ETV Bharat / state

Fraud Money : ভিনরাজ্যে গিয়ে প্রতারণা; জয়নগর থেকে গ্রেফতার 2 - baruipur court

এ রাজ্যে থেকে চার যুবক মহারাষ্ট্রের নাগপুরে যায় ফলের ব্যবসা করতে ৷ অভিযোগ, সেখানে প্রতারণা করে ওই চার যুবক প্রায় পাঁচ লক্ষ টাকা হাতিয়ে এ রাজ্যে পালিয়ে আসে ৷ নাগপুর সিটি পুলিশ তদন্ত করে দক্ষিণ 24 পরগনার জয়নগর এলাকা থেকে গ্রেফতার করে দুইজনকে ৷ এই দু‘জনকে জেরা করে অন্য দুজনের খোঁজ চালাচ্ছে নাগপুর পুলিশ।

ভিন রাজ্যে গিয়ে প্রতারণা
ভিন রাজ্যে গিয়ে প্রতারণা
author img

By

Published : Aug 22, 2021, 11:40 AM IST

জয়নগর, 22 অগস্ট : ভিনরাজ্যে গিয়ে অভিনব কায়দায় প্রতারণা করার অভিযোগে গ্রেফতার জয়নগরের দুই যুবক। অভিযুক্ত দু‘জনকে গ্রেফতার করে মহারাষ্ট্রের নাগপুর সিটি পুলিশ। পুলিশ সূত্রে জানা যায়, মহারাষ্ট্রের নাগপুরের পার্দি থানার এলাকায় ফল কেনা-বেচার নাম করে দক্ষিণ 24 পরগনার বারুইপুর, সোনারপুর ও জয়নগর এলাকা থেকে চার যুবক সেখানে যায়।

সেখানকার মানুষের সঙ্গে ভাব জমিয়ে হাতের কারসাজিতে টাকা দ্বিগুণ করার অভিনব পদ্ধতি দেখায়। এলাকার মানুষ তাদের ফাঁদে পা দেয় ৷ প্রথমে তাঁরা অল্প কিছু টাকা দিয়ে পরীক্ষা করে সফল হয়েই মোটা অঙ্কের টাকা যুবকদের হাতে তুলে দেয় ৷ আর সেই সুযোগে ওই চার যুবক প্রায় পাঁচ লক্ষ টাকা হাতিয়ে ওখান থেকে চম্পট দেয়।

এরপর প্রতারিতরা 1 অগস্ট পার্দি থানায় ওই চার প্রতারকের বিরুদ্ধে অভিযোগ করে। তাঁদের অভিযোগের ভিত্তিতে পার্দি থানার পুলিশ তদন্ত শুরু করে এবং প্রতারকদের মোবাইল ফোনের সূত্র ধরে জানতে পারে যে, চারজনই পশ্চিমবঙ্গের দক্ষিণ 24 পরগনার বাসিন্দা।

মহারাষ্ট্র থেকে নাগপুর সিটি পুলিশের পাঁচ জনের একটি বিশেষ দল দক্ষিণ 24 পরগনায় পৌঁছায় ৷ প্রথমে তারা সোনারপুর থেকে সৌমিক ঘোষ নামে এক যুবককে গ্রেফতার করে। তাকে জিজ্ঞাসাবাদ করে পুলিশ জানতে পারে সৌমিক জয়নগর থানার অন্তর্গত বহরু এলাকার বাসিন্দা । তাকে জেরা করে পুলিশ জয়নগর থানার অন্তর্গত হাছিমপুর এলাকায় ওই ঘটনার সঙ্গে যুক্ত আরও একজনের সন্ধান পায়। এরপর শুক্রবার রাতে নাগপুর থানার পুলিশ জয়নগর থানার পুলিশের সহযোগিতায় হাছিমপুর থেকে ইদ্রিস মিস্ত্রি নামে আরও এক ব্যক্তিকে গ্রেফতার করে।

