গোসাবা, 15 মে : তৃণমূল-BJP সংঘর্ষে জখম হল দু'পক্ষের ন'জন । গোসাবার কোস্টাল থানার কুমারমারি গ্রামের । যারা জখম হয়েছে তাদের হাসপাতালে ভরতি করা হয়েছে । BJP-র অভিযোগ তৃণমূলের দুষ্কৃতীরা রড, লাঠি দিয়ে হামলা চালায় । পালটা, BJP-র বিরুদ্ধে মারধরের অভিযোগ করেছে তৃণমূল ।
BJP-র অভিযোগ, গতরাতে কুমিরমারি গ্রামের বুথে পোলিং এজেন্ট বসানো নিয়ে দলীয় মিটিং চলছি । সেখানে হামলা চালায় তৃণমূল আশ্রিত দুষ্কৃতীরা । রড, লাঠি, বন্দুকের বাঁট দিয়ে মেরে মাথা ফাটিয়ে দেওয়া হয় । আহত হয় ছ'জন । তাদের প্রথমে স্থানীয় ব্লক প্রাথমিক স্বাস্থ্য কেন্দ্রে নিয়ে যাওয়া হয় ।
অপরদিকে, BJP-র বিরুদ্ধে পালটা অভিযোগ তুলেছে তৃণমূল । স্থানীয় বিধায়ক জয়ন্ত নস্কর বলেন, "আমাদের কর্মীরা যখন ওই জায়গা দিয়ে যাচ্ছিল তখন তাদের মারধর করে BJP কর্মীরা ।" আজ সকালে গোসাবা কোস্টাল থানায় উভয়পক্ষের তরফেই অভিযোগ জানানো হয় । তদন্তে নেমেছে পুলিশ । শেষ খবর পাওয়া পর্যন্ত কাউকে আটক বা গ্রেপ্তার করা হয়নি ।