ETV Bharat / state

অমিত শাহর সভা বাতিলের পরই উত্তপ্ত বারুইপুর - south 24 parganas

তৃণমূল ও BJP-র সংঘর্ষে উত্তপ্ত হয়ে ওঠে বারুইপুর। ভাঙচুর করা হয় বেশ কয়েকটি অটো।

অমিত শাহ
author img

By

Published : May 13, 2019, 2:51 PM IST

Updated : May 13, 2019, 5:29 PM IST

বারুইপুর, 13 মে : অমিত শাহর সভা বাতিলের পরই বারুইপুরে তৃণমূল ও BJP কর্মীদের মধ্যে ধস্তাধস্তি শুরু হয় । পুলিশের সামনেই এই ঘটনা ঘটে। ভাঙচুর করা হয় বেশ কয়েকটি অটো ।

দেখুন ভিডিয়ো

আজ বারুইপুরের সীতাকুণ্ডে নির্বাচনী জনসভা করার কথা ছিল অমিত শাহর । কিন্তু শেষ মুহূর্তে সভা বাতিল হয় । কারণ হিসেবে জানানো হয়, যেই জমিতে অমিত শাহর সভা করার কথা ছিল সেই জমির মালিক বেঁকে বসেছে । যার ফলে বাতিল হয়ে যায় সভা । দফায় দফায় বৈঠক করেও সমাধানসূত্র না মেলায় বাতিল করতে হয় সভা । যদিও প্রশাসনের অসহযোগিতাকেই দায়ি করেন BJP নেতা জয়প্রকাশ মজুমদার ।

আজ সকাল থেকে সভাস্থলে উপস্থিত ছিলেন BJP কর্মীরা । সেই সময় অটো নিয়ে সেখানে ঢোকেন তৃণমূলকর্মীরা । অটোগুলিতে তৃণমূলের পতাকা লাগানো ছিল । যা নিয়ে দু'পক্ষের মধ্যে প্রথমে বচসা ও পরে ধস্তাধস্তি হয় । ভাঙচুর করা হয় বেশ কয়েকটি অটোতে ।

বারুইপুর, 13 মে : অমিত শাহর সভা বাতিলের পরই বারুইপুরে তৃণমূল ও BJP কর্মীদের মধ্যে ধস্তাধস্তি শুরু হয় । পুলিশের সামনেই এই ঘটনা ঘটে। ভাঙচুর করা হয় বেশ কয়েকটি অটো ।

দেখুন ভিডিয়ো

আজ বারুইপুরের সীতাকুণ্ডে নির্বাচনী জনসভা করার কথা ছিল অমিত শাহর । কিন্তু শেষ মুহূর্তে সভা বাতিল হয় । কারণ হিসেবে জানানো হয়, যেই জমিতে অমিত শাহর সভা করার কথা ছিল সেই জমির মালিক বেঁকে বসেছে । যার ফলে বাতিল হয়ে যায় সভা । দফায় দফায় বৈঠক করেও সমাধানসূত্র না মেলায় বাতিল করতে হয় সভা । যদিও প্রশাসনের অসহযোগিতাকেই দায়ি করেন BJP নেতা জয়প্রকাশ মজুমদার ।

আজ সকাল থেকে সভাস্থলে উপস্থিত ছিলেন BJP কর্মীরা । সেই সময় অটো নিয়ে সেখানে ঢোকেন তৃণমূলকর্মীরা । অটোগুলিতে তৃণমূলের পতাকা লাগানো ছিল । যা নিয়ে দু'পক্ষের মধ্যে প্রথমে বচসা ও পরে ধস্তাধস্তি হয় । ভাঙচুর করা হয় বেশ কয়েকটি অটোতে ।

Intro:বারুইপুরের মদা রাটে আট ঘোরা মাঠে বিজেপির সভাস্থলে তৃণমূলের সাথে ঝামেলা। পুলিশের সামনেই ধস্তাধস্তি, বিজেপির সভাস্থলে তৃণমূল রা দলীয় পতাকা নিয়ে অটো য় করে মিছিল করে আসার কারণে দুপক্ষের মধ্যে ধস্তাধস্তি।Body:এলাকায় বিশাল উত্তেজনাConclusion:বিশাল পুলিশবাহিনী ঘটনা মোকাবেলায় আছে কিন্তু দুই পক্ষ সামনাসামনি হয়ে যাওয়ায় সমস্যায় পড়েছে পুলিশ ও
Last Updated : May 13, 2019, 5:29 PM IST
ETV Bharat Logo

Copyright © 2025 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.