আরও পড়ুন : পিসি সরকার জুনিয়রের আত্মীয় বলে পরিচয় দিয়ে 53 লক্ষ টাকা প্রতারণা

গতকাল দুজনকে বারুইপুর আদালতে তোলা হয়েছে। এই দু‘জনকে জেরা করে অন্য দুজনের খোঁজ চালাচ্ছে নাগপুর পুলিশ। অভিযুক্তদের ট্রানজিস্ট রিমান্ডে মহারাষ্ট্রে নিয়ে গিয়েছে নাগপুর সিটি পুলিশ।

জয়নগর, 22 অগস্ট : ভিনরাজ্যে গিয়ে অভিনব কায়দায় প্রতারণা করার অভিযোগে গ্রেফতার জয়নগরের দুই যুবক। অভিযুক্ত দু‘জনকে গ্রেফতার করে মহারাষ্ট্রের নাগপুর সিটি পুলিশ। পুলিশ সূত্রে জানা যায়, মহারাষ্ট্রের নাগপুরের পার্দি থানার এলাকায় ফল কেনা-বেচার নাম করে দক্ষিণ 24 পরগনার বারুইপুর, সোনারপুর ও জয়নগর এলাকা থেকে চার যুবক সেখানে যায়।

সেখানকার মানুষের সঙ্গে ভাব জমিয়ে হাতের কারসাজিতে টাকা দ্বিগুণ করার অভিনব পদ্ধতি দেখায়। এলাকার মানুষ তাদের ফাঁদে পা দেয় ৷ প্রথমে তাঁরা অল্প কিছু টাকা দিয়ে পরীক্ষা করে সফল হয়েই মোটা অঙ্কের টাকা যুবকদের হাতে তুলে দেয় ৷ আর সেই সুযোগে ওই চার যুবক প্রায় পাঁচ লক্ষ টাকা হাতিয়ে ওখান থেকে চম্পট দেয়।

এরপর প্রতারিতরা 1 অগস্ট পার্দি থানায় ওই চার প্রতারকের বিরুদ্ধে অভিযোগ করে। তাঁদের অভিযোগের ভিত্তিতে পার্দি থানার পুলিশ তদন্ত শুরু করে এবং প্রতারকদের মোবাইল ফোনের সূত্র ধরে জানতে পারে যে, চারজনই পশ্চিমবঙ্গের দক্ষিণ 24 পরগনার বাসিন্দা।

মহারাষ্ট্র থেকে নাগপুর সিটি পুলিশের পাঁচ জনের একটি বিশেষ দল দক্ষিণ 24 পরগনায় পৌঁছায় ৷ প্রথমে তারা সোনারপুর থেকে সৌমিক ঘোষ নামে এক যুবককে গ্রেফতার করে। তাকে জিজ্ঞাসাবাদ করে পুলিশ জানতে পারে সৌমিক জয়নগর থানার অন্তর্গত বহরু এলাকার বাসিন্দা । তাকে জেরা করে পুলিশ জয়নগর থানার অন্তর্গত হাছিমপুর এলাকায় ওই ঘটনার সঙ্গে যুক্ত আরও একজনের সন্ধান পায়। এরপর শুক্রবার রাতে নাগপুর থানার পুলিশ জয়নগর থানার পুলিশের সহযোগিতায় হাছিমপুর থেকে ইদ্রিস মিস্ত্রি নামে আরও এক ব্যক্তিকে গ্রেফতার করে।

আরও পড়ুন : পিসি সরকার জুনিয়রের আত্মীয় বলে পরিচয় দিয়ে 53 লক্ষ টাকা প্রতারণা

গতকাল দুজনকে বারুইপুর আদালতে তোলা হয়েছে। এই দু‘জনকে জেরা করে অন্য দুজনের খোঁজ চালাচ্ছে নাগপুর পুলিশ। অভিযুক্তদের ট্রানজিস্ট রিমান্ডে মহারাষ্ট্রে নিয়ে গিয়েছে নাগপুর সিটি পুলিশ।

ETV Bharat Logo

Copyright © 2024 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.