ETV Bharat / state

Panchayat Elections 2023: অশান্ত ভাঙড়ে সিআইডি, সন্ত্রাসধ্বস্ত এলাকা পরিদর্শনে তদন্তকারী সংস্থার আধিকারিকরা - ভাঙড়ে সিআইডি

পুলিশকে লক্ষ্য করে চলে ইটবৃষ্টি ৷ পরিস্থিতি নিয়ন্ত্রণে আনতে বাধ্য হয়ে পালটা গুলি চালায় পুলিশ ৷ আইএসএফ ও তৃণমূলের সংঘর্ষে উত্তপ্ত হয়ে ওঠে ভাঙড় । ঘটনায় প্রাণ হারান 4 জন । সেখানেই এবার তদন্তে এল সিআইডি ।

Etv Bharat
Etv Bharat
author img

By

Published : Jun 24, 2023, 8:29 PM IST

ভাঙড়, 24 জুন: পঞ্চায়েত ভোটে মনোনয়ন চলাকালীন দফায় দফায় উত্তপ্ত হয়ে উঠেছিল ভাঙড়। নির্বাচনের মনোনয়নপত্র জমা দেওয়াকে কেন্দ্র কার্যত রণক্ষেত্রের চেহারা নিয়েছিল এলাকা ৷ ঘটনায় প্রাণ হারান 4 জন ৷ সন্ত্রাস বিধ্বস্ত ভাঙড়ে মুড়ি-মুড়কির মতো পড়ছিল বোমা । পুলিশকে লক্ষ্য করে চলে ইটবৃষ্টি ৷ পরিস্থিতি নিয়ন্ত্রণে আনতে বাধ্য হয়ে পালটা গুলি চালায় পুলিশ ৷ আইএসএফ ও তৃণমূলের সংঘর্ষে উত্তপ্ত হয়ে ওঠে ভাঙড় ।

শনিবার বিকেলে ভাঙড়ে অশান্তি কবলিত এলাকাগুলি পরিদর্শন করতে আসে সিআইডির আধিকারিকরা । ভাঙড়ে মেলার মাঠ, বিজয়গঞ্জ বাজার, পানাপুকুর এলাকা-সহ একাধিক জায়গা পরিদর্শন করেন সিআইডি আধিকারিকরা । এলাকা পরিদর্শনের পাশাপাশি সাধারণ মানুষের সঙ্গে কথা বলেন সিআইডি দলের সদস্যরা। মনোনয়নপত্র জমা দেওয়াকে কেন্দ্র করে ঠিক কী ঘটনা ঘটেছিল তা প্রত্যক্ষদর্শীদের মুখ থেকেই শোনেন সিআইডি আধিকারিকরা । বেশ কয়েকঘণ্টা এলাকা পরিদর্শনের পর আবারও কলকাতার উদ্দেশ্যে বেরিয়ে যায় তারা । যদিও এদিন সংবাদমাধ্যমের সামনে মুখ খোলেননি সিআইডি আধিকারিকরা।

আরও পড়ুন: অশান্ত ভাঙড়ে পৌঁছল 1 কোম্পানি কেন্দ্রীয় বাহিনী

আইএসএফ-এর অভিযোগ ছিল, হামলা চালিয়েছে তৃণমূল । এ দিকে তৃণমূলের অভিযোগ ছিল, নওশাদ সিদ্দিকীর নেতৃত্বে অশান্তি করেছে আইএসএফ । অশান্তির প্রথমদিন সাময়িকভাবে পরিস্থিতি আয়ত্তে এলেও 24 ঘণ্টা পরেই ফের নতুন করে ফের উত্তপ্ত হয়ে উঠে । মনোনয়নকে কেন্দ্র করে এই ভাঙড়েই প্রথম প্রাণহানির ঘটনায় ঘটেছিল ৷ মনোনয়ন জমা দেওয়ার শেষদিনে ভাঙড়ে গুলিবিদ্ধ হয়ে 3 জনের মৃত্যু হয় ৷ পরবর্তী সময়ে আরও একজনের মৃত্যু হয় হাসপাতালে ৷ রক্তাক্ত হয় উত্তরবঙ্গের চোপড়া ৷ আর বোমাবাজি, বিরোধী প্রার্থীদের বাড়িতে হামলা, প্রাণনাশের হুমকি, মনোনয়ন ছিনতাই, মনোনয়নের শংসাপত্র ছিনতাই ও প্রার্থী তালিকা পর্যন্ত ছিনিয়ে নেওয়ার ঘটনা ঘটেছে ৷ এমনকি আগ্নেয়াস্ত্রের নিশানায় মনোনয়ন প্রত্যাহারের মতো অভিযোগও সামনে এসেছে ৷

