ETV Bharat / state

সস্তা পাবলিসিটি পেতে বনধে গেছে বামেরা, কটাক্ষ মমতার - কটাক্ষ মমতার

ইশুটাকে সমর্থন করেন, বনধ নয় । বাংলায় বনধ করতে দেওয়া হবে না বলে স্পষ্ট জানিয়ে দিয়েছিলেন মমতা বন্দ্যোপাধ্যায় । আর আজ রাজ্যের বাম নেতৃত্বকে আক্রমণ করলেন তিনি । বললেন, এটা দাদাগিরি, আন্দোলন নয় ।

mamata
মমতা
author img

By

Published : Jan 8, 2020, 1:40 PM IST

Updated : Jan 8, 2020, 2:58 PM IST

গঙ্গাসাগর, ৮ জানুয়ারি : আগেই বলেছিলেন, ইশুটাকে সমর্থন করেন, বনধ নয় । বাংলায় বনধ করতে দেওয়া হবে না বলে স্পষ্ট জানিয়ে দিয়েছিলেন মমতা বন্দ্যোপাধ্যায় । আর আজ রাজ্যের বাম নেতৃত্বকে আক্রমণ করলেন তিনি । বললেন, এটা দাদাগিরি, আন্দোলন নয় ।

ইশুটাকে সমর্থন করেন, তা আরও একবার জানিয়ে তৃণমূল নেত্রী বলেন, "আমি ইশুটাকে সমর্থন করি । এর জন্য শান্তিপূর্ণ আন্দোলন করতে হবে ।" বামেদের কটাক্ষ করে তিনি বলেন, "ওরা ভাবে বনধ করলে সস্তায় পাবলিসিটি পাবে । এর থেকে রাজনৈতিক মৃত্যু হওয়া ভালো । যাক না দিল্লিতে গিয়ে আন্দোলন করুক না । ঘোলা জলে মাছ ধরতে নেমেছে ।"

সরকারি সম্পত্তি নষ্ট করলে যে যথাযথ ব্যবস্থা নেওয়া হবে তা আরও একবার জানিয়ে দিয়েছেন তিনি । বলেন, "বনধে কোনও সরকারি সম্পত্তি নষ্ট করলে পুলিশ কড়া পদক্ষেপ নেবে । আইন আইনের পথে চলবে ।" গণতান্ত্রিক পথে আন্দোলন করার জন্য বামেদের অনুরোধও করেন তিনি । আদর্শের প্রশ্ন তুলে রাজ্য CPI(M)-কে কটাক্ষ করতেও ছাড়েননি তিনি । বলেন, "এর থেকে কেরালা সিপিএম ভালো । ওদের আদর্শ আছে ।"

গঙ্গাসাগর থেকে মুখ্যমন্ত্রী...দেখুন ভিডিয়ো...

মমতা বন্দ্যোপাধ্যায়ের অবস্থান নিয়ে কটাক্ষ করতে ছাড়েনি বামেরাও । বামফ্রন্ট চেয়ারম্যান বিমান বসু বলেন, মানুষকে ভুল বোঝাচ্ছে । পদে পদে তৃণমূল কংগ্রেসের দ্বিচারিতা প্রমাণিত হচ্ছে ।

গঙ্গাসাগর, ৮ জানুয়ারি : আগেই বলেছিলেন, ইশুটাকে সমর্থন করেন, বনধ নয় । বাংলায় বনধ করতে দেওয়া হবে না বলে স্পষ্ট জানিয়ে দিয়েছিলেন মমতা বন্দ্যোপাধ্যায় । আর আজ রাজ্যের বাম নেতৃত্বকে আক্রমণ করলেন তিনি । বললেন, এটা দাদাগিরি, আন্দোলন নয় ।

ইশুটাকে সমর্থন করেন, তা আরও একবার জানিয়ে তৃণমূল নেত্রী বলেন, "আমি ইশুটাকে সমর্থন করি । এর জন্য শান্তিপূর্ণ আন্দোলন করতে হবে ।" বামেদের কটাক্ষ করে তিনি বলেন, "ওরা ভাবে বনধ করলে সস্তায় পাবলিসিটি পাবে । এর থেকে রাজনৈতিক মৃত্যু হওয়া ভালো । যাক না দিল্লিতে গিয়ে আন্দোলন করুক না । ঘোলা জলে মাছ ধরতে নেমেছে ।"

সরকারি সম্পত্তি নষ্ট করলে যে যথাযথ ব্যবস্থা নেওয়া হবে তা আরও একবার জানিয়ে দিয়েছেন তিনি । বলেন, "বনধে কোনও সরকারি সম্পত্তি নষ্ট করলে পুলিশ কড়া পদক্ষেপ নেবে । আইন আইনের পথে চলবে ।" গণতান্ত্রিক পথে আন্দোলন করার জন্য বামেদের অনুরোধও করেন তিনি । আদর্শের প্রশ্ন তুলে রাজ্য CPI(M)-কে কটাক্ষ করতেও ছাড়েননি তিনি । বলেন, "এর থেকে কেরালা সিপিএম ভালো । ওদের আদর্শ আছে ।"

গঙ্গাসাগর থেকে মুখ্যমন্ত্রী...দেখুন ভিডিয়ো...

মমতা বন্দ্যোপাধ্যায়ের অবস্থান নিয়ে কটাক্ষ করতে ছাড়েনি বামেরাও । বামফ্রন্ট চেয়ারম্যান বিমান বসু বলেন, মানুষকে ভুল বোঝাচ্ছে । পদে পদে তৃণমূল কংগ্রেসের দ্বিচারিতা প্রমাণিত হচ্ছে ।

Chennai/Mumbai/Guwahati (Assam)/Hyderabad/Raipur (Chhattisgarh), Jan 08 (ANI): Several states in India called for 'bharat bandh' against anti-worker policies of Central Government on Jan 08. In Hyderabad, commuters faced difficulties as bus service were also affected. Protesters demand during 'bharat bandh' includes the Centre to drop the proposed labour reform. In Mumbai, Bharat Petroleum Corporation Limited employees protested against government decision of strategic disinvestment of Bharat Petroleum. Protesters raised anti-government slogans and criticised the Centre for its policies. They were holding placards, posters and banners against the government.
Last Updated : Jan 8, 2020, 2:58 PM IST
ETV Bharat Logo

Copyright © 2024 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.