ETV Bharat / state

Mograhat Child abducted: তৎপর পুলিশ, 24 ঘণ্টার মধ্যেই অপহরণকারীদের খপ্পর থেকে উদ্ধার মগরাহাটের শিশু

অপহরণের অভিযোগ পেয়েই তৎপর ডায়মন্ডহারবারের পুলিশ (Child abducted at South 24 parganas) ৷ 24 ঘণ্টায় উদ্ধার হল মগরাহাটের অপহৃত শিশু (Mograhat Child abducted) ৷

Child abducted at South 24 parganas, police recovers him within 24 hours
অপহরণের অভিযোগ পেয়েই তৎপর পুলিশ, ২৪ ঘণ্টায় উদ্ধার মগরাহাটের শিশু
author img

By

Published : Mar 11, 2022, 1:24 PM IST

মগরাহাট, 11 মার্চ: অভিযোগ দায়েরের 24 ঘণ্টার মধ্যেই উদ্ধার অপহৃত শিশু (Mograhat Child abducted)। বড়সড় সাফল্য রাজ্য পুলিশের । পুলিশ প্রশাসনের ভূমিকায় আপ্লুত খুদের পরিবার । দক্ষিণ 24 পরগনার মগরাহাটের ঘটনা (Child abducted at South 24 parganas)।

স্থানীয় সূত্রে জানা গিয়েছে, শিশুটির নাম ইয়াসিন আখন (police recovers abducted child within 24 hours)। বয়স মাত্র 6 বছর । দক্ষিণ 24 পরগনার মগরাহাট 1 নম্বর ব্লকের উস্তি থানার সংগ্রামপুরে থাকে সে । বুধবার সন্ধ্যায় টিউশন পড়তে গিয়েছিল ইয়াসিন । তারপর আর বাড়ি ফেরেনি । দীর্ঘক্ষণ পেরিয়ে যাওয়ায় স্বাভাবিকভাবেই চিন্তায় পড়ে যান পরিবারের সদস্যরা । খোঁজখবর নেওয়া হয় এলাকায় । কিন্তু তাতে কোনও লাভ হয়নি । হদিশ মেলেনি একরত্তি ছেলের । শিশুর পরিবার উস্তি থানার দ্বারস্থ হয় । বুধবার রাতে থানায় নিখোঁজ ডায়েরি করা হয় পরিবারের তরফে ।

আরও পড়ুন: girl mysteriously missing: রানিগঞ্জে টিউশন পড়তে গিয়ে নিখোঁজ তরুণী, অপহরণ ?

এরপর মুক্তিপণ চেয়ে ফোন আসে ইয়াসিনের বাবার কাছে । ফলে তাঁরা বুঝে যান, অপহরণ করা হয়েছে তাঁদের ছোট্ট ছেলেকে । পরিবারের অভিযোগ পাওয়া মাত্রই তৎপর হয়ে ওঠে ডায়মন্ডহারবারের পুলিশ ৷ ডায়মন্ডহারবারের এসডিপিও মিতুনকুমার দে-র নেতৃত্বে শুরু হয় অভিযান । যে নম্বর থেকে মুক্তিপণ চেয়ে ফোন করা হয়েছিল, সেটিকে ট্র্যাক করে জয়নগরে পৌঁছন তদন্তকারীরা । বৃহস্পতিবার রাতেই উদ্ধার করা হয় অপহৃত শিশুকে ।

এই ঘটনায় এখনও পর্যন্ত তিনজনকে গ্রেফতার করা হয়েছে । শুক্রবার সকালে শিশুটিকে তার পরিবারের হাতে তুলে দেন ডায়মন্ডহারবারের এসডিপিও । অর্থের কারণেই এই অপহরণ নাকি ঘটনার নেপথ্যে অন্য কোনও কারণ রয়েছে, তা জানতে তদন্ত শুরু করেছে পুলিশ ।

আরও পড়ুন: Hanskhali Murder : অপহরণ করে খুন 8 বছরের শিশু, দুই মহিলা-সহ 4 জনের যাবজ্জীবন

মগরাহাট, 11 মার্চ: অভিযোগ দায়েরের 24 ঘণ্টার মধ্যেই উদ্ধার অপহৃত শিশু (Mograhat Child abducted)। বড়সড় সাফল্য রাজ্য পুলিশের । পুলিশ প্রশাসনের ভূমিকায় আপ্লুত খুদের পরিবার । দক্ষিণ 24 পরগনার মগরাহাটের ঘটনা (Child abducted at South 24 parganas)।

স্থানীয় সূত্রে জানা গিয়েছে, শিশুটির নাম ইয়াসিন আখন (police recovers abducted child within 24 hours)। বয়স মাত্র 6 বছর । দক্ষিণ 24 পরগনার মগরাহাট 1 নম্বর ব্লকের উস্তি থানার সংগ্রামপুরে থাকে সে । বুধবার সন্ধ্যায় টিউশন পড়তে গিয়েছিল ইয়াসিন । তারপর আর বাড়ি ফেরেনি । দীর্ঘক্ষণ পেরিয়ে যাওয়ায় স্বাভাবিকভাবেই চিন্তায় পড়ে যান পরিবারের সদস্যরা । খোঁজখবর নেওয়া হয় এলাকায় । কিন্তু তাতে কোনও লাভ হয়নি । হদিশ মেলেনি একরত্তি ছেলের । শিশুর পরিবার উস্তি থানার দ্বারস্থ হয় । বুধবার রাতে থানায় নিখোঁজ ডায়েরি করা হয় পরিবারের তরফে ।

আরও পড়ুন: girl mysteriously missing: রানিগঞ্জে টিউশন পড়তে গিয়ে নিখোঁজ তরুণী, অপহরণ ?

এরপর মুক্তিপণ চেয়ে ফোন আসে ইয়াসিনের বাবার কাছে । ফলে তাঁরা বুঝে যান, অপহরণ করা হয়েছে তাঁদের ছোট্ট ছেলেকে । পরিবারের অভিযোগ পাওয়া মাত্রই তৎপর হয়ে ওঠে ডায়মন্ডহারবারের পুলিশ ৷ ডায়মন্ডহারবারের এসডিপিও মিতুনকুমার দে-র নেতৃত্বে শুরু হয় অভিযান । যে নম্বর থেকে মুক্তিপণ চেয়ে ফোন করা হয়েছিল, সেটিকে ট্র্যাক করে জয়নগরে পৌঁছন তদন্তকারীরা । বৃহস্পতিবার রাতেই উদ্ধার করা হয় অপহৃত শিশুকে ।

এই ঘটনায় এখনও পর্যন্ত তিনজনকে গ্রেফতার করা হয়েছে । শুক্রবার সকালে শিশুটিকে তার পরিবারের হাতে তুলে দেন ডায়মন্ডহারবারের এসডিপিও । অর্থের কারণেই এই অপহরণ নাকি ঘটনার নেপথ্যে অন্য কোনও কারণ রয়েছে, তা জানতে তদন্ত শুরু করেছে পুলিশ ।

আরও পড়ুন: Hanskhali Murder : অপহরণ করে খুন 8 বছরের শিশু, দুই মহিলা-সহ 4 জনের যাবজ্জীবন

ETV Bharat Logo

Copyright © 2024 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.