গঙ্গাসাগর, ৮ জানুয়ারি : আগেই বলেছিলেন, ইশুটাকে সমর্থন করেন, বনধ নয় । বাংলায় বনধ করতে দেওয়া হবে না বলে স্পষ্ট জানিয়ে দিয়েছিলেন মমতা বন্দ্যোপাধ্যায় । আর আজ রাজ্যের বাম নেতৃত্বকে আক্রমণ করলেন তিনি । বললেন, এটা দাদাগিরি, আন্দোলন নয় ।
ইশুটাকে সমর্থন করেন, তা আরও একবার জানিয়ে তৃণমূল নেত্রী বলেন, "আমি ইশুটাকে সমর্থন করি । এর জন্য শান্তিপূর্ণ আন্দোলন করতে হবে ।" বামেদের কটাক্ষ করে তিনি বলেন, "ওরা ভাবে বনধ করলে সস্তায় পাবলিসিটি পাবে । এর থেকে রাজনৈতিক মৃত্যু হওয়া ভালো । যাক না দিল্লিতে গিয়ে আন্দোলন করুক না । ঘোলা জলে মাছ ধরতে নেমেছে ।"
সরকারি সম্পত্তি নষ্ট করলে যে যথাযথ ব্যবস্থা নেওয়া হবে তা আরও একবার জানিয়ে দিয়েছেন তিনি । বলেন, "বনধে কোনও সরকারি সম্পত্তি নষ্ট করলে পুলিশ কড়া পদক্ষেপ নেবে । আইন আইনের পথে চলবে ।" গণতান্ত্রিক পথে আন্দোলন করার জন্য বামেদের অনুরোধও করেন তিনি । আদর্শের প্রশ্ন তুলে রাজ্য CPI(M)-কে কটাক্ষ করতেও ছাড়েননি তিনি । বলেন, "এর থেকে কেরালা সিপিএম ভালো । ওদের আদর্শ আছে ।"
মমতা বন্দ্যোপাধ্যায়ের অবস্থান নিয়ে কটাক্ষ করতে ছাড়েনি বামেরাও । বামফ্রন্ট চেয়ারম্যান বিমান বসু বলেন, মানুষকে ভুল বোঝাচ্ছে । পদে পদে তৃণমূল কংগ্রেসের দ্বিচারিতা প্রমাণিত হচ্ছে ।