বারুইপুর, 2 মার্চ : কয়েদিদের মধ্যে মারামারি । আর তাকে কেন্দ্র করে উত্তেজনা ছড়াল বারুইপুর কেন্দ্রীয় সংশোধনাগারে । পরিস্থিতি সামাল দিতে গিয়ে আক্রান্ত হন সাব জেলার শ্যামল ভট্টাচার্য ।
ঘটনার সূত্রপাত আজ বিকেলে । জানা গেছে, সংশোধনাগারে নাম ডাকার সময় কয়েদিদের মধ্যে বচসা শুরু হয় । তারপর সেই বচসা চরমে পৌঁছালে কয়েদিরা একে অপরের সঙ্গে হাতাহাতিতে জড়িয়ে পড়ে । ছোড়া হয় ইট পাটকেলও ।
পরিস্থিতি নিয়ন্ত্রণে আনতে আসরে নামেন সাব জেলার শ্যামল ভট্টাচার্য । কয়েদিদের ইটের আঘাতে মাথা ফেটে যায় তাঁর । রক্তাক্ত অবস্থায় তাঁকে উদ্ধার করা হয় । চিকিৎসার জন্য নিয়ে যাওয়া হয় বারুইপুর মহকুমা হাসপাতালে । সেখানেই বর্তমানে চিকিৎসাধীন তিনি ।