug 18, 2019, 11:06 PM IST
ETV Bharat Logo

Copyright © 2025 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.