ক্যানিং, 23 ফেব্রুয়ারি : সদ্যজাতর মৃত্যু ঘিরে উত্তেজনা ক্যানিং মহকুমা হাসপাতালে । পরিবারের অভিযোগ, চিকিৎসায় গাফিলতি কারণে শিশুর মৃত্যু হয়েছে ।
জানা গিয়েছে, প্রত্যন্ত সুন্দরবনের গোসাবা ব্লকের পাঠানখালি গ্রামের দম্পতি অভিজিৎ রানা ও বন্দনা (জানা) রানা । 21 ফেব্রুয়ারি প্রসব যন্ত্রণা নিয়ে বন্দনা গোসাবা ব্লক গ্রামীণ হাসপাতালে ভরতি হন । অবস্থার অবনতি হলে চিকিৎসকরা ক্যানিং মহকুমা হাসপাতালে তাঁকে স্থানান্তর করেন । সেখানে ওই দিন বিকেলে এক পুত্র সন্তানের জন্ম দেন বন্দনা । অপুষ্টির কারণে সদ্যজাতকে কলকাতার হাসপাতালে স্থানান্তরের কথা বলেন চিকিৎসক ।
পরিবারের দাবি, এরপর সদ্যজাতকে আইসিইউতে স্থানান্তর করা হয় । শিশু তখন সুস্থ ছিল বলে দাবি তার পরিবারের সদস্যদের । সোমবার সকালে শিশুকে তার পরিবারের লোকজন দেখতে যান । তাঁরা দেখেন শিশুর মুখ থেকে অক্সিজেন খুলে রাখা হয়েছে । কর্তব্যরত নার্সকে ডেকে অক্সিজেন লাগানোর কথা বলেন প্রসূতির শাশুড়ি বাসন্তী রানা । বাসন্তীদেবীর অভিযোগ, সেই সময় কর্তব্যরত নার্স তাঁকে বলেন, "তুমি গিয়ে অক্সিজেন দাও, না হলে হাসপাতাল থেকে বেরিয়ে যাও ।" পরে সকাল সাড়ে আটটা নাগাদ হাসপাতাল থেকে জানানো হয়, শিশুর মৃত্যু হয়েছে ।
আরও পড়ুন : হাসপাতাল চত্বরের গাছতলায় প্রসব, মা ও ছেলে সুস্থ
শিশুর বাবা অভিজিৎ রানার অভিযোগ, কর্তব্যরত নার্সের গাফিলতিতে শিশুর মৃত্যু হয়েছে । কলকাতায় স্থানান্তর করলে তাঁর ছেলে হয়ত বেঁচে যেত, দাবি অভিজিতের । ঘটনায় কর্তব্যে গাফিলতির অভিযোগ তুলে নার্সের বিরুদ্ধে হাসপাতাল কর্তৃপক্ষের কাছে লিখিত অভিযোগ দায়ের করেছে মৃত শিশুর পরিবার । তদন্ত শুরু করেছে ক্যানিং মহকুমা হাসপাতাল কর্তৃপক্ষ ।