অন্যদিকে, পঞ্চায়েত নির্বাচন পরিচালনার জন্য ভাঙড়ে পৌঁছেছে কেন্দ্রীয় বাহিনীও ৷ শনিবার বিকেলে 1 কোম্পানি বাহিনী সেখানে পৌঁছে গিয়েছে ৷ এই এক কোম্পানি বাহিনী ভাঙড় কলেজে থাকবে বলে জানা গিয়েছে ৷ এ দিন বিকালে বাহিনীর গাড়ি ভাঙড় ব্রিজে পৌঁছয় ৷ প্রথমদিনেই রুট মার্চ শুরু করেছে বাহিনী ৷

ভাঙড়, 24 জুন: পঞ্চায়েত ভোটে মনোনয়ন চলাকালীন দফায় দফায় উত্তপ্ত হয়ে উঠেছিল ভাঙড়। নির্বাচনের মনোনয়নপত্র জমা দেওয়াকে কেন্দ্র কার্যত রণক্ষেত্রের চেহারা নিয়েছিল এলাকা ৷ ঘটনায় প্রাণ হারান 4 জন ৷ সন্ত্রাস বিধ্বস্ত ভাঙড়ে মুড়ি-মুড়কির মতো পড়ছিল বোমা । পুলিশকে লক্ষ্য করে চলে ইটবৃষ্টি ৷ পরিস্থিতি নিয়ন্ত্রণে আনতে বাধ্য হয়ে পালটা গুলি চালায় পুলিশ ৷ আইএসএফ ও তৃণমূলের সংঘর্ষে উত্তপ্ত হয়ে ওঠে ভাঙড় ।

শনিবার বিকেলে ভাঙড়ে অশান্তি কবলিত এলাকাগুলি পরিদর্শন করতে আসে সিআইডির আধিকারিকরা । ভাঙড়ে মেলার মাঠ, বিজয়গঞ্জ বাজার, পানাপুকুর এলাকা-সহ একাধিক জায়গা পরিদর্শন করেন সিআইডি আধিকারিকরা । এলাকা পরিদর্শনের পাশাপাশি সাধারণ মানুষের সঙ্গে কথা বলেন সিআইডি দলের সদস্যরা। মনোনয়নপত্র জমা দেওয়াকে কেন্দ্র করে ঠিক কী ঘটনা ঘটেছিল তা প্রত্যক্ষদর্শীদের মুখ থেকেই শোনেন সিআইডি আধিকারিকরা । বেশ কয়েকঘণ্টা এলাকা পরিদর্শনের পর আবারও কলকাতার উদ্দেশ্যে বেরিয়ে যায় তারা । যদিও এদিন সংবাদমাধ্যমের সামনে মুখ খোলেননি সিআইডি আধিকারিকরা।

আরও পড়ুন: অশান্ত ভাঙড়ে পৌঁছল 1 কোম্পানি কেন্দ্রীয় বাহিনী

আইএসএফ-এর অভিযোগ ছিল, হামলা চালিয়েছে তৃণমূল । এ দিকে তৃণমূলের অভিযোগ ছিল, নওশাদ সিদ্দিকীর নেতৃত্বে অশান্তি করেছে আইএসএফ । অশান্তির প্রথমদিন সাময়িকভাবে পরিস্থিতি আয়ত্তে এলেও 24 ঘণ্টা পরেই ফের নতুন করে ফের উত্তপ্ত হয়ে উঠে । মনোনয়নকে কেন্দ্র করে এই ভাঙড়েই প্রথম প্রাণহানির ঘটনায় ঘটেছিল ৷ মনোনয়ন জমা দেওয়ার শেষদিনে ভাঙড়ে গুলিবিদ্ধ হয়ে 3 জনের মৃত্যু হয় ৷ পরবর্তী সময়ে আরও একজনের মৃত্যু হয় হাসপাতালে ৷ রক্তাক্ত হয় উত্তরবঙ্গের চোপড়া ৷ আর বোমাবাজি, বিরোধী প্রার্থীদের বাড়িতে হামলা, প্রাণনাশের হুমকি, মনোনয়ন ছিনতাই, মনোনয়নের শংসাপত্র ছিনতাই ও প্রার্থী তালিকা পর্যন্ত ছিনিয়ে নেওয়ার ঘটনা ঘটেছে ৷ এমনকি আগ্নেয়াস্ত্রের নিশানায় মনোনয়ন প্রত্যাহারের মতো অভিযোগও সামনে এসেছে ৷

অন্যদিকে, পঞ্চায়েত নির্বাচন পরিচালনার জন্য ভাঙড়ে পৌঁছেছে কেন্দ্রীয় বাহিনীও ৷ শনিবার বিকেলে 1 কোম্পানি বাহিনী সেখানে পৌঁছে গিয়েছে ৷ এই এক কোম্পানি বাহিনী ভাঙড় কলেজে থাকবে বলে জানা গিয়েছে ৷ এ দিন বিকালে বাহিনীর গাড়ি ভাঙড় ব্রিজে পৌঁছয় ৷ প্রথমদিনেই রুট মার্চ শুরু করেছে বাহিনী ৷

ETV Bharat Logo

Copyright © 2025 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.