বারুইপুর, 13 মে : অমিত শাহর সভা বাতিলের পরই বারুইপুরে তৃণমূল ও BJP কর্মীদের মধ্যে ধস্তাধস্তি শুরু হয় । পুলিশের সামনেই এই ঘটনা ঘটে। ভাঙচুর করা হয় বেশ কয়েকটি অটো ।
আজ বারুইপুরের সীতাকুণ্ডে নির্বাচনী জনসভা করার কথা ছিল অমিত শাহর । কিন্তু শেষ মুহূর্তে সভা বাতিল হয় । কারণ হিসেবে জানানো হয়, যেই জমিতে অমিত শাহর সভা করার কথা ছিল সেই জমির মালিক বেঁকে বসেছে । যার ফলে বাতিল হয়ে যায় সভা । দফায় দফায় বৈঠক করেও সমাধানসূত্র না মেলায় বাতিল করতে হয় সভা । যদিও প্রশাসনের অসহযোগিতাকেই দায়ি করেন BJP নেতা জয়প্রকাশ মজুমদার ।
আজ সকাল থেকে সভাস্থলে উপস্থিত ছিলেন BJP কর্মীরা । সেই সময় অটো নিয়ে সেখানে ঢোকেন তৃণমূলকর্মীরা । অটোগুলিতে তৃণমূলের পতাকা লাগানো ছিল । যা নিয়ে দু'পক্ষের মধ্যে প্রথমে বচসা ও পরে ধস্তাধস্তি হয় । ভাঙচুর করা হয় বেশ কয়েকটি অটোতে ।